ETV Bharat / state

রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া সরশুনায়, বাবার দেহ আগলে মেয়ে - woman found with fathers body in Sarsuna

পুলিশের প্রাথমিক অনুমান দুই দিন ধরে বাবার মৃতদেহ আঁকড়ে ছিল মেয়ে ৷ আজ পচা গন্ধ বেরোতেই পুলিশে খবর দেয় এলাকার লোকজন ৷

sarsuna
sarsuna
author img

By

Published : Aug 19, 2020, 9:43 PM IST

কলকাতা, 19 অগাস্ট : ফের রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া কলকাতায় । এবার বাবার মৃত্যুর পর দু'দিন ধরে দেহ আগলে রাখল মেয়ে। আজ মৃতদেহটি উদ্ধার করে পুলিশ । মহিলাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মৃত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় (80)৷

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে সরশুনা থানা এলাকার সরকার হাট লেনে একটি আবাসন থেকে পচা গন্ধ পায় এলাকাবাসী । সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয় তারা । ঘটনাস্থানে আসে সরশুনা থানার পুলিশ ৷ ফ্লাটের দরজা খোলায় জানা যায় পচা গন্ধের কারণ । পুলিশ যখন ওই ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে ঢোকে তখন ভিতরেই ছিলেন নীলাঞ্জনা চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে বাবা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকতেন তিনি । বছর দুয়েক আগে মা এবং দাদার মৃত্যু হয় । তারপর থেকে ওই ফ্ল্যাটে বাবাকে নিয়ে থাকতেন নীলাঞ্জনা ।

আজ সকালে ফ্ল্যাটের দরজা খুলতেই দুর্গন্ধ পায় পুলিশ। ঘরে গিয়ে দেখা যায়, খাটের মধ্যে পড়ে রয়েছে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মৃতদেহ । দেহটি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । নীলাঞ্জনা চট্টোপাধ্যায়কেও ভরতি করা হয় হাসপাতালে। তদন্তকারী পুলিশ অফিসারদের প্রাথমিক ধারণা, মানসিক সমস্যা আছে নীলাঞ্জনা চট্টোপাধ্যায়ের । সেই কারণেই বাবার দেহ আগলে ছিলেন দু'দিন । তবে ঠিক কবে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর ৷ সেই জানা যাবে মৃত্যুর কারণ ৷

প্রসঙ্গত, 2015 সালের 10 জুন এই রকম ঘটনার সাক্ষী থেকেছিল শহর কলকাতা ৷ ওই দিন মধ্য কলকাতার রবিনসন স্ট্রিটে পুলিশ কমিশনারের বাসভবনের পাশাপাশি একটি বাড়িতে দিদির কঙ্কাল মাসের পর মাস আঁকড়ে রেখেছিলেন ভাই পার্থ দে ৷ যা সারা ফেলেছিল সমগ্র রাজ্যজুড়ে৷

কলকাতা, 19 অগাস্ট : ফের রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া কলকাতায় । এবার বাবার মৃত্যুর পর দু'দিন ধরে দেহ আগলে রাখল মেয়ে। আজ মৃতদেহটি উদ্ধার করে পুলিশ । মহিলাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মৃত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় (80)৷

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে সরশুনা থানা এলাকার সরকার হাট লেনে একটি আবাসন থেকে পচা গন্ধ পায় এলাকাবাসী । সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয় তারা । ঘটনাস্থানে আসে সরশুনা থানার পুলিশ ৷ ফ্লাটের দরজা খোলায় জানা যায় পচা গন্ধের কারণ । পুলিশ যখন ওই ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে ঢোকে তখন ভিতরেই ছিলেন নীলাঞ্জনা চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে বাবা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকতেন তিনি । বছর দুয়েক আগে মা এবং দাদার মৃত্যু হয় । তারপর থেকে ওই ফ্ল্যাটে বাবাকে নিয়ে থাকতেন নীলাঞ্জনা ।

আজ সকালে ফ্ল্যাটের দরজা খুলতেই দুর্গন্ধ পায় পুলিশ। ঘরে গিয়ে দেখা যায়, খাটের মধ্যে পড়ে রয়েছে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মৃতদেহ । দেহটি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । নীলাঞ্জনা চট্টোপাধ্যায়কেও ভরতি করা হয় হাসপাতালে। তদন্তকারী পুলিশ অফিসারদের প্রাথমিক ধারণা, মানসিক সমস্যা আছে নীলাঞ্জনা চট্টোপাধ্যায়ের । সেই কারণেই বাবার দেহ আগলে ছিলেন দু'দিন । তবে ঠিক কবে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর ৷ সেই জানা যাবে মৃত্যুর কারণ ৷

প্রসঙ্গত, 2015 সালের 10 জুন এই রকম ঘটনার সাক্ষী থেকেছিল শহর কলকাতা ৷ ওই দিন মধ্য কলকাতার রবিনসন স্ট্রিটে পুলিশ কমিশনারের বাসভবনের পাশাপাশি একটি বাড়িতে দিদির কঙ্কাল মাসের পর মাস আঁকড়ে রেখেছিলেন ভাই পার্থ দে ৷ যা সারা ফেলেছিল সমগ্র রাজ্যজুড়ে৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.