ETV Bharat / state

Coaching for Entrance Exams: উত্তরবঙ্গের ছেলেমেয়েদের জন্য ভিন্ন প্রবেশিকা পরীক্ষার কোচিং চালু মালদায়

মাধ্যমিক (MP) ও উচ্চমাধ্যমিকে (HS) কলকাতাকে বেশ কয়েক বছর ধরেই পিছনে ফেলেছে জেলা ৷ মেধা তালিকার ভিত্তিতে উত্তরবঙ্গও এখন আর খুব একটা পিছিয়ে নেই ৷ এবার শিক্ষাক্ষেত্রে মালদার মাথায় নতুন পালক জুড়ল ৷ উত্তরবঙ্গের (North Bengal) যে কোনও স্কুলের তফশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণির একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা বিনামূল্যে জয়েন্ট এন্ট্রাস কিংবা নিট প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণ নিতে পারবে পুরাতন মালদার সাহাপুর হাইস্কুল থেকে ৷ এর জন্য শনিবার ওই স্কুলে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করেন জেলাশাসক নীতিন সিংঘানিয়া ৷

Coaching for Entrance Exams
উত্তরবঙ্গের ছেলেমেয়েদের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার কোচিং চালু মালদায়
author img

By

Published : Nov 12, 2022, 4:44 PM IST

মালদা, 12 নভেম্বর: উত্তরবঙ্গের ছেলেমেয়েদের জন্য চালু হল ভিন্ন প্রবেশিকা পরীক্ষার কোচিং ৷ আর সেজন্য মালদার সাহাপুর হাইস্কুলকে বেছে নিল অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতর ৷ চালু হল স্মার্ট ক্লাসরুম ৷ তফশিলি জাতি (SC), উপজাতি (ST)ও অনগ্রসর শ্রেণিভুক্ত পড়ুয়াদের জন্য আগেই এই উদ্যোগ নিয়েছিল রাজ্যের অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতর ৷ এতদিন সেই সুযোগ কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির পড়ুয়াদের জন্যই বরাদ্দ ছিল ৷ কিন্তু চলতি বছর উত্তরবঙ্গের ছেলেমেয়েদের জন্যও সেই দরজা খুলে দেওয়া হয়েছে ৷

সংশ্লিষ্ট দফতরের তরফে এবার নদিয়া ও বর্ধমানের সঙ্গে মালদাতেও স্মার্ট ক্লাসরুম চালু করা হয়েছে ৷ প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই ক্লাসরুমে প্রশিক্ষণ দিতে আসবেন নামী প্রশিক্ষকরা ৷ যারা স্কুলের কাছাকাছি থাকে, তারা ইচ্ছে করলে ক্লাসরুমে এসে প্রশিক্ষণ নিতে পারে ৷ একইসঙ্গে এই প্রশিক্ষণ অনলাইনেও দেওয়া হবে ৷ প্রতি শনি ও রবিবার এই ক্লাস হবে ৷ উত্তরবঙ্গের যে কোনও জায়গার ছেলেমেয়েরা সেই সুযোগ নিতে পারে ৷ তার জন্য তাদের শুধু নিজেদের নাম নথিভুক্ত করতে হবে ৷

Coaching for Entrance Exams
বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার কোচিং চালু মালদায়

এদিন ক্লাসরুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পড়ুয়াদের উদ্দেশ্যে জেলাশাসক বলেন, "এই ব্যবস্থার জন্য মালদার একটি স্কুলকে যে বেছে নেওয়া হবে, তা আশা করিনি ৷ অনগ্রসর উন্নয়ন দফতর এখানকার ছেলেমেয়েদের জন্যও সেই সুযোগ এনে দিয়েছে ৷" ক্লাসরুমের উদ্বোধন করে জেলাশাসক বলেন, "অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতরের সহায়তায় আজ পুরাতন মালদার সাহাপুর হাইস্কুলে একটি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করা হল ৷ মূলত এসসি, এসটি ও ওবিসি শ্রেণিভুক্ত পড়ুয়াদের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে ৷"

বিনামূল্যে জয়েন্ট এন্ট্রাস কিংবা নিট প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণ নিতে পারবে পুরাতন মালদার সাহাপুর হাইস্কুল থেকে

আরও পড়ুন: স্কুলেই মুদির দোকান শিক্ষক দম্পতির ! তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধেও অভিযোগ

