ETV Bharat / state

কোরোনার জেরে বন্ধ 200 বছরের জহুরাচণ্ডী মন্দিরের উৎসব - corona safety

কোনওমতে পুজোর আয়োজন হলেও মালদার ইংরেজবাজারের ২০০ বছরের বেশি প্রাচীন জহুরাচণ্ডী মন্দিরের পুজোকে ঘিরে হচ্ছে না কোনও উৎসব ।

কোরোনার জেরে বন্ধ 200 বছরের প্রাচীন জহুরাচণ্ডী মন্দিরের পুজোকে ঘিরে উৎসব
কোরোনার জেরে বন্ধ 200 বছরের প্রাচীন জহুরাচণ্ডী মন্দিরের পুজোকে ঘিরে উৎসব
author img

By

Published : Apr 1, 2020, 4:33 PM IST

মালদা, 1 এপ্রিল: 1213 বঙ্গাব্দ থেকে শুরু হয়েছিল পুজো ৷ দিন বদলের সঙ্গে মালদার ইংরেজবাজারের প্রাচীন জহুরাচণ্ডী মন্দিরের সেই পুজো কলেবরে আরও বেড়েছে ৷ বিদেশ থেকেও বহু মানুষ পুজো দিতে আসেন এখানে ৷ গোটা বৈশাখ মাস ধরে কয়েক লাখ মানুষের জমায়েত হয় ৷ ভিড় নিয়ন্ত্রণ করতে হিমশিম খায় পুলিশ । বলতে গেলে উৎসবের মেজাজে মাসটা কেটে যায় এলাকার বাসিন্দাদের । তবে এবারের পরিস্থিতিটা অন্যরকম । কোরোনা মোকাবিলায় লকডাউন চলছে গোটা দেশে । তাই কোনওক্রমে নমো নমো করে পুজোর ব্যবস্থা হলেও বসবে না মেলা । এমনকী ভক্তদের মন্দিরেও ঢুকতে দেওয়া হবে না ৷ মন্দিরের গেটে বড় বড় হরফে তা লিখে দেওয়া হয়েছে । এতে ইংরেজবাজার ব্লকের জহুরাতলা এলাকার বাসিন্দাদের মনে বিষাদের সুর ।


ইংরেজবাজারের যদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জহুরাতলার অবস্থান ৷ মালদা শহর থেকে দূরত্ব প্রায় 10 কিলোমিটার ৷ গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা ৷ ওপারে সামান্য দূরেই বাংলাদেশ ৷ এই গ্রামের আমবাগানের মধ্যেই রয়েছে জহুরাচণ্ডী মন্দির ৷ 1213 বঙ্গাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ছল্ব তিওয়ারি নামে এক সাধক ৷ পরবর্তীতে তাঁর উত্তরসূরিরাই এই মন্দিরের সেবাইত ৷ মূর্তির পরিবর্তে পুজো হয় পুজো হয় মুখোশের ৷ কথিত রয়েছে, এই মন্দিরে পুজো দিয়ে জলপথে ডাকাতি করতে যেত একদল ৷ সময় গড়ানোর সঙ্গে জহুরাচণ্ডীর মাহাত্ম্যের কথা ছড়িয়ে পড়তে থাকে ৷ জহুরাচণ্ডীর খ্যাতি এখন বিদেশেও ৷ প্রতি বছর বৈশাখ মাস জুড়ে এই মন্দিরে বাৎসরিক পুজো হয় ৷ কিন্তু বর্তমান পরিস্থিতির প্রভাব পড়েছে 200 বছরের প্রাচীন পুজোতেও । নিয়মিত মন্দিরের সাফাই হচ্ছে না ৷ মন্দিরের চাতালে এদিক ওদিক ছড়িয়ে ঝরা পাতা ৷ সকালে সেবাইত মন্দির খুলে কোনওরকমে ধূপকাঠি জ্বালিয়ে মন্দির বন্ধ করে বাড়ি ফিরে যাচ্ছেন ৷

এলাকার বাসিন্দা নমু মণ্ডল বলেন, “এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছর গোটা বৈশাখ মাস ধরে এলাকা জমজমাট হয়ে থাকে ৷ বিশাল মেলা বসে ৷ লোক গমগম করে ৷ মেলায় দোকান দিয়ে এলাকার অনেকেই সারা বছরের রসদ জোগাড় করে ৷ বাইরে থেকেও অনেকে এখানে ব্যবসা করতে আসে ৷ কিন্তু কোরোনার জেরে এবার পুজোই হবে না শুনছি ৷ মেলা বসার তো প্রশ্নই নেই ৷ অন্যান্যবার এই সময় দোকান লেগে যেত ৷ এবার কোনও ব্যবসায়ীর দেখা পাওয়া যাচ্ছেনা ৷ মন্দিরও বন্ধ ৷ মন্দিরে কোনও মানুষের দেখাও পাওয়া যায় না৷”


