ETV Bharat / state

Chanchal College : অর্ধ শতাব্দি পেরিয়ে গেলেও চাঁচল কলেজে নেই বিজ্ঞানের সব বিভাগের অনার্স কোর্স - চাঁচল কলেজের বয়স 53 বছর

উত্তর মালদায় চাঁচল কলেজে বিজ্ঞানের সব বিষয়ে পড়ার সুবিধে নেই ৷ তাই অঞ্চলের পড়ুয়াদের 75 কিলোমিটার দূরে মালদা শহর বা উত্তর দিনাজপুরে যেতে হয় (Chanchal College) ৷

Uttar Malda Chanchal College
উত্তর মালদার চাঁচল কলেজ
author img

By

Published : Apr 19, 2022, 5:06 PM IST

মালদা, 19 এপ্রিল : বয়স পঞ্চাশ পেরিয়ে গেলেও কলেজে শুধুই অঙ্ক আর ভূগোলের অনার্স বিভাগ, নেই বিজ্ঞানের অন্য বিষয়ে স্নাতক কোর্স ৷ চাঁচল মহকুমার সদর এলাকায় চাঁচল কলেজের বয়স 53 বছর ৷ তবে এখনও উচ্চশিক্ষার জন্য এলাকার পড়ুয়াদের যেতে হয় 75 কিলোমিটার দূরে মালদা শহরে নতুবা পাশের উত্তর দিনাজপুর জেলায় । তাই স্থানীয় পড়ুয়ারা দ্রুত এই কলেজে বিজ্ঞান বিভাগের সব বিষয়ে অনার্স কোর্স চালুর দাবি তুলেছেন । খুব দ্রুত এই দাবি পূরণের আশ্বাস দিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (Malda Students demand all science honours course facility in Chanchal College) ।

চাঁচল কলেজে শুধুই চাঁচল নয়, আশপাশের ব্লক থেকেও পড়ুয়ারা ভিড় জমান । উচ্চশিক্ষার জন্য তাঁদের অন্যতম ভরসা এই কলেজ । কলেজের ইংরেজি স্নাতক প্রথম বর্ষের ছাত্রী সুইটি মণ্ডল বললেন, "আমার ইচ্ছে ছিল বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করব । কিন্তু এই কলেজে শুধুমাত্র অঙ্ক ছাড়া বিজ্ঞানের অন্য বিষয়গুলির অনার্স কোর্স নেই । তাই আমাকে ইংরেজি নিয়ে পড়তে হচ্ছে ।"

এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী অঙ্কিতা মজুমদারের কথায়, "চাঁচল কলেজে অঙ্ক ছাড়া বিজ্ঞানের নানা বিষয়ে অনার্স কোর্স পড়ার সুবিধে নেই ৷ আমার ইচ্ছে, কেমিস্ট্রিতে অনার্স নিয়ে পড়ব । তাই আমাকে অন্য কোথাও পড়তে যেতে হবে । এতে সময় এবং খরচ, দুই-ই বাড়বে । আমরা চাই, চাঁচল কলেজে বিজ্ঞানের সব বিষয়ে অনার্স কোর্স চালু করা হোক ।"

আরও পড়ুন : Kanailal Bhattacharya College : গোষ্ঠী দ্বন্দ্বের জেরে ধুন্ধুমার হাওড়ার কানাইলাল কলেজ

চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস বলেন, "এই কলেজে অঙ্কের আসন সংখ্যা চাহিদার তুলনায় কম । একই পরিস্থিতি ভূগোলেও । দু'টি বিষয়ে আসন সংখ্যা বাড়াতে কলেজের সভাপতি সৌগত পাল ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন ।" তিনি জানান গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়েও বিষয়টি জানানো হয়েছে ।

অধ্যক্ষ আশ্বাস দিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে দু'টি বিষয়ে আসন সংখ্যা বাড়বে । উত্তর মালদায় একমাত্র চাঁচল কলেজেই বিজ্ঞান বিভাগ রয়েছে। অঙ্ক ও ভূগোল ছাড়া বিজ্ঞানের বাকি বিষয়গুলির পাস কোর্সে আসন সংখ্যাও এখানে খুব সীমিত । বিজ্ঞানের সব বিষয়গুলিতে স্নাতক স্তরের কোর্স চালুর জন্য গত 12 ফেব্রুয়ারি গভর্নিং বডির বৈঠকে একটি প্রস্তাব নেওয়া হয়েছে । তিনি আশা করছেন, খুব শিগগিরি সেসব বিষয়গুলিতে অনার্স কোর্সের পড়াশোনা করা সম্ভব হবে ।

