ETV Bharat / state

ইংরেজবাজারে BJP-র পঞ্চায়েত সদস্যাকে মারধরে অভিযুক্ত প্রধান ও উপপ্রধান - political clash in Malda

পঞ্চায়েত প্রধান সত্যজিৎ চৌধুরি পালটা অভিযোগ করেন, দুপুরে হঠাৎ ওই BJP সদস্য ও তাঁর স্বামী দলবল নিয়ে পঞ্চায়েত কার্যালয়ে হাজির হন । তাঁরা পঞ্চায়েতের প্রতিটি কাজের জন্য কাটমানি দাবি করেন । কাটিমানি দিতে অস্বীকার করলে তাঁকে ও  উপপ্রধানকে মারধর করেন ৷

এলাকায় উত্তেজনা
author img

By

Published : Nov 19, 2019, 9:38 AM IST

ইংরেজবাজার, 19 নভেম্বর : পঞ্চায়েত সদস্যাকে মারধরের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন দু'জনেই ৷ তাঁরা পালটা ওই পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ৷ দু'পক্ষই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে । ঘটনা কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ৷

ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতে 22টি আসনের মধ্যে তৃণমূল 8টি, BJP 7টি, কংগ্রেস 1টি ও নির্দল 6টি আসনে জয়লাভ করে । নির্দল প্রার্থীদের সমর্থন নিয়ে তৃণমূল বোর্ড গঠন করে । গ্রাম পঞ্চায়েতের প্রধান হন সত্যজিৎ চৌধুরি, উপপ্রধানের দায়িত্ব পান মন্টু হালদার । গতকাল দুপুরে কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তৃণমূল ও BJP-র সদস্যদের মধ্যে বচসা হয় । ঘটনাস্থান থেকে একটি পিস্তলও উদ্ধার হয় ।

Gun recover
উদ্ধার পিস্তল

BJP-র পঞ্চায়েত সদস্যা নমিতা মণ্ডলের অভিযোগ, তৃণমূল পরিচালিত বোর্ড তাঁকে কাজের টাকা দিচ্ছে না ৷ বারবার জানিয়েও কাজ হয়নি ৷ এনিয়ে তাঁরা BDO-কে সব জানান ৷ BDO তাঁদের পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ জানাতে বলেন ৷ BDO-র কথামতো তাঁরা সাড়ে তিনটে নাগাদ পঞ্চায়েত কার্যালয়ে যান ৷ সেই সময় পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ তৃণমূলের লোকজন তাঁদের মারধর করেন ৷ তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর স্বামী প্রদীপ মণ্ডল ও অন্য BJP সমর্থকরা । স্থানীয় লোকজন চিৎকার শুনে কার্যালয়ে এসে তাঁদের উদ্ধার করেন । তাঁর স্বামী বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।

BJP ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে...ভিডিয়োয় বক্তব্য

যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি করে,পঞ্চায়েত প্রধান সত্যজিৎ চৌধুরি পালটা অভিযোগ করেন, দুপুরে হঠাৎ ওই BJP সদস্য ও তাঁর স্বামী দলবল নিয়ে পঞ্চায়েত কার্যালয়ে হাজির হন । তাঁরা পঞ্চায়েতের প্রতিটি কাজের জন্য কাটমানি দাবি করেন । কাটিমানি দিতে অস্বীকার করলে তাঁকে ও উপপ্রধানকে মারধর করেন ৷ স্থানীয় লোকজন কার্যালয়ে এলে BJP-র লোকজন পালিয়ে যায় । হুড়োহুড়িতে তাঁদের কাছে থাকা একটি পিস্তল কার্যালয়ে পড়ে যায় ।

গতকাল সন্ধেবেলা দু'পক্ষই ইংরেজবাজার থানায় যায় । অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তৃণমূল ও BJP আলাদা আলাদাভাবে থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ পরে তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ।

ইংরেজবাজার, 19 নভেম্বর : পঞ্চায়েত সদস্যাকে মারধরের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন দু'জনেই ৷ তাঁরা পালটা ওই পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ৷ দু'পক্ষই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে । ঘটনা কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ৷

ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতে 22টি আসনের মধ্যে তৃণমূল 8টি, BJP 7টি, কংগ্রেস 1টি ও নির্দল 6টি আসনে জয়লাভ করে । নির্দল প্রার্থীদের সমর্থন নিয়ে তৃণমূল বোর্ড গঠন করে । গ্রাম পঞ্চায়েতের প্রধান হন সত্যজিৎ চৌধুরি, উপপ্রধানের দায়িত্ব পান মন্টু হালদার । গতকাল দুপুরে কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তৃণমূল ও BJP-র সদস্যদের মধ্যে বচসা হয় । ঘটনাস্থান থেকে একটি পিস্তলও উদ্ধার হয় ।

