ETV Bharat / state

Malda Rape: মূক-বধির যুবতীকে ধর্ষণ করে খুনের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত - মূক-বধির যুবতীকে ধর্ষণ

মালদার (Malda Rape) মানিকচকে মূক-বধির যুবতীকে ধর্ষণের (Deaf And Dumb Woman Raped) অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ৷ পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে ৷

deaf and dumb woman raped at malda, youth arrested
মূক-বধির যুবতীকে ধর্ষণ করে খুনের চেষ্টা, গ্রেফতার প্রতিবেশী যুবক
author img

By

Published : Sep 26, 2021, 5:39 PM IST

মালদা, 26 সেপ্টেম্বর: মূক-বধির যুবতীকে ধর্ষণ (Deaf And Dumb Woman Raped) করে খুনের চেষ্টার অভিযোগ উঠল গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে । নির্যাতিতা যুবতী বর্তমানে গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনাটি ঘটেছে মালদার (Malda Rape) মানিকচকে ।

নির্যাতিতা যুবতীর বয়স 25 বছর । পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে ওই যুবতী জমিতে চাষের কাজে গিয়েছিলেন । সন্ধে হয়ে গেলেও তিনি ঘরে না-ফেরায় পরিবারের লোকজন তাঁর খোঁজ শুরু করেন । রাত 8টা নাগাদ অর্ধনগ্ন অবস্থায় ঘরে ফেরেন ওই যুবতী । ঘরে ফিরে পরিবারের লোকজনকে পুরো ঘটনার কথা জানান তিনি ।

এরপরেই পরিবারের লোকজন তাঁকে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করান । পরিবারের পক্ষ থেকে স্থানীয় এক যুবক মজিফুল শেখের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় । অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আজ মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ ।

আরও পড়ুন: Rape : নাবালিকা ভাগ্নিকে অপহরণ করে লাগাতার ধর্ষণ, 10 বছরের কারাদণ্ড ব্যক্তির

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা যুবতী অভিযুক্ত যুবকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন । সেই সময়ও অভিযুক্ত তাঁর উপর নির্যাতন চালিয়েছিল বলে অভিযোগ । কিন্তু ভয়ে কোনও অভিযোগ জানায়নি দুঃস্থ ওই পরিবার ।

আরও পড়ুন: Telangana Rape: শিশু ধর্ষণ-খুনে উত্তপ্ত তেলাঙ্গানা, অভিযুক্তের খোঁজে 10 লাখ পুরস্কার ঘোষণা

মানিকচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা যুবতীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই যুবতীকে ধর্ষণ করার পর ঘটনা ধামাচাপা দিতে তাঁকে মারধর করে হুমকি দেওয়া হয় । সেই সময় ওই যুবতী জ্ঞান হারিয়ে ফেলেন । নির্যাতিতা যুবতীর মৃত্যু হয়েছে ভেবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক ।

আরও পড়ুন: Murder : মাকে খুন করে বাড়িতে মাটি চাপা, আড়াই বছর পর গ্রেফতার ছেলে

মালদা, 26 সেপ্টেম্বর: মূক-বধির যুবতীকে ধর্ষণ (Deaf And Dumb Woman Raped) করে খুনের চেষ্টার অভিযোগ উঠল গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে । নির্যাতিতা যুবতী বর্তমানে গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনাটি ঘটেছে মালদার (Malda Rape) মানিকচকে ।

নির্যাতিতা যুবতীর বয়স 25 বছর । পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে ওই যুবতী জমিতে চাষের কাজে গিয়েছিলেন । সন্ধে হয়ে গেলেও তিনি ঘরে না-ফেরায় পরিবারের লোকজন তাঁর খোঁজ শুরু করেন । রাত 8টা নাগাদ অর্ধনগ্ন অবস্থায় ঘরে ফেরেন ওই যুবতী । ঘরে ফিরে পরিবারের লোকজনকে পুরো ঘটনার কথা জানান তিনি ।

এরপরেই পরিবারের লোকজন তাঁকে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করান । পরিবারের পক্ষ থেকে স্থানীয় এক যুবক মজিফুল শেখের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় । অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আজ মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ ।

আরও পড়ুন: Rape : নাবালিকা ভাগ্নিকে অপহরণ করে লাগাতার ধর্ষণ, 10 বছরের কারাদণ্ড ব্যক্তির

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা যুবতী অভিযুক্ত যুবকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন । সেই সময়ও অভিযুক্ত তাঁর উপর নির্যাতন চালিয়েছিল বলে অভিযোগ । কিন্তু ভয়ে কোনও অভিযোগ জানায়নি দুঃস্থ ওই পরিবার ।

আরও পড়ুন: Telangana Rape: শিশু ধর্ষণ-খুনে উত্তপ্ত তেলাঙ্গানা, অভিযুক্তের খোঁজে 10 লাখ পুরস্কার ঘোষণা

মানিকচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা যুবতীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই যুবতীকে ধর্ষণ করার পর ঘটনা ধামাচাপা দিতে তাঁকে মারধর করে হুমকি দেওয়া হয় । সেই সময় ওই যুবতী জ্ঞান হারিয়ে ফেলেন । নির্যাতিতা যুবতীর মৃত্যু হয়েছে ভেবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক ।

আরও পড়ুন: Murder : মাকে খুন করে বাড়িতে মাটি চাপা, আড়াই বছর পর গ্রেফতার ছেলে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.