আরও পড়ুন : Hijab Row: শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরতে চেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের বিক্ষোভ

মালদা, 19 এপ্রিল : বয়স পঞ্চাশ পেরিয়ে গেলেও কলেজে শুধুই অঙ্ক আর ভূগোলের অনার্স বিভাগ, নেই বিজ্ঞানের অন্য বিষয়ে স্নাতক কোর্স ৷ চাঁচল মহকুমার সদর এলাকায় চাঁচল কলেজের বয়স 53 বছর ৷ তবে এখনও উচ্চশিক্ষার জন্য এলাকার পড়ুয়াদের যেতে হয় 75 কিলোমিটার দূরে মালদা শহরে নতুবা পাশের উত্তর দিনাজপুর জেলায় । তাই স্থানীয় পড়ুয়ারা দ্রুত এই কলেজে বিজ্ঞান বিভাগের সব বিষয়ে অনার্স কোর্স চালুর দাবি তুলেছেন । খুব দ্রুত এই দাবি পূরণের আশ্বাস দিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (Malda Students demand all science honours course facility in Chanchal College) ।

চাঁচল কলেজে শুধুই চাঁচল নয়, আশপাশের ব্লক থেকেও পড়ুয়ারা ভিড় জমান । উচ্চশিক্ষার জন্য তাঁদের অন্যতম ভরসা এই কলেজ । কলেজের ইংরেজি স্নাতক প্রথম বর্ষের ছাত্রী সুইটি মণ্ডল বললেন, "আমার ইচ্ছে ছিল বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করব । কিন্তু এই কলেজে শুধুমাত্র অঙ্ক ছাড়া বিজ্ঞানের অন্য বিষয়গুলির অনার্স কোর্স নেই । তাই আমাকে ইংরেজি নিয়ে পড়তে হচ্ছে ।"

এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী অঙ্কিতা মজুমদারের কথায়, "চাঁচল কলেজে অঙ্ক ছাড়া বিজ্ঞানের নানা বিষয়ে অনার্স কোর্স পড়ার সুবিধে নেই ৷ আমার ইচ্ছে, কেমিস্ট্রিতে অনার্স নিয়ে পড়ব । তাই আমাকে অন্য কোথাও পড়তে যেতে হবে । এতে সময় এবং খরচ, দুই-ই বাড়বে । আমরা চাই, চাঁচল কলেজে বিজ্ঞানের সব বিষয়ে অনার্স কোর্স চালু করা হোক ।"

আরও পড়ুন : Kanailal Bhattacharya College : গোষ্ঠী দ্বন্দ্বের জেরে ধুন্ধুমার হাওড়ার কানাইলাল কলেজ

চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস বলেন, "এই কলেজে অঙ্কের আসন সংখ্যা চাহিদার তুলনায় কম । একই পরিস্থিতি ভূগোলেও । দু'টি বিষয়ে আসন সংখ্যা বাড়াতে কলেজের সভাপতি সৌগত পাল ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন ।" তিনি জানান গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়েও বিষয়টি জানানো হয়েছে ।

অধ্যক্ষ আশ্বাস দিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে দু'টি বিষয়ে আসন সংখ্যা বাড়বে । উত্তর মালদায় একমাত্র চাঁচল কলেজেই বিজ্ঞান বিভাগ রয়েছে। অঙ্ক ও ভূগোল ছাড়া বিজ্ঞানের বাকি বিষয়গুলির পাস কোর্সে আসন সংখ্যাও এখানে খুব সীমিত । বিজ্ঞানের সব বিষয়গুলিতে স্নাতক স্তরের কোর্স চালুর জন্য গত 12 ফেব্রুয়ারি গভর্নিং বডির বৈঠকে একটি প্রস্তাব নেওয়া হয়েছে । তিনি আশা করছেন, খুব শিগগিরি সেসব বিষয়গুলিতে অনার্স কোর্সের পড়াশোনা করা সম্ভব হবে ।

আরও পড়ুন : Hijab Row: শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরতে চেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের বিক্ষোভ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.