ETV Bharat / state

পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের দাবিতে 7 ডিসেম্বর উত্তরকন্যা অভিযান BJP-র - BJP launches Uttarkanya campaign on December 7

সাংগঠনিক কর্মসূচিতে আজ মালদায় আসেন সায়ন্তনবাবু । সকালে তিনি পুরাতন মালদার চৌরঙ্গি মোড়ে চায় পে চর্চায় অংশ নেন । যদিও সেখানে সাধারণ মানুষের থেকে বেশি ভিড় ছিল BJP নেতা-কর্মীদের। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা।

সায়ন্তন বসু
সায়ন্তন বসু
author img

By

Published : Nov 25, 2020, 2:31 PM IST

মালদা, 25 নভেম্বর : পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান ও বেকারদের কাজের দাবিতে আগামী 7 ডিসেম্বর যুবমোর্চার ডাকে উত্তরকন্যা অভিযান করবে BJP । আজ মালদায় একথা জানান দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । একইসঙ্গে আজ তিনি বিভিন্ন ইশুতে তৃণমূলের সমালোচনা করেন । তাঁর গলায় উঠে এসেছে শুভেন্দু অধিকারী থেকে মিহির গোস্বামী প্রসঙ্গ ।

সাংগঠনিক কর্মসূচিতে আজ মালদায় আসেন সায়ন্তনবাবু । সকালে তিনি পুরাতন মালদার চৌরঙ্গি মোড়ে চায়ে পে চর্চায় অংশ নেন । যদিও সেখানে সাধারণ মানুষের থেকে বেশি ভিড় ছিল BJP নেতা-কর্মীদের। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা। সেখানে তিনি বলেন, "এই রাজ্যের 45 লাখ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করছেন । এখানকার যুবক-যুবতিদের কাজের দাবিতে যুবমোর্চার ডাকে আগামী 7 ডিসেম্বর উত্তরকন্যা অভিযান হবে । তাতে উত্তরবঙ্গের সব জেলার নেতৃত্ব ও সংসদরা উপস্থিত থাকবেন। সর্বভারতীয় নেতারাও অভিযানে অংশ নেবেন। এই দাবিতে এর আগে আমরা দক্ষিণবঙ্গে নবান্ন অভিযান করেছিলাম। এবার উত্তরবঙ্গ সেই অভিযান করা হবে।"

একুশের নির্বাচনের আগে তৃণমূলনেত্রীর সমালোচনা করেন সায়ন্তনবাবু ৷ বলেন, "এতদিন আকাশে আকাশে থেকে মাটিতে নামার আগেই নির্বাচন এসে যাবে । আর দুয়ারে দুয়ারে যেতে যেতেই ওনার সরকারটা চলে যাবে । বাংলায় প্রবাদ আছে, মরণকালে হরির নাম। কিন্তু শেষ সময়ে হরির নাম নিয়ে আর কিছু হবে না । উনি আকাশে আছেন, আকাশেই থাকুন ।"

সম্প্রতি শুভেন্দু অধিকারী এবং মিহির গোস্বামীকে নিয়ে তৎপরতা বেড়েছে তৃণমূলের । এনিয়ে প্রশ্ন করা হলে BJP-র রাজ্য সাধারণ সম্পাদক বলেন, "যাঁরা মিহির গোস্বামী কিংবা শুভেন্দু অধিকারীর কাছে ছুটছেন, তাঁরা তাঁদের বোঝাতে ছুটছেন, নাকি তাঁদের কাছ থেকে কিছু বুঝতে ছুটছেন? এনিয়ে আমার চিন্তা রয়েছে ।"

পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান দাবিতে 7 ডিসেম্বর উত্তরকন্যা অভিযান BJP

সুজাপুরের প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া, "ওখানে বোমা তৈরির ফ্যাক্টরি হয়েছে । দলের জেলা সভাপতি জানিয়েছিলেন, যা বলা হচ্ছে তার থেকে মৃত্যুর সংখ্যা অনেক বেশি । আমাদের ধারণা, অনেক মৃতদেহ গুম করে দেওয়া হয়েছে । NIA না এলে কিছু হবে না । কংগ্রেস ও তৃণমূলের জোট হুজি, জামাতদের প্রেরণা দিচ্ছে । মালদায় ওই জায়গাতেই কয়েকদিন আগে NIA তল্লাশি চালিয়েছে । কয়েক বছর আগে সেখানেই কালিয়াচক থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একটা চক্র পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চায় । তারাই এই কাজ করছে । তার জন্যই আমরা NIA তদন্ত দাবি করেছি ।’’

