ETV Bharat / state

Mamata Banerjee Award Controversy :মমতাকে বাংলা অ্যাকাডেমি'র সম্মান প্রদান 'ন্যক্কারজনক দৃষ্টান্ত', পুরস্কার ফেরালেন রত্না রশীদ

author img

By

Published : May 10, 2022, 9:29 PM IST

Updated : May 10, 2022, 10:09 PM IST

বাংলা অ্যাকাডেমি'র এই সিদ্ধান্তের প্রতিবাদে সাহিত্য অ্যাকাডেমি'র বাংলা উপদেষ্টা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন লেখক অনাদিরঞ্জন বন্দ্যোপাধ্যায়ও (Anadiranjan Biswas Resigns from Sahitya Akademi Post) ৷

Mamata Award Controversy News
পুরস্কার ফেরালেন সাহিত্যিক রত্না রশীদ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 10 মে : তাঁর নিরলস সাহিত্য চর্চার জন্য সোমবার রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সম্মানে সম্মানিত করেছে বাংলা অ্যাকাডেমি (Mamata Banerjee Received Bangla Academy Award) ৷ ইতিমধ্যেই অ্যাকাডেমি'র এই সিদ্ধান্তে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে ৷ প্রতিবাদের ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায় ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই নিজেকে এই পুরস্কার দিলেন বলে কটাক্ষ করছে বিরোধী শিবিরও ৷ ঠিক কোন মাপকাঠিতে, সাহিত্য জগতে তাঁর ঠিক কোন অবদানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিল বাংলা অ্যাকাডেমি'র মতো একটি মঞ্চ, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ অ্যাকাডেমি'র এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ ক্রমে জোরাল হচ্ছে ৷ প্রতিবাদের সুর এবার উঠতে শুরু করেছে বাংলার সাহিত্য জগতের মধ্যে থেকেও ৷

আরও পড়ুন : প্রশাসন সামলে সাহিত্য সাধনা, বিশেষ সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীকে যে অভিধা দিয়ে এই সম্মান দেওয়া হয়েছে তাকে সত্যের অপলাপ বলে, বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার অ্যাকাডেমি'র দেওয়া 'অন্নদাশঙ্কর রায় স্মারক সম্মান' ফেরালেন গবেষক ও সাহিত্যিক রত্না রশীদ বন্দ্যোপাধ্যায় ৷ এক বিবৃতিতে অ্যাকাডেমি'র এই সিদ্ধান্তকে তিনি 'ন্যক্কারজনক দৃষ্টান্ত' ও বাংলা সাহিত্যের সত্যিকারের নিরলস চর্চায় রত সমস্ত মানুষকে অপমান বলে ব্যাখ্যা করেছেন ৷

পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিয়ে বাংলা অ্যাকাডেমি'র অধ্যক্ষকে তিনি লিখেছেন, "মহাশয়,আমি রত্না রশীদ ব্যানার্জী 2019 সালের 26 জুলাই পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির তরফ থেকে অন্নদা শঙ্কর রায় স্মারক সম্মানে ভূষিত হয়েছিলাম । আমি তখন সেই সম্মান সকৃতজ্ঞ চিত্তে গ্রহণ করি । গতকাল সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি অবহিত হলাম যে, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি একটি নতুন পুরস্কার ঘোষণা করে প্রারম্ভিক বছরের সেই পুরস্কার পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্পণ করেছে বাংলা সাহিত্যে তাঁর নিরলস সাধনার স্বীকৃতি হিসেবে । এই অভিধার চেয়ে বড় সত্যের অপলাপ হতে পারে না । মুখ্যমন্ত্রীকে এই পুরস্কার প্রদানের মাধ্যমে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি শুধুমাত্র একটি ন্যক্কারজনক দৃষ্টান্ত তৈরি করেছে তাই নয়, এর মাধ্যমে বাংলা সাহিত্যের সত্যিকারের নিরলস চর্চায় রত সমস্ত মানুষকে অপমানিত করেছে । এই অবস্থায় 2019 সালে এই সরকারের আমাকে দেওয়া সম্মান আমার কাছে কাঁটার মুকুটের মত প্রতীয়মান হচ্ছে । আমি এই চিঠির মাধ্যমে 2019 সালের 26 জুলাই আমাকে দেওয়া অন্নদা শঙ্কর স্মারক সম্মান ফিরিয়ে দিচ্ছি । ওই সম্মানের সঙ্গে দেওয়া স্মারক আমি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির ঠিকানায় অনতিবিলম্বে পাঠিয়ে দেবো ৷ ইতি, রত্না রশীদ ব্যানার্জী ৷"

Mamata Award Controversy News
লেখক অনাদি রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ পত্র