মন্দিরের বর্তমান সেবাইত মুকুল তিওয়ারি বলছেন, “কোরোনাকে কেন্দ্র করে দেশজুড়ে লকডাউন চলছে ৷ এই সময় অন্যবারের মতো করে পুজোর আয়োজন করা সম্ভব নয় ৷ এবারও পুজো হবে৷ কিন্তু কোনও ভক্তকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না । এনিয়ে প্রশাসনের সঙ্গেও কথা বলেছি৷ এবার মেলা বসারও কোনও প্রশ্ন নেই৷”

মালদা, 1 এপ্রিল: 1213 বঙ্গাব্দ থেকে শুরু হয়েছিল পুজো ৷ দিন বদলের সঙ্গে মালদার ইংরেজবাজারের প্রাচীন জহুরাচণ্ডী মন্দিরের সেই পুজো কলেবরে আরও বেড়েছে ৷ বিদেশ থেকেও বহু মানুষ পুজো দিতে আসেন এখানে ৷ গোটা বৈশাখ মাস ধরে কয়েক লাখ মানুষের জমায়েত হয় ৷ ভিড় নিয়ন্ত্রণ করতে হিমশিম খায় পুলিশ । বলতে গেলে উৎসবের মেজাজে মাসটা কেটে যায় এলাকার বাসিন্দাদের । তবে এবারের পরিস্থিতিটা অন্যরকম । কোরোনা মোকাবিলায় লকডাউন চলছে গোটা দেশে । তাই কোনওক্রমে নমো নমো করে পুজোর ব্যবস্থা হলেও বসবে না মেলা । এমনকী ভক্তদের মন্দিরেও ঢুকতে দেওয়া হবে না ৷ মন্দিরের গেটে বড় বড় হরফে তা লিখে দেওয়া হয়েছে । এতে ইংরেজবাজার ব্লকের জহুরাতলা এলাকার বাসিন্দাদের মনে বিষাদের সুর ।


ইংরেজবাজারের যদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জহুরাতলার অবস্থান ৷ মালদা শহর থেকে দূরত্ব প্রায় 10 কিলোমিটার ৷ গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা ৷ ওপারে সামান্য দূরেই বাংলাদেশ ৷ এই গ্রামের আমবাগানের মধ্যেই রয়েছে জহুরাচণ্ডী মন্দির ৷ 1213 বঙ্গাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ছল্ব তিওয়ারি নামে এক সাধক ৷ পরবর্তীতে তাঁর উত্তরসূরিরাই এই মন্দিরের সেবাইত ৷ মূর্তির পরিবর্তে পুজো হয় পুজো হয় মুখোশের ৷ কথিত রয়েছে, এই মন্দিরে পুজো দিয়ে জলপথে ডাকাতি করতে যেত একদল ৷ সময় গড়ানোর সঙ্গে জহুরাচণ্ডীর মাহাত্ম্যের কথা ছড়িয়ে পড়তে থাকে ৷ জহুরাচণ্ডীর খ্যাতি এখন বিদেশেও ৷ প্রতি বছর বৈশাখ মাস জুড়ে এই মন্দিরে বাৎসরিক পুজো হয় ৷ কিন্তু বর্তমান পরিস্থিতির প্রভাব পড়েছে 200 বছরের প্রাচীন পুজোতেও । নিয়মিত মন্দিরের সাফাই হচ্ছে না ৷ মন্দিরের চাতালে এদিক ওদিক ছড়িয়ে ঝরা পাতা ৷ সকালে সেবাইত মন্দির খুলে কোনওরকমে ধূপকাঠি জ্বালিয়ে মন্দির বন্ধ করে বাড়ি ফিরে যাচ্ছেন ৷

এলাকার বাসিন্দা নমু মণ্ডল বলেন, “এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছর গোটা বৈশাখ মাস ধরে এলাকা জমজমাট হয়ে থাকে ৷ বিশাল মেলা বসে ৷ লোক গমগম করে ৷ মেলায় দোকান দিয়ে এলাকার অনেকেই সারা বছরের রসদ জোগাড় করে ৷ বাইরে থেকেও অনেকে এখানে ব্যবসা করতে আসে ৷ কিন্তু কোরোনার জেরে এবার পুজোই হবে না শুনছি ৷ মেলা বসার তো প্রশ্নই নেই ৷ অন্যান্যবার এই সময় দোকান লেগে যেত ৷ এবার কোনও ব্যবসায়ীর দেখা পাওয়া যাচ্ছেনা ৷ মন্দিরও বন্ধ ৷ মন্দিরে কোনও মানুষের দেখাও পাওয়া যায় না৷”


মন্দিরের বর্তমান সেবাইত মুকুল তিওয়ারি বলছেন, “কোরোনাকে কেন্দ্র করে দেশজুড়ে লকডাউন চলছে ৷ এই সময় অন্যবারের মতো করে পুজোর আয়োজন করা সম্ভব নয় ৷ এবারও পুজো হবে৷ কিন্তু কোনও ভক্তকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না । এনিয়ে প্রশাসনের সঙ্গেও কথা বলেছি৷ এবার মেলা বসারও কোনও প্রশ্ন নেই৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.