ETV Bharat / state

আশ্বাসের একমাস পরেও পূরণ হয়নি দাবি, অবস্থানে মালদা কলেজের শিক্ষাকর্মীরা - মালদা কলেজের শিক্ষাকর্মীদের অবস্থান বিক্ষোভ

দীর্ঘ 75 দিন অনশনের পরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে থেকে 7 দিনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি পেয়েছিলেন শিক্ষাকর্মীরা । অন্তত এমনটাই দাবি তাদের । কিন্তু, সেই সমস্যার তো সমাধান হয়ইনি । বরং, শিক্ষাকর্মীদের দাবি, শিক্ষামন্ত্রী এখন এই বিষয়টি নিয়ে ভাববেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ।

Malda
মালদা
author img

By

Published : Feb 8, 2021, 10:29 PM IST

মালদা, 8 ফেব্রুয়ারি: 75 দিন অনশনের পর শিক্ষামন্ত্রীর থেকে আশ্বাস মিলেছিল । কিন্তু সেই আশ্বাসের এক মাস পরেও দাবি না পূরণ হওয়ায় কলেজ বয়কটের সিদ্ধান্ত নিল মালদা কলেজের শিক্ষাকর্মীরা । আজ দুপুরে কলেজ বয়কট করে গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা ।

পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজ়ুয়াল এমপ্লয়িজ় সমিতির জেলা কনভেনর তনয়কুমার ভট্টাচার্য বলেন, “দীর্ঘ 75 দিন অনশনের পর শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, আমাদের দাবি সাত দিনের মধ্যে মেনে নেওয়া হবে । কিন্তু একমাস পেরিয়ে গেলেও কোনও কাজ হয়নি । চলতি মাসের 6 তারিখ আমাদের বিধানসভা অভিযান ছিল । আমাদের চারজন প্রতিনিধি শিক্ষামন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে । শিক্ষামন্ত্রী আমাদের পরিষ্কার জানিয়ে দেন, এখন তিনি আর এসব করতে পারবেন না । ভোটের পরে বিষয়টি নিয়ে ভাববেন । "

আরও পড়ুন, "একবার নয়, হাজার বার আসুন... কিন্তু সংস্কৃতির মর্যাদা রাখুন"

তাঁর দাবি, "এর আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁদের সমস্ত নথিপত্রের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে । আমরা পরিচালন সমিতির কাছে নিজেদের দাবি রাখলেও কোনও ফল মেলেনি । বাধ্য হয়ে আমরা মালদা কলেজের সমস্ত শিক্ষাকর্মীরা কলেজ বয়কট করছি।”

মালদা, 8 ফেব্রুয়ারি: 75 দিন অনশনের পর শিক্ষামন্ত্রীর থেকে আশ্বাস মিলেছিল । কিন্তু সেই আশ্বাসের এক মাস পরেও দাবি না পূরণ হওয়ায় কলেজ বয়কটের সিদ্ধান্ত নিল মালদা কলেজের শিক্ষাকর্মীরা । আজ দুপুরে কলেজ বয়কট করে গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা ।

পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজ়ুয়াল এমপ্লয়িজ় সমিতির জেলা কনভেনর তনয়কুমার ভট্টাচার্য বলেন, “দীর্ঘ 75 দিন অনশনের পর শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, আমাদের দাবি সাত দিনের মধ্যে মেনে নেওয়া হবে । কিন্তু একমাস পেরিয়ে গেলেও কোনও কাজ হয়নি । চলতি মাসের 6 তারিখ আমাদের বিধানসভা অভিযান ছিল । আমাদের চারজন প্রতিনিধি শিক্ষামন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে । শিক্ষামন্ত্রী আমাদের পরিষ্কার জানিয়ে দেন, এখন তিনি আর এসব করতে পারবেন না । ভোটের পরে বিষয়টি নিয়ে ভাববেন । "

আরও পড়ুন, "একবার নয়, হাজার বার আসুন... কিন্তু সংস্কৃতির মর্যাদা রাখুন"

তাঁর দাবি, "এর আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁদের সমস্ত নথিপত্রের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে । আমরা পরিচালন সমিতির কাছে নিজেদের দাবি রাখলেও কোনও ফল মেলেনি । বাধ্য হয়ে আমরা মালদা কলেজের সমস্ত শিক্ষাকর্মীরা কলেজ বয়কট করছি।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.