Gun recover
উদ্ধার পিস্তল

BJP-র পঞ্চায়েত সদস্যা নমিতা মণ্ডলের অভিযোগ, তৃণমূল পরিচালিত বোর্ড তাঁকে কাজের টাকা দিচ্ছে না ৷ বারবার জানিয়েও কাজ হয়নি ৷ এনিয়ে তাঁরা BDO-কে সব জানান ৷ BDO তাঁদের পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ জানাতে বলেন ৷ BDO-র কথামতো তাঁরা সাড়ে তিনটে নাগাদ পঞ্চায়েত কার্যালয়ে যান ৷ সেই সময় পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ তৃণমূলের লোকজন তাঁদের মারধর করেন ৷ তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর স্বামী প্রদীপ মণ্ডল ও অন্য BJP সমর্থকরা । স্থানীয় লোকজন চিৎকার শুনে কার্যালয়ে এসে তাঁদের উদ্ধার করেন । তাঁর স্বামী বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।

BJP ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে...ভিডিয়োয় বক্তব্য

যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি করে,পঞ্চায়েত প্রধান সত্যজিৎ চৌধুরি পালটা অভিযোগ করেন, দুপুরে হঠাৎ ওই BJP সদস্য ও তাঁর স্বামী দলবল নিয়ে পঞ্চায়েত কার্যালয়ে হাজির হন । তাঁরা পঞ্চায়েতের প্রতিটি কাজের জন্য কাটমানি দাবি করেন । কাটিমানি দিতে অস্বীকার করলে তাঁকে ও উপপ্রধানকে মারধর করেন ৷ স্থানীয় লোকজন কার্যালয়ে এলে BJP-র লোকজন পালিয়ে যায় । হুড়োহুড়িতে তাঁদের কাছে থাকা একটি পিস্তল কার্যালয়ে পড়ে যায় ।

গতকাল সন্ধেবেলা দু'পক্ষই ইংরেজবাজার থানায় যায় । অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তৃণমূল ও BJP আলাদা আলাদাভাবে থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ পরে তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ।

Intro:মালদা, ১৭ নভেম্বর: পঞ্চায়েত সদস্যকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে। যদিও ওই পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামীর বিরুদ্ধে পালটা কমিশন চেয়ে মারধরের অভিযোগ তুলেছেন পঞ্চায়েত প্রধান। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজারে। এই ঘটনায় দুপক্ষের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। Body:গত পঞ্চায়েত নির্বাচনে ইংরেজবাজারের কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতে ২২টি আসনের মধ্যে তৃণমূল ৮টি, বিজেপি ৭টি, কংগ্রেস ১টি ও নির্দল ৬টি আসনে জয়লাভ করে। নির্দল প্রার্থীদের সমর্থনে তৃণমূল বোর্ড গঠন করে। গ্রাম পঞ্চায়েতের প্রধান হন সত্যজিত চৌধুরি, উপপ্রধানের দায়িত্ব পান মণ্টু হালদার। আজ দুপুরে কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তৃণমূল ও বিজেপির বচসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তলও উদ্ধার করা হয়।
বিজেপি পঞ্চায়েত সদস্য নমিতা মণ্ডলের অভিযোগ, তৃণমূল পরিচালিত বোর্ড হওয়ায় গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির সদস্যদের এলাকায় কোনও কাজ করা হয়না৷ এনিয় আজ তাঁরা বিডিও’র দ্বারস্থ হন৷ বিডিও তাঁদের পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ জানাতে বলেন৷ বিডিও’র কথামতো তাঁরা সাড়ে তিনটে নাগাদ পঞ্চায়েত কার্যালয়ে যান৷ সেই সময় পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ তৃণমূলের লোকজন তাঁদের মারধর করতে শুরু করে৷ তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর স্বামী প্রদীপ মণ্ডল ও অন্যান্য বিজেপি সমর্থকরা। স্থানীয় লোকজন চিৎকারে কার্যালয়ে ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। তাঁর স্বামী বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন।
যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি করে, পঞ্চায়েত প্রধান সত্যজিৎ চৌধুরি পালটা অভিযোগ করেন, দুপুরে হঠাৎ ওই বিজেপি সদস্য তাঁর স্বামী সহ দলবল নিয়ে পঞ্চায়েত কার্যালয়ে হাজির হন। তাঁরা পঞ্চায়েতের প্রতিটি কাজের জন্য কাটমানি দাবি করেন। কাটিমানি দিতে অস্বীকার করলে বিজেপি পঞ্চায়েত সদস্যর স্বামী উপপ্রধান সহ তাঁকে মারধর করে। স্থানীয় লোকজন চিৎকারে কার্যালয়ে ছুটে এলে বিজেপির লোকজন পালিয়ে যায়। হুড়োহুড়িতে তাদের কাছ থেকে একটি পিস্তল কার্যালয়ে পড়ে যায়।
Conclusion:গোটা ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজন সন্ধে নাগাদ ইংরেজবাজার থানায় হাজির হয়। দুপক্ষই থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে। পরে উভয়পক্ষের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.