ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও হুঁশ ফেরেনি, সবুজসাথির সাইকলে এখনও খোলা আকাশের নিচে - sabujsathi cycle malda

সবুজসাথি প্রকল্পে সাইকেল বিলি ঠিক মতো হচ্ছে না বলে মালদা জেলার প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করার পরেও পরিস্থিতি পালটায়নি । ইংরেজবাজারে এখনও প্রকল্পের সাইকেলগুলি খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে ।

bicycles of the Sabujsathi project are kept in the open air
খোলা আকাশের নিচে
author img

By

Published : Nov 28, 2019, 5:29 PM IST

মালদা, 28 নভেম্বর: সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তখন মালদা জেলায় প্রশাসনিক সভা করেন তিনি । সেখানে সবুজসাথি প্রকল্পের সাইকেল বিলি না করে ফেলে রাখার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন । অবিলম্বে তিনি বিষয়টি নিয়ে জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেন ।

সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, "সঠিক সময়ে সবুজসাথি প্রকল্পের সাইকেল বিলি না করায় সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে ৷ ভুললে চলবে না, রাজ্য সরকারকে প্রতিটি সাইকেল 3000 টাকায় কিনতে হয় ৷ প্রয়োজনে, সাইকেল ছাত্রছাত্রীদের মধ্যে দ্রুত বিলি করতে হবে ৷ কোনোভাবেই যেন সাইকেল নষ্ট না হয় ৷ প্রয়োজনে সাইকেল রাখতে হবে শেডের নীচে ৷ যাতে রোদ, ঝড়, জল থেকে সেগুলি রক্ষা পায় ৷" কিন্তু সেই সভার ১০ দিন পরেও পরিস্থিতি পালটায়নি । ইংরেজবাজারে সবুজসাথি প্রকল্পের সাইকেলগুলিকে এখনও খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে ।

দেখুন ভিডিয়ো...

ইংরেজবাজার ব্লকের খোয়ার মোড়ে স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ ও বিপণন কেন্দ্র রয়েছে । সেখানে সাইকেলগুলি রাখা হয়েছে ৷ মাস দেড়েক আগে সেখানে প্রায় 2700 সাইকেল এনে রাখা হয়েছে ৷ সাইকেলগুলির ফিটিং-এর কাজ চলছে ৷ কাজ শেষ হতে অন্তত আরও 15 দিন লাগবে ৷ ফিটিং-এর পর একাধিক সাইকেলকে রাখা হয়েছে খোলা আকাশের নীচে ৷ সেখানে এক নিরাপত্তাকর্মী জানান, শেডের নীচে এত সাইকেল রাখার জায়গা নেই ৷ বাধ্য হয়ে খোলা জায়গাতেই রাখতে হয়েছে ।

bicycles of the Sabujsathi project are kept in the open air
খোলা আকাশের নিচে...

ইংরেজবাজারে BDO সৌগত চৌধুরিকে এনিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "পুজোর ছুটির দু'একদিন আগে সাইকেলগুলি ব্লকে এসেছে ৷ ফলে স্কুলগুলিতে ছুটি শুরু হয়ে যাওয়ায় সাইকেলগুলি বিলি করা যায়নি ৷ ছুটির পর স্কুল খুললেও ছাত্র-ছাত্রীদের পরীক্ষার কারণে আটকে রয়েছে বিলির কাজ ৷ পরীক্ষা শেষ হলেই স্কুলগুলিতে সাইকেল পাঠিয়ে দেওয়া হবে ৷ ইংরেজবাজার ব্লকের তিনটি স্কুলে বিলি করা হবে সাইকেলগুলি ৷ তবে সাইকেলগুলি খোলা আকাশের নীচে রাখা হয়েছে বলে আমার কাছে খবর নেই ৷ বিষয়টি খোঁজ নিয়ে দেখছি ৷ এমনটা হওয়ার কথা নয় ৷ "

মালদা, 28 নভেম্বর: সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তখন মালদা জেলায় প্রশাসনিক সভা করেন তিনি । সেখানে সবুজসাথি প্রকল্পের সাইকেল বিলি না করে ফেলে রাখার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন । অবিলম্বে তিনি বিষয়টি নিয়ে জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেন ।

সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, "সঠিক সময়ে সবুজসাথি প্রকল্পের সাইকেল বিলি না করায় সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে ৷ ভুললে চলবে না, রাজ্য সরকারকে প্রতিটি সাইকেল 3000 টাকায় কিনতে হয় ৷ প্রয়োজনে, সাইকেল ছাত্রছাত্রীদের মধ্যে দ্রুত বিলি করতে হবে ৷ কোনোভাবেই যেন সাইকেল নষ্ট না হয় ৷ প্রয়োজনে সাইকেল রাখতে হবে শেডের নীচে ৷ যাতে রোদ, ঝড়, জল থেকে সেগুলি রক্ষা পায় ৷" কিন্তু সেই সভার ১০ দিন পরেও পরিস্থিতি পালটায়নি । ইংরেজবাজারে সবুজসাথি প্রকল্পের সাইকেলগুলিকে এখনও খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে ।

দেখুন ভিডিয়ো...

