ETV Bharat / state

জোড়া সাফল্য ইংরেজবাজার থানার পুলিশের ! গ্রেপ্তার চার জন - মালদার খবর

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে যদুপুর এলাকায় অভযান চালায় ৷ ধরা পড়ে একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ সহ এক যুবক ৷ অন্যদিকে, মালদা শহরের গয়েশপুর এলাকায় হানা দিয়ে তিনটি চোরাই মোটরবাইকসহ গ্রেপ্তার তিন জন ৷

Double success of English Bazar police
জোড়া সাফল্য ইংরেজবাজার থানার পুলিশের
author img

By

Published : Sep 2, 2020, 7:16 PM IST

মালদা, 2 সেপ্টেম্বর : অভিযান চালিয়ে জোড়া সাফল্য পেল ইংরেজবাজার থানার পুলিশ । গতকাল যদুপুর এলাকা থেকে একটি পাইপ গান ও দুই রাউন্ড তাজা কার্তুজ এবং গয়েশপুর এলাকায় হানা দিয়ে তিনটি চোরাই মোটরবাইক উদ্ধার করে পুলিশ । দুটি ঘটনায় গ্রেপ্তার চারজন । ধৃতদের আজ জেলা আদালতে পেশ করা হয়েছে ।

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে যদুপুর এলাকায় অভযান চালায় ৷ ধরা পড়ে একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ সহ নূর আহমেদ নামে এক যুবক ৷ গ্রেপ্তার করা হয়েছে তাঁকে । নূর কালিয়াচকের মোসিমপুর এলাকার বাসিন্দা । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নূর যদুপুর এলাকায় কোনও অসামাজিক কাজ করার উদ্দেশ্যে এসেছিল ।

অন্যদিকে, মালদা শহরের গয়েশপুর এলাকায় হানা দিয়ে তিনটি চোরাই মোটরবাইক উদ্ধার করা হয়েছে । এই ঘটনায় আজিম শেখ, ওলিউল্লা হক ও সাবিব শেখ নামে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা সকলেই গয়েশপুর এলাকার বাসিন্দা । দুটি ঘটনায় ধৃতদের আজ জেলা আদালতে পেশ করা হয়েছে ।

মালদা, 2 সেপ্টেম্বর : অভিযান চালিয়ে জোড়া সাফল্য পেল ইংরেজবাজার থানার পুলিশ । গতকাল যদুপুর এলাকা থেকে একটি পাইপ গান ও দুই রাউন্ড তাজা কার্তুজ এবং গয়েশপুর এলাকায় হানা দিয়ে তিনটি চোরাই মোটরবাইক উদ্ধার করে পুলিশ । দুটি ঘটনায় গ্রেপ্তার চারজন । ধৃতদের আজ জেলা আদালতে পেশ করা হয়েছে ।

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে যদুপুর এলাকায় অভযান চালায় ৷ ধরা পড়ে একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ সহ নূর আহমেদ নামে এক যুবক ৷ গ্রেপ্তার করা হয়েছে তাঁকে । নূর কালিয়াচকের মোসিমপুর এলাকার বাসিন্দা । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নূর যদুপুর এলাকায় কোনও অসামাজিক কাজ করার উদ্দেশ্যে এসেছিল ।

অন্যদিকে, মালদা শহরের গয়েশপুর এলাকায় হানা দিয়ে তিনটি চোরাই মোটরবাইক উদ্ধার করা হয়েছে । এই ঘটনায় আজিম শেখ, ওলিউল্লা হক ও সাবিব শেখ নামে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা সকলেই গয়েশপুর এলাকার বাসিন্দা । দুটি ঘটনায় ধৃতদের আজ জেলা আদালতে পেশ করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.