মালদা, 25 নভেম্বর : পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান ও বেকারদের কাজের দাবিতে আগামী 7 ডিসেম্বর যুবমোর্চার ডাকে উত্তরকন্যা অভিযান করবে BJP । আজ মালদায় একথা জানান দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । একইসঙ্গে আজ তিনি বিভিন্ন ইশুতে তৃণমূলের সমালোচনা করেন । তাঁর গলায় উঠে এসেছে শুভেন্দু অধিকারী থেকে মিহির গোস্বামী প্রসঙ্গ ।

সাংগঠনিক কর্মসূচিতে আজ মালদায় আসেন সায়ন্তনবাবু । সকালে তিনি পুরাতন মালদার চৌরঙ্গি মোড়ে চায়ে পে চর্চায় অংশ নেন । যদিও সেখানে সাধারণ মানুষের থেকে বেশি ভিড় ছিল BJP নেতা-কর্মীদের। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা। সেখানে তিনি বলেন, "এই রাজ্যের 45 লাখ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করছেন । এখানকার যুবক-যুবতিদের কাজের দাবিতে যুবমোর্চার ডাকে আগামী 7 ডিসেম্বর উত্তরকন্যা অভিযান হবে । তাতে উত্তরবঙ্গের সব জেলার নেতৃত্ব ও সংসদরা উপস্থিত থাকবেন। সর্বভারতীয় নেতারাও অভিযানে অংশ নেবেন। এই দাবিতে এর আগে আমরা দক্ষিণবঙ্গে নবান্ন অভিযান করেছিলাম। এবার উত্তরবঙ্গ সেই অভিযান করা হবে।"

একুশের নির্বাচনের আগে তৃণমূলনেত্রীর সমালোচনা করেন সায়ন্তনবাবু ৷ বলেন, "এতদিন আকাশে আকাশে থেকে মাটিতে নামার আগেই নির্বাচন এসে যাবে । আর দুয়ারে দুয়ারে যেতে যেতেই ওনার সরকারটা চলে যাবে । বাংলায় প্রবাদ আছে, মরণকালে হরির নাম। কিন্তু শেষ সময়ে হরির নাম নিয়ে আর কিছু হবে না । উনি আকাশে আছেন, আকাশেই থাকুন ।"

সম্প্রতি শুভেন্দু অধিকারী এবং মিহির গোস্বামীকে নিয়ে তৎপরতা বেড়েছে তৃণমূলের । এনিয়ে প্রশ্ন করা হলে BJP-র রাজ্য সাধারণ সম্পাদক বলেন, "যাঁরা মিহির গোস্বামী কিংবা শুভেন্দু অধিকারীর কাছে ছুটছেন, তাঁরা তাঁদের বোঝাতে ছুটছেন, নাকি তাঁদের কাছ থেকে কিছু বুঝতে ছুটছেন? এনিয়ে আমার চিন্তা রয়েছে ।"

পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান দাবিতে 7 ডিসেম্বর উত্তরকন্যা অভিযান BJP

সুজাপুরের প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া, "ওখানে বোমা তৈরির ফ্যাক্টরি হয়েছে । দলের জেলা সভাপতি জানিয়েছিলেন, যা বলা হচ্ছে তার থেকে মৃত্যুর সংখ্যা অনেক বেশি । আমাদের ধারণা, অনেক মৃতদেহ গুম করে দেওয়া হয়েছে । NIA না এলে কিছু হবে না । কংগ্রেস ও তৃণমূলের জোট হুজি, জামাতদের প্রেরণা দিচ্ছে । মালদায় ওই জায়গাতেই কয়েকদিন আগে NIA তল্লাশি চালিয়েছে । কয়েক বছর আগে সেখানেই কালিয়াচক থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একটা চক্র পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চায় । তারাই এই কাজ করছে । তার জন্যই আমরা NIA তদন্ত দাবি করেছি ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.