ইংরেজবাজার ব্লকের খোয়ার মোড়ে স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ ও বিপণন কেন্দ্র রয়েছে । সেখানে সাইকেলগুলি রাখা হয়েছে ৷ মাস দেড়েক আগে সেখানে প্রায় 2700 সাইকেল এনে রাখা হয়েছে ৷ সাইকেলগুলির ফিটিং-এর কাজ চলছে ৷ কাজ শেষ হতে অন্তত আরও 15 দিন লাগবে ৷ ফিটিং-এর পর একাধিক সাইকেলকে রাখা হয়েছে খোলা আকাশের নীচে ৷ সেখানে এক নিরাপত্তাকর্মী জানান, শেডের নীচে এত সাইকেল রাখার জায়গা নেই ৷ বাধ্য হয়ে খোলা জায়গাতেই রাখতে হয়েছে ।

bicycles of the Sabujsathi project are kept in the open air
খোলা আকাশের নিচে...

ইংরেজবাজারে BDO সৌগত চৌধুরিকে এনিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "পুজোর ছুটির দু'একদিন আগে সাইকেলগুলি ব্লকে এসেছে ৷ ফলে স্কুলগুলিতে ছুটি শুরু হয়ে যাওয়ায় সাইকেলগুলি বিলি করা যায়নি ৷ ছুটির পর স্কুল খুললেও ছাত্র-ছাত্রীদের পরীক্ষার কারণে আটকে রয়েছে বিলির কাজ ৷ পরীক্ষা শেষ হলেই স্কুলগুলিতে সাইকেল পাঠিয়ে দেওয়া হবে ৷ ইংরেজবাজার ব্লকের তিনটি স্কুলে বিলি করা হবে সাইকেলগুলি ৷ তবে সাইকেলগুলি খোলা আকাশের নীচে রাখা হয়েছে বলে আমার কাছে খবর নেই ৷ বিষয়টি খোঁজ নিয়ে দেখছি ৷ এমনটা হওয়ার কথা নয় ৷ "

Intro:মালদা, ২৮ নভেম্বর : উত্তরের সফরে প্রশাসনিক সভাগুলিতে সবুজসাথী প্রকল্পের সাইকেল নিয়ে নিজের কড়া অবস্থান প্রকাশ করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷ মালদা জেলার প্রশাসনিক সভাতেও তিনি বলেছিলেন, সঠিক সময়ে সবুজসাথী প্রকল্পের সাইকেল বিলি না করায় অনেক সাইকেল নষ্ট হয়ে যাচ্ছে৷ ভুললে চলবে না, রাজ্য সরকারকে প্রতিটি সাইকেল তিন হাজার টাকা খরচ করে কিনতে হয়৷ তাই এই সাইকেল ছাত্রছাত্রীদের মধ্যে দ্রুত বিতরণ করতে হবে৷ কোনোভাবেই যেন সাইকেল নষ্ট না হয়৷ প্রয়োজনে সাইকেল রাখতে হবে ছাদের নীচে৷ যাতে রোজ-জল থেকে সেগুলিকে বাঁচানো যায়৷ সেই সভায় মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়েছিলেন জেলাশাসক থেকে প্রশাসনের অন্যান্য কর্তারা৷ কিন্তু সেই সভার ১০ দিন পর ইংরেজবাজারে সবুজসাথী প্রকল্পের সাইকেলের যে ছবি ধরা পড়েছে, তা দেখতে পেলে নিশ্চিতভাবে তেলেবেগুনে জ্বলে উঠবেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷


Body:         ইংরেজবাজার ব্লকের খোয়ার মোড়ে থাকা স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ ও বিপণন কেন্দ্রে এই প্রকল্পের সাইকেল মজুত করা হয়েছে৷ এলাকাটি একেবারেই মালদা শহর লাগোয়া৷ আজ সেখানে গিয়ে জানা গেল, মাস দেড়েক আগে সেখানে প্রায় ২৭০০ সাইকেল এসেছে৷ সেই সাইকেল ফিটিং-এর কাজ চলছে৷ কাজ শেষ হতে আরও অন্তত ১৫ দিন সময় লাগবে৷ কিন্তু সবচেয়ে বড়ো বিষয়, তৈরি হওয়া সাইকেলগুলির বেশ কিছু অংশ রাখা হয়েছে আকাশের নীচে৷ রোদ-জলের মধ্যে৷ সেখানে দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী জানালেন, ছাদের নীচে এত সাইকেল রাখার জায়গা নেই৷ বাধ্য হয়ে খোলা জায়গাতেই বেশ কিছু সাইকেল রাখতে হয়েছে৷ ওই নিরাপত্তাকর্মী ক্যামেরার সামনে আসতে না চাইলেও তাঁর বক্তব্য, প্রশাসনের উচিত, দ্রুত এই সাইকেলগুলি বিলি করা৷


Conclusion:         এনিয়ে প্রশ্ন করা হলে ইংরেজবাজারের বিডিও সৌগত চৌধুরি বলেন, “পুজোর ছুটির দিন দুয়েক আগে এই সাইকেলগুলি ব্লকে এসেছে৷ স্কুলগুলিতে দীর্ঘ ছুটি শুরু হয়ে যাওয়ায় সাইকেলগুলি বিলি করা যায়নি৷ ছুটির পর স্কুল খুললেও পরীক্ষা শুরু হয়ে যায়৷ ফলে স্কুলগুলি এই মুহূর্তে সাইকেল বিলি করতে পারছে না৷ পরীক্ষা শেষ হলেই স্কুলগুলিতে সাইকেল পাঠিয়ে দেওয়া হবে৷ ব্লকের আর মাত্র তিনটি স্কুলে সাইকেল বিলি বাকি আছে৷ তবে সবুজসাথী প্রকল্পের সাইকেল খোলা আকাশের নীচে রাখা হয়েছে বলে আমার কাছে খবর নেই৷ আমি বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি৷ এমনটা হওয়ার কথা নয়৷”

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.