ETV Bharat / state

সুজাপুরে বিস্ফোরণে মৃত বেড়ে 6 - 1 more killed in Sujapur blast in malda

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবু সাহেদকে কলকাতায় রেফার করা হয়৷ জানা গিয়েছে, কলকাতা যাওয়ার পথে মাঝ রাস্তায় মৃত্যু হয় তাঁর৷

বিস্ফোরণ
বিস্ফোরণ
author img

By

Published : Nov 19, 2020, 11:05 PM IST

Updated : Nov 20, 2020, 1:46 AM IST

মালদা, ১৯ নভেম্বর : সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে মৃত আরও 1৷ এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়৷ মৃত ব্যক্তির নাম আবু সাহেদ(45)৷ বিস্ফোরণে আহতদের প্রত্যেককেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়৷ সেখানেই ভরতি করা হয়েছিল বছর 45-এর আবুকে৷ কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় রেফার করা হয়৷ জানা গিয়েছে, কলকাতা যাওয়ার পথে মাঝ রাস্তায় মৃত্যু হয় তাঁর৷ হাসপাতাল সূত্রে খবর, সেখান থেকেই তাঁর মৃতদেহ মালদা মেডিকেল কলেজে ফিরিয়ে আনা হচ্ছে৷

আজ দুপুরে সুজাপুরে 34 নম্বর জাতীয় সড়কের ধারে একটি প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ হয়৷ জানা গিয়েছে, বিস্ফোরণে মৃতদের প্রত্যেকেই সুজাপুরের বাসিন্দা৷ প্রথমে মৃত্যু হয় পাঁচজনের৷ মৃতদের মধ্যে রয়েছে দু’জন নাবালকও৷ মৃতদের নাম রাজীব খান(17), মোস্তাফা শেখ(40), আজিজুল রহমান(13), আবদুল রহমান(18), সারিফুল শেখ(29), আবু সাহেদ(45)৷

আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে মালদা মেডিকেলে ভরতি করা হয়৷ বাকিদের নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় সুজাপুর স্বাস্থ্যকেন্দ্রে৷ রাতে সেখান থেকে আরও একজনকে মেডিকেলে স্থানান্তরিত করা হয়েছে৷ এই মুহূর্তে মালদা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন পর্মিলা মণ্ডল(45), জুলি বেওয়া (35), জুলেখা বিবি(25), রেণুকা মণ্ডল(50) ও মুসা শেখ(50)৷

ঘটনাস্থান পরিদর্শন করেন ফিরহাদ হাকিম৷ পাশাপাশি হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খবর নেন তিনি৷ পাশাপাশি আজই মৃতদের পরিবারের হাতে দু’লাখ টাকার করে চেক তুলে দেন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ 50 হাজার টাকার চেক দেওয়া হয় আহতদের পরিবারকেও৷

মালদা, ১৯ নভেম্বর : সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে মৃত আরও 1৷ এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়৷ মৃত ব্যক্তির নাম আবু সাহেদ(45)৷ বিস্ফোরণে আহতদের প্রত্যেককেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়৷ সেখানেই ভরতি করা হয়েছিল বছর 45-এর আবুকে৷ কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় রেফার করা হয়৷ জানা গিয়েছে, কলকাতা যাওয়ার পথে মাঝ রাস্তায় মৃত্যু হয় তাঁর৷ হাসপাতাল সূত্রে খবর, সেখান থেকেই তাঁর মৃতদেহ মালদা মেডিকেল কলেজে ফিরিয়ে আনা হচ্ছে৷

আজ দুপুরে সুজাপুরে 34 নম্বর জাতীয় সড়কের ধারে একটি প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ হয়৷ জানা গিয়েছে, বিস্ফোরণে মৃতদের প্রত্যেকেই সুজাপুরের বাসিন্দা৷ প্রথমে মৃত্যু হয় পাঁচজনের৷ মৃতদের মধ্যে রয়েছে দু’জন নাবালকও৷ মৃতদের নাম রাজীব খান(17), মোস্তাফা শেখ(40), আজিজুল রহমান(13), আবদুল রহমান(18), সারিফুল শেখ(29), আবু সাহেদ(45)৷

আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে মালদা মেডিকেলে ভরতি করা হয়৷ বাকিদের নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় সুজাপুর স্বাস্থ্যকেন্দ্রে৷ রাতে সেখান থেকে আরও একজনকে মেডিকেলে স্থানান্তরিত করা হয়েছে৷ এই মুহূর্তে মালদা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন পর্মিলা মণ্ডল(45), জুলি বেওয়া (35), জুলেখা বিবি(25), রেণুকা মণ্ডল(50) ও মুসা শেখ(50)৷

ঘটনাস্থান পরিদর্শন করেন ফিরহাদ হাকিম৷ পাশাপাশি হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খবর নেন তিনি৷ পাশাপাশি আজই মৃতদের পরিবারের হাতে দু’লাখ টাকার করে চেক তুলে দেন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ 50 হাজার টাকার চেক দেওয়া হয় আহতদের পরিবারকেও৷

Last Updated : Nov 20, 2020, 1:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.