ETV Bharat / state

Ration Adhar linked : রেশন-আধার লিংক হয়নি, সামগ্রী পাচ্ছে না কয়েক হাজার মানুষ - হরিশ্চচন্দ্রপুর রেশন

রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক না হওয়ায় রশন সামগ্রী তুলতে পারছেন না হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েক হাজার মানুষ (Adhar is not linked thousands of people are not getting Ration) । বিডিও অনির্বাণ বসুকে জানিয়েও কোনও ফল হয়নি বলে অভযোগ গ্রামবাসীর ৷

malda Ration Adhar linked news
রেশন-আধার লিংক না হওয়ায় রেশন পাচ্ছেন না বহু মানুষ
author img

By

Published : Jun 21, 2022, 10:07 PM IST

মালদা, 21 জুন : আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক এখনও হয়নি । বিভিন্ন দফতরে ঘুরেছেন গ্রামবাসীরা । একাধিকবার দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম পূরণ করেছেন । কাজ হয়নি (Adhar is not linked thousands of people are not getting Ration) । এদিকে ডিলাররা সাফ জানিয়ে দিচ্ছেন, ফিঙ্গার প্রিন্ট ছাড়া কাউকে রেশন সামগ্রী দেওয়া হবে না । কিন্তু কোথায় গেলে দুই কার্ডের লিংক করানো যাবে, তা নিয়ে তাঁরা কিছু বলছেন না । শেষ পর্যন্ত জানা যায়, বিডিও দফতরে এই কাজ হচ্ছে । তাই মঙ্গলবার ভোর থেকে বিডিও অফিসে লাইন দেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েক হাজার মানুষ । কিন্তু সকাল 11টা বেজে গেলেও দফতরের কর্মীদের সেখানে দেখা যায়নি বলে অভিযোগ । এমনকী এনিয়ে খোদ বিডিও-ও নাকি তেমন উদ্যোগ নিচ্ছেন না ।

বিডিও অফিসে উপস্থিত স্থানীয় চণ্ডীপুর গ্রামের বাসিন্দা দানিউল ইসলাম বলেন, "রেশন ডিলাররা জানিয়ে দিচ্ছে, ফিঙ্গার প্রিন্ট ছাড়া কোনও মাল দেওয়া হবে না । কিন্তু কোথায় রেশন কার্ডের সঙ্গে আধার লিংক করা যাবে, তা তারা জানাচ্ছে না । শেষ পর্যন্ত শুনতে পাই, ব্লকে এই কাজ হচ্ছে । তাই আজ সকাল আটটায় এখানে চলে আসি । কিন্তু 11টা বাজতে চললেও দফতরের কর্মীরা আসেননি । আমার রেশন কার্ডের সঙ্গে আধারের সংযোগের জন্য 4-5 বার ফর্ম ফিল আপ করেছি । অনলাইনে ফর্ম জমা দিয়েছি । দুয়ারে সরকার ক্যাম্পেও 3-4 বার সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে । কিন্তু কাজ হয়নি । এখানকার বিডিও-ও কোনও কাজ করছেন না ।"

আরও পড়ুন : Corruption in Ration Distribution : 'আগে ভাগ দিতাম, এখন সরকার নিজেই চুরি করছে' ! বিস্ফোরক স্বীকারোক্তি রেশন ডিলার সংগঠনের সভাপতির

কুলসুম নামে স্থানীয় এক মহিলা বলেন, "রেশন কার্ডের সঙ্গে আধারের লিংক না হওয়ায় আমরা রেশনের মাল পাচ্ছি না । ডিলাররা বলছে, রেশনের সঙ্গে আধারের লিংক না হলে মাল দেবে না । দুই কার্ডের লিংক করাতে আজ সকাল ছ'টার সময় এখানে এসেছি । এখনও কাজ হয়নি ।"

রেশন-আধার লিংক না হওয়ায় রেশন পাচ্ছেন না বহু মানুষ

বিষ্ণুপুর গ্রামের হবিবুর রহমানের বক্তব্য, "রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগ করার জন্য দু'বার দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন জমা করেছি । কিন্তু কাজ হয়নি । এদিকে ডিলাররা বলছে, ফিঙ্গার প্রিন্ট ছাড়া মাল দেবে না । তার জন্য দুই কার্ডের সংযুক্তিকরণ করতে হবে । ফলে আমরা রেশনের মাল পাচ্ছি না । এর জন্য এর আগেও দু'বার ব্লক অফিসে এসেছি । কাজ না হওয়ায় আজ ফের আসলাম । ভেবেছিলাম, দুয়ারে সরকার হয়ে আমাদের ভালো হবে । কিন্তু বাস্তবে উল্টােটাই হয়েছে ।"

