ETV Bharat / state

নিকাশি নালা থেকে উদ্ধার নিখোঁজ যুবকের দেহ - a dead body is recovered

দেহ উদ্ধার হল নিকাশি নালা থেকে । পুলিশ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে ।

নিকাশি নালা থেকে উদ্ধার নিখোঁজ যুবকের দেহ
নিকাশি নালা থেকে উদ্ধার নিখোঁজ যুবকের দেহ
author img

By

Published : Nov 26, 2020, 3:29 PM IST

মালদা, 26 নভেম্বর : নিকাশি নালা থেকে উদ্ধার দেহ । আজ সকালে মালদা শহরের ঘোড়াপীড় সংলগ্ন এলাকার নিকাশি নালা থেকে উদ্ধার হয় । মৃতের নাম অমল প্রামাণিক । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । তদন্তে নেমেছে পুলিশ ।

বছর বত্রিশেকের অমল মালদার সাহাপুর এলাকার বাসিন্দা ছিলেন । পরিবার সূত্রে জানা গেছে, অমল ছোটোবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন । গত রবিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন । পরিবারের তরফে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল । পুরাতন মালদা ও মালদা শহর জুড়ে মাইকিং শুরু হয় ।

আজ সকালে পৌরসভার তরফে নিকাশি নালা পরিষ্কার করার সময় সাফাইকর্মীরা একটি মৃতদেহকে ভেসে আসতে দেখে । খবর দেওয়া হয় মালদা থানায় । অমলের পরিবারের লোকজন খবর পেয়ে মৃতদেহ শনাক্ত করতে আসে । পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায় ।

হাইড্রেন থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার । দেখুন ভিডিয়ো...

এবিষয়ে স্থানীয় প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস বলেন, "ঘোড়াপীড়-সানিপার্ক এলাকার নিকাশি নালা সংষ্করণের কাজ চলছিল । নিকাশিটি বন্ধ ছিল । আজ সকালেই নিকাশি ব্যবস্থা খুলতেই একটি মৃতদেহ ভেসে আসতে দেখা যায় । খবর পেয়ে পুলিশ আসে, আমিও দেখতে আসি । পুলিশকে পুরো বিষয়টি জানাই ।"

মালদা, 26 নভেম্বর : নিকাশি নালা থেকে উদ্ধার দেহ । আজ সকালে মালদা শহরের ঘোড়াপীড় সংলগ্ন এলাকার নিকাশি নালা থেকে উদ্ধার হয় । মৃতের নাম অমল প্রামাণিক । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । তদন্তে নেমেছে পুলিশ ।

বছর বত্রিশেকের অমল মালদার সাহাপুর এলাকার বাসিন্দা ছিলেন । পরিবার সূত্রে জানা গেছে, অমল ছোটোবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন । গত রবিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন । পরিবারের তরফে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল । পুরাতন মালদা ও মালদা শহর জুড়ে মাইকিং শুরু হয় ।

আজ সকালে পৌরসভার তরফে নিকাশি নালা পরিষ্কার করার সময় সাফাইকর্মীরা একটি মৃতদেহকে ভেসে আসতে দেখে । খবর দেওয়া হয় মালদা থানায় । অমলের পরিবারের লোকজন খবর পেয়ে মৃতদেহ শনাক্ত করতে আসে । পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায় ।

হাইড্রেন থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার । দেখুন ভিডিয়ো...

এবিষয়ে স্থানীয় প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস বলেন, "ঘোড়াপীড়-সানিপার্ক এলাকার নিকাশি নালা সংষ্করণের কাজ চলছিল । নিকাশিটি বন্ধ ছিল । আজ সকালেই নিকাশি ব্যবস্থা খুলতেই একটি মৃতদেহ ভেসে আসতে দেখা যায় । খবর পেয়ে পুলিশ আসে, আমিও দেখতে আসি । পুলিশকে পুরো বিষয়টি জানাই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.