ETV Bharat / state

মালদায় বার্ধক্য ভাতা করে দেওয়ার নামে কাটমানি, অভিযুক্ত সিপিএম নেতা - অভিযুক্ত সিপিএম নেতা

Cut Money Allegation: বার্ধক্য ভাতা করে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ ৷ শাসকদল তৃণমূল নয়, কাঠগড়ায় মালদার এক সিপিএম নেতা ৷ যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ওই ব্যক্তি ৷

Cut Money Allegation against CPM leader
কাটমানি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 5:17 PM IST

মালদায় বার্ধক্য ভাতা করে দেওয়ার নামে কাটমানি

মালদা, 12 ডিসেম্বর: কাটমানি এবং প্রতারণার অভিযোগে বিদ্ধ সিপিএমও ৷ বার্ধক্য ভাতা করিয়ে দেওয়ার নামে সিপিএমের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য একটি গ্রামের অন্তত দেড়শো বৃদ্ধ-বৃদ্ধার সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ ৷ এ নিয়ে গ্রামে বিক্ষোভ দেখিয়েছেন প্রতারিতরা ৷ যদিও অভিযুক্ত সিপিআইএম নেতা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত বলরামপুর গ্রামে ৷

অভিযোগ, বার্ধক্য ভাতা করিয়ে দেবেন বলে চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সিপিএম সদস্য তথা ইয়াদ আলি গ্রামের অন্তত দেড়শো বৃদ্ধ-বৃদ্ধার কাছ থেকে দুই থেকে পাঁচ হাজার টাকা নিয়েছেন ৷ কিন্তু দু'বছর পেরিয়ে গেলেও কারও বার্ধক্য ভাতা হয়নি ৷ অনেকে তাঁর কাছে টাকা ফেরত চাইলেও তিনি কাউকে টাকা ফিরিয়ে দেননি ৷ আজ দেব, কাল দেব বলে তিনি এড়িয়ে যাচ্ছেন ৷ এর প্রতিবাদে ওই গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধারা সোম ও মঙ্গলবার বিক্ষোভ দেখান ৷

প্রতারিত এক বৃদ্ধা আলফাতুন বিবি বলেন, "আমার লোকটার দিনে 50 টাকার ওষুধ লাগছে ৷ আমরা গরিব মানুষ ৷ কোনওরকমে সংসার চলে ৷ ওষুধ কেনার টাকা জোগাড় করতে পারছি না ৷ হাঁটাচলা করতে পারি না ৷ চোখেও ভালো দেখতে পাই না ৷ আমি টাকা কোথায় পাব? বার্ধক্য ভাতা করে দেবে বলে ইয়াদ আলি মেম্বার আমার কাছে টাকা চেয়েছিল ৷ আমি ওকে দু'হাজার টাকা দিয়েছিলাম ৷ কিন্তু এখনও আমাদের ভাতা হয়নি ৷"

পক্ষাঘাতে আক্রান্ত পা ৷ চলাফেরা করতে পারেন না ষাটোর্ধ্ব মুসলিমুদ্দিন শেখ ৷ তিনিও ভাতার জন্য টাকা দিয়েছিলেন ইয়াদ আলিকে ৷ জানালেন, "তিন হাজার টাকা দিয়েছিলাম ৷ বলেছিল সরকারি ভাতা করে দেবে ৷ কিন্তু এখনও ভাতা হয়নি ৷ টাকা ফেরত চাইতে গেলে আজ দেব, কাল দেব বলে ঘোরাচ্ছে ৷ বলছে, কাগজপত্র সব তৈরি হয়ে গিয়েছে ৷ ভাতার টাকা সামনের মাসে ঢুকে যাবে ৷ এভাবে অনেকদিন হয়ে গেল ৷"

গ্রামের আরেক বৃদ্ধ মনিরুদ্দিনের বক্তব্য, বার্ধক্য ভাতা করে দেবে বলে ইয়াদ আলি তাঁর কাছ থেকে দু'হাজার টাকা নিয়েছিলেন ৷ বলেছিলেন, কিছু করতে হবে না ৷ দুয়ারে সরকারেও যেতে হবে না ৷ তিনি ভাতা করে দেবেন ৷ এখন কাগজ জমা করতে বলছেন ৷ এ মাসে না হলেও আগামী মাসে হয়ে যাবে ৷ এভাবে দু'বছর পেরিয়ে গেল ৷ এখনও ভাতা হয়নি ৷

যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে ইয়াদ আলি বলেন, "2013 সালে আমার গ্রাম পঞ্চায়েতের সদস্যপদ শেষ হয়েছে ৷ তারপর আমি পঞ্চায়েত সমিতির সদস্য ছিলাম ৷ আজ যারা অভিযোগ করছে, তারা কখন আমাকে টাকা দিয়েছে সেটা আগে জেনে আসুন ৷ এখন তৃণমূলের জমানা ৷ রাহাজানি থেকে শুরু করে সব কেলেঙ্কারিতে ওরা জড়িত ৷ ওদের কেউ আমার নামে টাকা নিয়ে থাকলে কিছু করার নেই ৷ যেসব অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ৷"

আরও পড়ুন:

  1. কাটমানির দাবি তৃণমূল যুবনেতার ! ভাইরাল অডিয়ো নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ বিজেপি
  2. কাটমানি চেয়ে ঠিকাদারকে হুমকিতে অভিযুক্ত অনিত, ভাইরাল স্ক্রিনশট
  3. দুয়ারের সরকারের নামে শংসাপত্রের জন্য কাটমানি, বিক্ষোভ বিজেপির

মালদায় বার্ধক্য ভাতা করে দেওয়ার নামে কাটমানি

মালদা, 12 ডিসেম্বর: কাটমানি এবং প্রতারণার অভিযোগে বিদ্ধ সিপিএমও ৷ বার্ধক্য ভাতা করিয়ে দেওয়ার নামে সিপিএমের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য একটি গ্রামের অন্তত দেড়শো বৃদ্ধ-বৃদ্ধার সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ ৷ এ নিয়ে গ্রামে বিক্ষোভ দেখিয়েছেন প্রতারিতরা ৷ যদিও অভিযুক্ত সিপিআইএম নেতা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত বলরামপুর গ্রামে ৷

অভিযোগ, বার্ধক্য ভাতা করিয়ে দেবেন বলে চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সিপিএম সদস্য তথা ইয়াদ আলি গ্রামের অন্তত দেড়শো বৃদ্ধ-বৃদ্ধার কাছ থেকে দুই থেকে পাঁচ হাজার টাকা নিয়েছেন ৷ কিন্তু দু'বছর পেরিয়ে গেলেও কারও বার্ধক্য ভাতা হয়নি ৷ অনেকে তাঁর কাছে টাকা ফেরত চাইলেও তিনি কাউকে টাকা ফিরিয়ে দেননি ৷ আজ দেব, কাল দেব বলে তিনি এড়িয়ে যাচ্ছেন ৷ এর প্রতিবাদে ওই গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধারা সোম ও মঙ্গলবার বিক্ষোভ দেখান ৷

প্রতারিত এক বৃদ্ধা আলফাতুন বিবি বলেন, "আমার লোকটার দিনে 50 টাকার ওষুধ লাগছে ৷ আমরা গরিব মানুষ ৷ কোনওরকমে সংসার চলে ৷ ওষুধ কেনার টাকা জোগাড় করতে পারছি না ৷ হাঁটাচলা করতে পারি না ৷ চোখেও ভালো দেখতে পাই না ৷ আমি টাকা কোথায় পাব? বার্ধক্য ভাতা করে দেবে বলে ইয়াদ আলি মেম্বার আমার কাছে টাকা চেয়েছিল ৷ আমি ওকে দু'হাজার টাকা দিয়েছিলাম ৷ কিন্তু এখনও আমাদের ভাতা হয়নি ৷"

পক্ষাঘাতে আক্রান্ত পা ৷ চলাফেরা করতে পারেন না ষাটোর্ধ্ব মুসলিমুদ্দিন শেখ ৷ তিনিও ভাতার জন্য টাকা দিয়েছিলেন ইয়াদ আলিকে ৷ জানালেন, "তিন হাজার টাকা দিয়েছিলাম ৷ বলেছিল সরকারি ভাতা করে দেবে ৷ কিন্তু এখনও ভাতা হয়নি ৷ টাকা ফেরত চাইতে গেলে আজ দেব, কাল দেব বলে ঘোরাচ্ছে ৷ বলছে, কাগজপত্র সব তৈরি হয়ে গিয়েছে ৷ ভাতার টাকা সামনের মাসে ঢুকে যাবে ৷ এভাবে অনেকদিন হয়ে গেল ৷"

গ্রামের আরেক বৃদ্ধ মনিরুদ্দিনের বক্তব্য, বার্ধক্য ভাতা করে দেবে বলে ইয়াদ আলি তাঁর কাছ থেকে দু'হাজার টাকা নিয়েছিলেন ৷ বলেছিলেন, কিছু করতে হবে না ৷ দুয়ারে সরকারেও যেতে হবে না ৷ তিনি ভাতা করে দেবেন ৷ এখন কাগজ জমা করতে বলছেন ৷ এ মাসে না হলেও আগামী মাসে হয়ে যাবে ৷ এভাবে দু'বছর পেরিয়ে গেল ৷ এখনও ভাতা হয়নি ৷

যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে ইয়াদ আলি বলেন, "2013 সালে আমার গ্রাম পঞ্চায়েতের সদস্যপদ শেষ হয়েছে ৷ তারপর আমি পঞ্চায়েত সমিতির সদস্য ছিলাম ৷ আজ যারা অভিযোগ করছে, তারা কখন আমাকে টাকা দিয়েছে সেটা আগে জেনে আসুন ৷ এখন তৃণমূলের জমানা ৷ রাহাজানি থেকে শুরু করে সব কেলেঙ্কারিতে ওরা জড়িত ৷ ওদের কেউ আমার নামে টাকা নিয়ে থাকলে কিছু করার নেই ৷ যেসব অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ৷"

আরও পড়ুন:

  1. কাটমানির দাবি তৃণমূল যুবনেতার ! ভাইরাল অডিয়ো নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ বিজেপি
  2. কাটমানি চেয়ে ঠিকাদারকে হুমকিতে অভিযুক্ত অনিত, ভাইরাল স্ক্রিনশট
  3. দুয়ারের সরকারের নামে শংসাপত্রের জন্য কাটমানি, বিক্ষোভ বিজেপির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.