এ নিয়ে প্রশ্ন করা হলেও হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু কোনও মন্তব্য করতে রাজি হননি ।

মালদা, 21 জুন : আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক এখনও হয়নি । বিভিন্ন দফতরে ঘুরেছেন গ্রামবাসীরা । একাধিকবার দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম পূরণ করেছেন । কাজ হয়নি (Adhar is not linked thousands of people are not getting Ration) । এদিকে ডিলাররা সাফ জানিয়ে দিচ্ছেন, ফিঙ্গার প্রিন্ট ছাড়া কাউকে রেশন সামগ্রী দেওয়া হবে না । কিন্তু কোথায় গেলে দুই কার্ডের লিংক করানো যাবে, তা নিয়ে তাঁরা কিছু বলছেন না । শেষ পর্যন্ত জানা যায়, বিডিও দফতরে এই কাজ হচ্ছে । তাই মঙ্গলবার ভোর থেকে বিডিও অফিসে লাইন দেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েক হাজার মানুষ । কিন্তু সকাল 11টা বেজে গেলেও দফতরের কর্মীদের সেখানে দেখা যায়নি বলে অভিযোগ । এমনকী এনিয়ে খোদ বিডিও-ও নাকি তেমন উদ্যোগ নিচ্ছেন না ।

বিডিও অফিসে উপস্থিত স্থানীয় চণ্ডীপুর গ্রামের বাসিন্দা দানিউল ইসলাম বলেন, "রেশন ডিলাররা জানিয়ে দিচ্ছে, ফিঙ্গার প্রিন্ট ছাড়া কোনও মাল দেওয়া হবে না । কিন্তু কোথায় রেশন কার্ডের সঙ্গে আধার লিংক করা যাবে, তা তারা জানাচ্ছে না । শেষ পর্যন্ত শুনতে পাই, ব্লকে এই কাজ হচ্ছে । তাই আজ সকাল আটটায় এখানে চলে আসি । কিন্তু 11টা বাজতে চললেও দফতরের কর্মীরা আসেননি । আমার রেশন কার্ডের সঙ্গে আধারের সংযোগের জন্য 4-5 বার ফর্ম ফিল আপ করেছি । অনলাইনে ফর্ম জমা দিয়েছি । দুয়ারে সরকার ক্যাম্পেও 3-4 বার সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে । কিন্তু কাজ হয়নি । এখানকার বিডিও-ও কোনও কাজ করছেন না ।"

আরও পড়ুন : Corruption in Ration Distribution : 'আগে ভাগ দিতাম, এখন সরকার নিজেই চুরি করছে' ! বিস্ফোরক স্বীকারোক্তি রেশন ডিলার সংগঠনের সভাপতির

কুলসুম নামে স্থানীয় এক মহিলা বলেন, "রেশন কার্ডের সঙ্গে আধারের লিংক না হওয়ায় আমরা রেশনের মাল পাচ্ছি না । ডিলাররা বলছে, রেশনের সঙ্গে আধারের লিংক না হলে মাল দেবে না । দুই কার্ডের লিংক করাতে আজ সকাল ছ'টার সময় এখানে এসেছি । এখনও কাজ হয়নি ।"

রেশন-আধার লিংক না হওয়ায় রেশন পাচ্ছেন না বহু মানুষ

বিষ্ণুপুর গ্রামের হবিবুর রহমানের বক্তব্য, "রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগ করার জন্য দু'বার দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন জমা করেছি । কিন্তু কাজ হয়নি । এদিকে ডিলাররা বলছে, ফিঙ্গার প্রিন্ট ছাড়া মাল দেবে না । তার জন্য দুই কার্ডের সংযুক্তিকরণ করতে হবে । ফলে আমরা রেশনের মাল পাচ্ছি না । এর জন্য এর আগেও দু'বার ব্লক অফিসে এসেছি । কাজ না হওয়ায় আজ ফের আসলাম । ভেবেছিলাম, দুয়ারে সরকার হয়ে আমাদের ভালো হবে । কিন্তু বাস্তবে উল্টােটাই হয়েছে ।"

এ নিয়ে প্রশ্ন করা হলেও হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু কোনও মন্তব্য করতে রাজি হননি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.