ETV Bharat / state

পুজোর আগে সিভিক ভলান্টিয়াদের নতুন পোশাক উপহার ইংরেজবাজার থানার - ইংরেজবাজারে সিভিক ভলান্টিয়াদের নতুন পোশাক উপহার

ইংরেজবাজার পুলিশের উদ্যোগে প্রায় 250 জন সিভিক ভলান্টিয়ারের হাতে গতকাল নতুন পোশাক তুলে দেওয়া হয় ৷

Enlish Bazar Police station
ইংরেজবাজার থানা
author img

By

Published : Oct 18, 2020, 11:06 AM IST

মালদা , 18 অক্টোবর : কোরোনা মোকাবিলায় প্রথম সারির যোদ্ধাদের মধ্যে অন্যতম সিভিক ভলান্টিয়াররাও । প্রথম থেকেই পুলিশকর্মীদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়েছেন তাঁরা । কোরোনা মোকাবিলা করতে গিয়ে সংক্রমিত হয়েছেন বহু সিভিক ভলান্টিয়ার । পুলিশ পরিবারের এই যোদ্ধাদের শারদ শুভেচ্ছা জানাতে গতকাল ইংরেজবাজার থানায় সিভিকদের হাতে পুজোর নতুন জামাকাপড় তুলে দেওয়া হয়।

হাতে আর কয়েকটা দিন । তারপরেই বাঙালি মেতে উঠবে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় । এই উৎসবে প্রত্যেকে নতুন পোশাক কেনে ৷ পরিবারের সদস্যদের ও আত্মীয়-স্বজনকে নতুন পোশাক উপহার দেয় । এবার সেই ভাবনা থেকে উদ্যোগ নিতে দেখা গেল ইংরেজবাজারে পুলিশ পরিবারে । গতকাল এই পরিবারের অন্যতম সদস্য সিভিক ভলান্টিয়ারদের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া , DSP ( হেড কোয়ার্টার ) প্রশান্ত দেবনাথ, ইংরেজবাজার থানার IC মদনমোহন রায়-সহ থানার অন্যান্য পুলিশ অফিসার ।

পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “সিভিক ভলান্টিয়াররা পুলিশ পরিবারের অন্যতম সদস্য । লড়াইয়ের সময় পুলিশের কাঁধে কাঁধ মিলিয়ে সিভিক ভলান্টিয়াররা সঙ্গ দেয় । কোরোনা মোকাবিলাতেও এভাবেই কাজ করেছে তারা ৷ আর কয়েকদিন বাদেই দুর্গাপুজো । এই উৎসবে বাঙালিরা পরিবারের সদস্যদের নতুন পোশাক উপহার দেয় । এই ভাবনা থেকেই ইংরেজবাজার থানার অন্তর্গত সিভিক ভলান্টিয়ারদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন থানার IC মদনমোহন রায় । থানার প্রায় 250 জন সিভিক ভলান্টিয়ারের হাতে পোশাক তুলে দেওয়া হয়েছে ।”

মালদা , 18 অক্টোবর : কোরোনা মোকাবিলায় প্রথম সারির যোদ্ধাদের মধ্যে অন্যতম সিভিক ভলান্টিয়াররাও । প্রথম থেকেই পুলিশকর্মীদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়েছেন তাঁরা । কোরোনা মোকাবিলা করতে গিয়ে সংক্রমিত হয়েছেন বহু সিভিক ভলান্টিয়ার । পুলিশ পরিবারের এই যোদ্ধাদের শারদ শুভেচ্ছা জানাতে গতকাল ইংরেজবাজার থানায় সিভিকদের হাতে পুজোর নতুন জামাকাপড় তুলে দেওয়া হয়।

হাতে আর কয়েকটা দিন । তারপরেই বাঙালি মেতে উঠবে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় । এই উৎসবে প্রত্যেকে নতুন পোশাক কেনে ৷ পরিবারের সদস্যদের ও আত্মীয়-স্বজনকে নতুন পোশাক উপহার দেয় । এবার সেই ভাবনা থেকে উদ্যোগ নিতে দেখা গেল ইংরেজবাজারে পুলিশ পরিবারে । গতকাল এই পরিবারের অন্যতম সদস্য সিভিক ভলান্টিয়ারদের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া , DSP ( হেড কোয়ার্টার ) প্রশান্ত দেবনাথ, ইংরেজবাজার থানার IC মদনমোহন রায়-সহ থানার অন্যান্য পুলিশ অফিসার ।

পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “সিভিক ভলান্টিয়াররা পুলিশ পরিবারের অন্যতম সদস্য । লড়াইয়ের সময় পুলিশের কাঁধে কাঁধ মিলিয়ে সিভিক ভলান্টিয়াররা সঙ্গ দেয় । কোরোনা মোকাবিলাতেও এভাবেই কাজ করেছে তারা ৷ আর কয়েকদিন বাদেই দুর্গাপুজো । এই উৎসবে বাঙালিরা পরিবারের সদস্যদের নতুন পোশাক উপহার দেয় । এই ভাবনা থেকেই ইংরেজবাজার থানার অন্তর্গত সিভিক ভলান্টিয়ারদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন থানার IC মদনমোহন রায় । থানার প্রায় 250 জন সিভিক ভলান্টিয়ারের হাতে পোশাক তুলে দেওয়া হয়েছে ।”

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.