মালদা, 16 অক্টোবর : 260 গ্রাম ব্রাউন সুগার-সহ দুই ব্যক্তি গ্রেপ্তার । মালদা জেলার গোলাপগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে তাদের । ধৃতদের নাম মহ: চারু শেখ (34) ও মহ: মহিদুর রহমান ওরফে মিঠু (42) ।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে SI রামচন্দ্র সাহা ও SI আবদুল কাবীরের নেতৃত্বে কালিয়াচকের বালিয়াডাঙা এলাকায় হানা দেয় গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল । তথ্য অনুযায়ী ঘোরাঘুরি করতে দেখে দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশকর্মীরা । সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালাতেই দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় 260 গ্রাম ব্রাউন সুগার । এরপরেই গ্রেপ্তার করা হয় দুই ব্যক্তিকে । জানা গিয়েছে, ধৃতরা দুজনেই কালিয়াচকের শ্রীরামপুরের বাসিন্দা ।
কালিয়াচক থানার পুলিশের তরফে জানানো হয়েছে, "তথ্যের ভিত্তিতে হানা দিয়ে 260 গ্রাম ব্রাউন সুগার সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃতরা উদ্ধার হওয়া ব্রাউন সুগার বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 21(c)/29 NDPS Act এ মামলা রুজু করা হয়েছে । এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা জানতে তদন্ত শুরু হয়েছে ।"