ETV Bharat / state

ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টা, পরিবার বলছে ব্যবসাজনিত বিবাদের জেরে এই ঘটনা - খুনের চেষ্টা

Attempt to Kill Businessman in Malda: ব্যবসা সংক্রান্ত বিবাদের জেরে ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ মালদায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 10:28 PM IST

গুলিবিদ্ধ ব্যবসায়ীর দাদার বক্তব্য

মালদা, 22 ডিসেম্বর: ভরদুপুরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি । ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে চাঞ্চল্য ছড়াল ইংরেজবাজারে ৷ আহত ব্যবসায়ী বর্তমানে যদুপুর এলাকার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন । ব্যবসা নিয়ে গন্ডগোলের জেরে খুনের চেষ্টার অভিযোগ পরিবারের ।

জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম সফিকুল ইসলাম । বয়স 40 বছর । বাড়ি কালিয়াচক 1 ব্লকের সুজাপুর এলাকায় । সফিকুল প্লাস্টিকের ব্যবসা করেন । পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় বছরখানেক ধরে ব্যবসা নিয়ে পার্টনারের সঙ্গে বিবাদ চলছিল তাঁর । আজ দুপুরে জুম্মার নমাজ শেষ করে মোটরবাইকে করে মালদা শহরের দিকে আসছিলেন সফিকুল । সুস্থানী মোড় এলাকায় আসতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় । ডান হাতে গুলি লাগলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে যান সফিকুল । কোনওমতে ফোন করে বাড়ির লোকেদের বিষয়টি জানান তিনি ।

স্থানীয় লোকজন তড়িঘড়ি সফিকুলকে উদ্ধার করে যদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি নার্সিংহোমে ভরতি করেন । সেখানেই অস্ত্রোপচার হয় তাঁর ৷ এদিকে, খবর পেয়ে নার্সিংহোমে ছুটে আসেন পরিবারের লোকজন । পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, ব্যবসাজনিত বিবাদের কারণে বেশ কিছুদিন ধরে সফিকুলকে হুমকি দেওয়া হচ্ছিল । সেই থেকেই এই ঘটনা ঘটতে পারে ।

এই ঘটনায় গুলিবিদ্ধ ব্যবসায়ীর দাদা সাদেক ইসলাম বলেন, "ভাই পার্টনারশিপে প্লাস্টিকের ব্যবসা করছিল । ওই ব্যবসার জমি-জায়গা নিয়ে এক বছর ধরে গণ্ডগোল চলছিল । আজ দুপুরে ভাই মোটরবাইকে করে শহরে আসছিল । সুস্থানি মোড় এলাকায় গাড়ি থেকে ভাইকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । ওর ডান হাতে গুলি লাগে । কারা গুলি চালিয়েছে সেটা এখনও জানতে পারিনি । ভাই সম্ভবত ওদের চিনতে পেরেছে । অপারেশন থিয়েটার থেকে বেরোনোর পর পুরো বিষয় জানা যাবে ।"

ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি । তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন :

1 ফের শ্যুটআউট রায়গঞ্জে ! গুলি করে চম্পট দিল দুষ্কৃতীরা, রাস্তাতেই পড়ে রইল ব্যক্তির নিথর দেহ

2 বসিরহাটের পর আমডাঙায় চলল গুলি! বরাত জোরে প্রাণে বাঁচলেন জমি ব্যবসায়ী

3 বিস্বাদ রসগোল্লা ! মিষ্টির দোকান লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের, আহত ক্রেতা

গুলিবিদ্ধ ব্যবসায়ীর দাদার বক্তব্য

মালদা, 22 ডিসেম্বর: ভরদুপুরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি । ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে চাঞ্চল্য ছড়াল ইংরেজবাজারে ৷ আহত ব্যবসায়ী বর্তমানে যদুপুর এলাকার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন । ব্যবসা নিয়ে গন্ডগোলের জেরে খুনের চেষ্টার অভিযোগ পরিবারের ।

জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম সফিকুল ইসলাম । বয়স 40 বছর । বাড়ি কালিয়াচক 1 ব্লকের সুজাপুর এলাকায় । সফিকুল প্লাস্টিকের ব্যবসা করেন । পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় বছরখানেক ধরে ব্যবসা নিয়ে পার্টনারের সঙ্গে বিবাদ চলছিল তাঁর । আজ দুপুরে জুম্মার নমাজ শেষ করে মোটরবাইকে করে মালদা শহরের দিকে আসছিলেন সফিকুল । সুস্থানী মোড় এলাকায় আসতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় । ডান হাতে গুলি লাগলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে যান সফিকুল । কোনওমতে ফোন করে বাড়ির লোকেদের বিষয়টি জানান তিনি ।

স্থানীয় লোকজন তড়িঘড়ি সফিকুলকে উদ্ধার করে যদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি নার্সিংহোমে ভরতি করেন । সেখানেই অস্ত্রোপচার হয় তাঁর ৷ এদিকে, খবর পেয়ে নার্সিংহোমে ছুটে আসেন পরিবারের লোকজন । পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, ব্যবসাজনিত বিবাদের কারণে বেশ কিছুদিন ধরে সফিকুলকে হুমকি দেওয়া হচ্ছিল । সেই থেকেই এই ঘটনা ঘটতে পারে ।

এই ঘটনায় গুলিবিদ্ধ ব্যবসায়ীর দাদা সাদেক ইসলাম বলেন, "ভাই পার্টনারশিপে প্লাস্টিকের ব্যবসা করছিল । ওই ব্যবসার জমি-জায়গা নিয়ে এক বছর ধরে গণ্ডগোল চলছিল । আজ দুপুরে ভাই মোটরবাইকে করে শহরে আসছিল । সুস্থানি মোড় এলাকায় গাড়ি থেকে ভাইকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । ওর ডান হাতে গুলি লাগে । কারা গুলি চালিয়েছে সেটা এখনও জানতে পারিনি । ভাই সম্ভবত ওদের চিনতে পেরেছে । অপারেশন থিয়েটার থেকে বেরোনোর পর পুরো বিষয় জানা যাবে ।"

ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি । তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন :

1 ফের শ্যুটআউট রায়গঞ্জে ! গুলি করে চম্পট দিল দুষ্কৃতীরা, রাস্তাতেই পড়ে রইল ব্যক্তির নিথর দেহ

2 বসিরহাটের পর আমডাঙায় চলল গুলি! বরাত জোরে প্রাণে বাঁচলেন জমি ব্যবসায়ী

3 বিস্বাদ রসগোল্লা ! মিষ্টির দোকান লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের, আহত ক্রেতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.