ETV Bharat / state

মন্ত্রিসভার বৈঠকে গরহাজির থাকলেও বিধানসভার অনুষ্ঠানে মধ্যমণি রাজীব - Flower fair of assembly

গতকালের মন্ত্রিসভার বৈঠকে যেহেতু গরহাজির ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় সে কারণে তাঁকে নিয়ে তৈরি হয়েছিল সংশয় । আজ পুষ্পমেলা প্রদর্শনী অনুষ্ঠানে রাজীব উপস্থিত থাকবেন না বলেই মনে করেছিলেন শাসক ও বিরোধী দলের একাংশ । কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এসেছিলেন তিনি ।

Rajib banerjee
রাজীব বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Dec 23, 2020, 6:23 PM IST

কলকাতা, 23 ডিসেম্বর : গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গরহাজির থাকলেও আজ বিধানসভার পুষ্পমেলা প্রদর্শনের কর্মসূচিতে মধ্যমণি ছিলেন রাজ্যের বনমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশে বসে অনেকটাই খোশমেজাজে ছিলেন তিনি । পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা বাড়ির বৈঠকে যে বরফ গলেছে, এরফলেই অনেকটা স্পষ্ট হল ।

প্রতিবছরই ঘটা করে বিধানসভার মাঠে পুষ্পমেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয় । শাসক দলের মন্ত্রী বিধায়কদের পাশাপাশি বিরোধীদলের বিধায়কেরাও এই কর্মসূচিতে যোগ দেন । যদিও এবারেও তার অন্যথা হয়নি । তবে গতকালের মন্ত্রিসভার বৈঠকে যেহেতু গরহাজির ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় সে কারণে তাঁকে নিয়ে তৈরি হয়েছিল সংশয় । আজ পুষ্পমেলা প্রদর্শনী অনুষ্ঠানে রাজীব উপস্থিত থাকবেন না বলেই মনে করেছিলেন শাসক ও বিরোধী দলের একাংশ । বিষয়টিকে নিয়ে সকাল থেকেই চলছিল জল্পনা । কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ বিধানসভার পুষ্পমেলা প্রদর্শনের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । শুধু উপস্থিত থাকা নয়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে খোশমেজাজে কথা বলতে ও গল্প করতে দেখা গেল তাঁকে ।

আরও পড়ুন : এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শহরে ব্য়ানার

তবে গতকালের মন্ত্রিসভার বৈঠকে কেন অনুপস্থিত ছিলেন তিনি ? সংবাদমাধ্যমের কাছে বিষয়টি এড়িয়ে গিয়েছেন রাজীব । প্রসঙ্গত, কিছুদিন ধরেই বেসুরো কথা বলতে শুরু করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । তাঁর নামে পোস্টার পড়েছিল কলকাতা ও হাওড়াতে । বিষয়টিকে নিয়ে চরম অস্বস্তিতে পড়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । রাশ টানতে তাঁর সঙ্গে নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় ও প্রশান্ত কিশোর দু'দফায় বৈঠক করেছেন । তারপরও গতকাল মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত ছিলেন তিনি । গতকাল থেকেই তাঁকে নিয়ে ফের দলবদলের জল্পনা শুরু হয় । তবে আজ বিধানসভার কর্মসূচিতে দলীয় মন্ত্রীদের পাশাপাশি খোশ মেজাজে যোগ দেওয়াতে অন্য রাজনৈতিক সমীকরণ তৈরি হল বলে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

কলকাতা, 23 ডিসেম্বর : গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গরহাজির থাকলেও আজ বিধানসভার পুষ্পমেলা প্রদর্শনের কর্মসূচিতে মধ্যমণি ছিলেন রাজ্যের বনমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশে বসে অনেকটাই খোশমেজাজে ছিলেন তিনি । পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা বাড়ির বৈঠকে যে বরফ গলেছে, এরফলেই অনেকটা স্পষ্ট হল ।

প্রতিবছরই ঘটা করে বিধানসভার মাঠে পুষ্পমেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয় । শাসক দলের মন্ত্রী বিধায়কদের পাশাপাশি বিরোধীদলের বিধায়কেরাও এই কর্মসূচিতে যোগ দেন । যদিও এবারেও তার অন্যথা হয়নি । তবে গতকালের মন্ত্রিসভার বৈঠকে যেহেতু গরহাজির ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় সে কারণে তাঁকে নিয়ে তৈরি হয়েছিল সংশয় । আজ পুষ্পমেলা প্রদর্শনী অনুষ্ঠানে রাজীব উপস্থিত থাকবেন না বলেই মনে করেছিলেন শাসক ও বিরোধী দলের একাংশ । বিষয়টিকে নিয়ে সকাল থেকেই চলছিল জল্পনা । কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ বিধানসভার পুষ্পমেলা প্রদর্শনের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । শুধু উপস্থিত থাকা নয়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে খোশমেজাজে কথা বলতে ও গল্প করতে দেখা গেল তাঁকে ।

আরও পড়ুন : এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শহরে ব্য়ানার

তবে গতকালের মন্ত্রিসভার বৈঠকে কেন অনুপস্থিত ছিলেন তিনি ? সংবাদমাধ্যমের কাছে বিষয়টি এড়িয়ে গিয়েছেন রাজীব । প্রসঙ্গত, কিছুদিন ধরেই বেসুরো কথা বলতে শুরু করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । তাঁর নামে পোস্টার পড়েছিল কলকাতা ও হাওড়াতে । বিষয়টিকে নিয়ে চরম অস্বস্তিতে পড়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । রাশ টানতে তাঁর সঙ্গে নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় ও প্রশান্ত কিশোর দু'দফায় বৈঠক করেছেন । তারপরও গতকাল মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত ছিলেন তিনি । গতকাল থেকেই তাঁকে নিয়ে ফের দলবদলের জল্পনা শুরু হয় । তবে আজ বিধানসভার কর্মসূচিতে দলীয় মন্ত্রীদের পাশাপাশি খোশ মেজাজে যোগ দেওয়াতে অন্য রাজনৈতিক সমীকরণ তৈরি হল বলে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.