তিনি আরও বলেন. " এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা জেইই , ওয়েস্ট বেঙ্গল জেইই (WBJEE) এবং নিট (NEET) পরীক্ষার জন্য সম্পূর্ণ বিনামূল্যে কোচিং নিতে পারবে ৷ উত্তরবঙ্গের যে কোনও জেলার পড়ুয়ারা এই সুযোগ নিতে পারে ৷ মালদার একটি স্কুলকে এর জন্য বেছে নেওয়ায় আমি খুব খুশি ৷ সাহাপুর হাইস্কুলের পরিকাঠামোও ভীষণ উন্নত ৷ এই স্কুলের পরিবেশও ভালো, ও পঠনপাঠনের উপযোগী ৷"

মালদা, 12 নভেম্বর: উত্তরবঙ্গের ছেলেমেয়েদের জন্য চালু হল ভিন্ন প্রবেশিকা পরীক্ষার কোচিং ৷ আর সেজন্য মালদার সাহাপুর হাইস্কুলকে বেছে নিল অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতর ৷ চালু হল স্মার্ট ক্লাসরুম ৷ তফশিলি জাতি (SC), উপজাতি (ST)ও অনগ্রসর শ্রেণিভুক্ত পড়ুয়াদের জন্য আগেই এই উদ্যোগ নিয়েছিল রাজ্যের অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতর ৷ এতদিন সেই সুযোগ কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির পড়ুয়াদের জন্যই বরাদ্দ ছিল ৷ কিন্তু চলতি বছর উত্তরবঙ্গের ছেলেমেয়েদের জন্যও সেই দরজা খুলে দেওয়া হয়েছে ৷

সংশ্লিষ্ট দফতরের তরফে এবার নদিয়া ও বর্ধমানের সঙ্গে মালদাতেও স্মার্ট ক্লাসরুম চালু করা হয়েছে ৷ প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই ক্লাসরুমে প্রশিক্ষণ দিতে আসবেন নামী প্রশিক্ষকরা ৷ যারা স্কুলের কাছাকাছি থাকে, তারা ইচ্ছে করলে ক্লাসরুমে এসে প্রশিক্ষণ নিতে পারে ৷ একইসঙ্গে এই প্রশিক্ষণ অনলাইনেও দেওয়া হবে ৷ প্রতি শনি ও রবিবার এই ক্লাস হবে ৷ উত্তরবঙ্গের যে কোনও জায়গার ছেলেমেয়েরা সেই সুযোগ নিতে পারে ৷ তার জন্য তাদের শুধু নিজেদের নাম নথিভুক্ত করতে হবে ৷

Coaching for Entrance Exams
বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার কোচিং চালু মালদায়

এদিন ক্লাসরুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পড়ুয়াদের উদ্দেশ্যে জেলাশাসক বলেন, "এই ব্যবস্থার জন্য মালদার একটি স্কুলকে যে বেছে নেওয়া হবে, তা আশা করিনি ৷ অনগ্রসর উন্নয়ন দফতর এখানকার ছেলেমেয়েদের জন্যও সেই সুযোগ এনে দিয়েছে ৷" ক্লাসরুমের উদ্বোধন করে জেলাশাসক বলেন, "অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতরের সহায়তায় আজ পুরাতন মালদার সাহাপুর হাইস্কুলে একটি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করা হল ৷ মূলত এসসি, এসটি ও ওবিসি শ্রেণিভুক্ত পড়ুয়াদের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে ৷"

বিনামূল্যে জয়েন্ট এন্ট্রাস কিংবা নিট প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণ নিতে পারবে পুরাতন মালদার সাহাপুর হাইস্কুল থেকে

আরও পড়ুন: স্কুলেই মুদির দোকান শিক্ষক দম্পতির ! তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধেও অভিযোগ

তিনি আরও বলেন. " এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা জেইই , ওয়েস্ট বেঙ্গল জেইই (WBJEE) এবং নিট (NEET) পরীক্ষার জন্য সম্পূর্ণ বিনামূল্যে কোচিং নিতে পারবে ৷ উত্তরবঙ্গের যে কোনও জেলার পড়ুয়ারা এই সুযোগ নিতে পারে ৷ মালদার একটি স্কুলকে এর জন্য বেছে নেওয়ায় আমি খুব খুশি ৷ সাহাপুর হাইস্কুলের পরিকাঠামোও ভীষণ উন্নত ৷ এই স্কুলের পরিবেশও ভালো, ও পঠনপাঠনের উপযোগী ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.