মালদা, 24 এপ্রিল: ফের লরিতে পাচারের সময় ব্রাউন সুগার উদ্ধার হল মালদায় ৷ হাতেনাতে ধরা পড়ল দু'জন । এদিকে মোটরবাইকে ব্রাউন সুগার পাচারের দায়ে গতকাল বৈষ্ণবনগর থানার পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করে ৷
বুধবার বিহারের কাটিহার থেকে মালদায় পাচারের সময় 3 কিলো 37 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে ইংরেজবাজার থানার পুলিশ ৷ জানা গিয়েছিল, দুই পাচারকারী ভুট্টা বোঝাই লরি বিহারের কাটিহারে নিয়ে গিয়েছিল ৷ ফেরার সময় তারা চালকের সিটের নিচে লুকিয়ে ওই মাদক কালিয়াচক নিয়ে আসছিল ৷ গোপন সূত্রে খবর পেয়ে মালদা শহর সংলগ্ন বাধাপুকুর মোড়ে লরিটিকে আটকায় ইংরেজবাজার থানার পুলিশ ৷ ব্রাউন সুগার উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয় দুই পাচারকারীকে ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল মাঝরাতে ফের কালিয়াচকে শিলিগুড়িগামী একটি লরি থেকে 500 গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে পুলিশ ৷ যার আনুমানিক বাজারমূল্য 50 লাখ টাকা ৷ গ্রেপ্তার করা হয় ভিন জেলার দুই পাচারকারীকেও ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুজনের মধ্যে একজন শিলিগুড়ির প্রধাননগরের বাসিন্দা ৷ নাম মহম্মদ আমজাদ ৷ আর এক পাচারকারী সুজল সুব্বার বাড়ি দার্জিলিঙের মিরিকে ৷ এরা তরমুজ বোঝাই লরি নিয়ে কালিয়াচকে এসেছিল ৷ ফেরার সময় ব্রাউন সুগার লরিতে লুকিয়ে নিয়ে যাচ্ছিল৷ গোপন সূত্রে সেই খবর পায় কালিয়াচক থানার পুলিশ৷ শিলিগুড়ি যাওয়ার পথে আটকানো হয় লরিটিকে।
এদিকে গতকালই বৈষ্ণবনগর থানার শেষরোড এলাকা থেকে 112 গ্রাম ব্রাউন সুগার সহ আরও 3 পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, গতকাল কালিয়াচকের পিরপাড়া গ্রামের রজিবুল শেখ, আলমগির শেখ ও মহিম শেখ নামে তিন ব্যক্তি মোটরবাইকে ওই ব্রাউন সুগার মুর্শিদাবাদের ধুলিয়ানে নিয়ে যাচ্ছিল ৷ খবর পেয়ে তাদের রাস্তা আটকায় পুলিশ ।