গুয়াহাটি, 27 জুলাই: পঞ্চায়েত ভোটে জয়ের পর বিজেপি শাসিত রাজ্যে আশ্রয় নিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা-কর্মীরা ৷ তাঁদের অভিযোগ, তৃণমূলের হুমকির জেরে বাংলায় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন ৷ তাই স্বপরিবারে ভিনরাজ্যে আশ্রয় নিয়েছেন ৷
অসমের গুয়াহাটির ধীরেনপাড়া এলাকায় 65 জন বাংলা থেকে গিয়ে আশ্রয় নিয়েছেন ৷ এঁরা মালদার হবিবপুর থেকে সেখানে গিয়েছেন ৷ এই 65 জনের মধ্য়ে আবার 27 জন এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে জিতেছেন ৷ যাঁরা আশ্রয় নিয়েছেন, তাঁদের মধ্যে পুরুষ ও মহিলা ছাড়াও শিশুরাও রয়েছেন ৷
ইটিভি ভারত-কে তাঁরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস প্রশাসনের সঙ্গে মিলে তাঁদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করছিল ৷ খুনের হুমকিও দিয়েছে ৷ অনেককে অপহরণের চেষ্টাও করা হয়েছে ৷ আবার তৃণমূলে যোগ দেওয়ার প্রলোভন দেখানো হয়েছে ৷ রাজি না হলেই ভয় দেখানো হয়েছে ৷ তাই নিরাপদ আশ্রয়ে থাকতেই তাঁরা অসমে গিয়েছেন ৷ পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন ঠিক হলেই তাঁরা বাড়ি ফিরবেন বলে জানিয়েছেন ৷
এই পরিস্থিতিতে গুয়াহাটির বিজেপি কর্মীরা তাঁদের থাকার ব্যবস্থা করেছেন ৷ খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসও তাঁরাই এনে দিচ্ছেন ৷ তাছাড়া গুয়াহাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরগোপাল মণ্ডল ও 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ দেব উদ্যোগ নিয়েছেন ওই বিজেপি কর্মীদের থাকার যথাযথ ব্যবস্থাপনার ৷ জানা গিয়েছে, 65 জনের এই দলটি 18 জুলাই গুয়াহাটি পৌঁছায় ৷ সেখানে গিয়ে তাঁরা প্রথমে ভারত সেবাশ্রম সংঘে আশ্রয় চেয়েছিলেন ৷
আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসায় মালদায় গুলিবিদ্ধ এক, আহত বেশ কয়েকজন
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে বাংলায় শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ করছে বিজেপি ৷ তাদের অভিযোগ, গেরুয়া শিবিরের অনেক নেতা-কর্মী আক্রান্ত হয়েছে তৃণমূলের দুষ্কৃতিদের হাতে৷ বিভিন্ন জেলায় বিজেপির তরফে দলীয় কার্যালয়ে আক্রান্ত নেতা-কর্মীদের রাখা হয়েছে ৷ বিশেষ করে জয়ী সদস্যদের একত্রে রাখার ব্যবস্থা করছে বিজেপি ৷ তার মধ্যেই জানা গেল মালদা থেকে অসমের গুয়াহাটিতে গিয়ে আশ্রয় নিয়েছেন বিজেপির জয়ী প্রার্থীরা ৷