তবে শুধুমাত্র রত্না রশীদ বন্দ্যোপাধ্যায় নয়, মমতাকে পুরস্কৃত করার বাংলা অ্যাকাডেমি'র সিদ্ধান্তকে বাংলা কবিতার অপমান বলে আখ্যা দিয়ে সাহিত্য অ্যাকাডেমি'র বাংলা উপদেষ্টা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন লেখক অনাদি রঞ্জন বন্দ্যোপাধ্যায়ও ৷

কলকাতা, 10 মে : তাঁর নিরলস সাহিত্য চর্চার জন্য সোমবার রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সম্মানে সম্মানিত করেছে বাংলা অ্যাকাডেমি (Mamata Banerjee Received Bangla Academy Award) ৷ ইতিমধ্যেই অ্যাকাডেমি'র এই সিদ্ধান্তে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে ৷ প্রতিবাদের ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায় ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই নিজেকে এই পুরস্কার দিলেন বলে কটাক্ষ করছে বিরোধী শিবিরও ৷ ঠিক কোন মাপকাঠিতে, সাহিত্য জগতে তাঁর ঠিক কোন অবদানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিল বাংলা অ্যাকাডেমি'র মতো একটি মঞ্চ, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ অ্যাকাডেমি'র এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ ক্রমে জোরাল হচ্ছে ৷ প্রতিবাদের সুর এবার উঠতে শুরু করেছে বাংলার সাহিত্য জগতের মধ্যে থেকেও ৷

আরও পড়ুন : প্রশাসন সামলে সাহিত্য সাধনা, বিশেষ সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীকে যে অভিধা দিয়ে এই সম্মান দেওয়া হয়েছে তাকে সত্যের অপলাপ বলে, বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার অ্যাকাডেমি'র দেওয়া 'অন্নদাশঙ্কর রায় স্মারক সম্মান' ফেরালেন গবেষক ও সাহিত্যিক রত্না রশীদ বন্দ্যোপাধ্যায় ৷ এক বিবৃতিতে অ্যাকাডেমি'র এই সিদ্ধান্তকে তিনি 'ন্যক্কারজনক দৃষ্টান্ত' ও বাংলা সাহিত্যের সত্যিকারের নিরলস চর্চায় রত সমস্ত মানুষকে অপমান বলে ব্যাখ্যা করেছেন ৷

পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিয়ে বাংলা অ্যাকাডেমি'র অধ্যক্ষকে তিনি লিখেছেন, "মহাশয়,আমি রত্না রশীদ ব্যানার্জী 2019 সালের 26 জুলাই পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির তরফ থেকে অন্নদা শঙ্কর রায় স্মারক সম্মানে ভূষিত হয়েছিলাম । আমি তখন সেই সম্মান সকৃতজ্ঞ চিত্তে গ্রহণ করি । গতকাল সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি অবহিত হলাম যে, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি একটি নতুন পুরস্কার ঘোষণা করে প্রারম্ভিক বছরের সেই পুরস্কার পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্পণ করেছে বাংলা সাহিত্যে তাঁর নিরলস সাধনার স্বীকৃতি হিসেবে । এই অভিধার চেয়ে বড় সত্যের অপলাপ হতে পারে না । মুখ্যমন্ত্রীকে এই পুরস্কার প্রদানের মাধ্যমে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি শুধুমাত্র একটি ন্যক্কারজনক দৃষ্টান্ত তৈরি করেছে তাই নয়, এর মাধ্যমে বাংলা সাহিত্যের সত্যিকারের নিরলস চর্চায় রত সমস্ত মানুষকে অপমানিত করেছে । এই অবস্থায় 2019 সালে এই সরকারের আমাকে দেওয়া সম্মান আমার কাছে কাঁটার মুকুটের মত প্রতীয়মান হচ্ছে । আমি এই চিঠির মাধ্যমে 2019 সালের 26 জুলাই আমাকে দেওয়া অন্নদা শঙ্কর স্মারক সম্মান ফিরিয়ে দিচ্ছি । ওই সম্মানের সঙ্গে দেওয়া স্মারক আমি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির ঠিকানায় অনতিবিলম্বে পাঠিয়ে দেবো ৷ ইতি, রত্না রশীদ ব্যানার্জী ৷"

Mamata Award Controversy News
লেখক অনাদি রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ পত্র

তবে শুধুমাত্র রত্না রশীদ বন্দ্যোপাধ্যায় নয়, মমতাকে পুরস্কৃত করার বাংলা অ্যাকাডেমি'র সিদ্ধান্তকে বাংলা কবিতার অপমান বলে আখ্যা দিয়ে সাহিত্য অ্যাকাডেমি'র বাংলা উপদেষ্টা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন লেখক অনাদি রঞ্জন বন্দ্যোপাধ্যায়ও ৷

Last Updated : May 10, 2022, 10:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.