মালদা, 28 অগাস্ট : গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিরুদ্ধে আন্দোলনে নামল মালদা জেলা কংগ্রেস । 14 দফা দাবি নিয়ে মঙ্গলবার উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেয় জেলা কংগ্রেস নেতৃত্ব । বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা কর্মীরা ৷ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলম, দলের সাধারণ সম্পাদক কালীসাধন রায়, ছাত্র পরিষদ নেতা আসিফ শেখ, বাবুলব শেখ প্রমুখ ।
এই বিক্ষোভ প্রসঙ্গে মোস্তাক আলম বলেন, " আজ আমরা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে 14 দফা দাবি নিয়ে এসেছি । এই বিশ্ববিদ্যালয়ের অধীনে 23টি কলেজ রয়েছে । দেড় লক্ষ ছাত্র ছাত্রী এই বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করেন । তাঁদের ভবিষ্যৎ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছিনিমিনি খেলছে । দুর্নীতির জন্য যাদের বিরুদ্ধে সরকার ও সংশ্লিষ্ট দপ্তর পুলিশে অভিযোগ দায়ের করতে বলছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অর্থের বিনিময়ে তাদের আবার নিয়োগ করা হচ্ছে । "
তিনি আরও বলেন, "এখানে পড়ুয়াদের কাছ থেকে যে ফি নেওয়া হচ্ছে, সেই ফি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কিংবা কলকাতা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় না । এখানে শুধুমাত্র ফি বাবদ প্রায় 24 কোটি টাকা আদায় হচ্ছে । সেই টাকা কীভাবে তছরূপ করা হচ্ছে, তার তথ্য আমরা জোগাড় করেছি। "
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভরতি প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলে জেলা কংগ্রেস ৷ জেলা সভাপতি মুস্তাক আলম বলেন , " বিশ্ববিদ্যালয়ে জাল নথির বিনিময়ে ছাত্র ভরতি করা হচ্ছে । ভরতির একটি চক্র এখানে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে । প্রচুর অঙ্কের টাকার খেলা চলছে । ফেল করা ছাত্রছাত্রীকে টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়া হচ্ছে । উত্তরপত্রের রিভিউ করতে গেলেও পড়ুয়াদের মোটা টাকা দিতে হচ্ছে । "
এদিকে কংগ্রেসের স্মারকলিপি নিয়ে উপাচার্য স্বাগত সেন সংবাদমাধ্যমকে বলেন, " আজ কংগ্রেসের পক্ষ থেকে 14 দফা দাবি নিয় একটি স্মারকলিপি দেওয়া হয়েছে । দাবিগুলি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে । "