ETV Bharat / state

সোনা পাচার করতে গিয়ে বাংলাদেশ সীমান্তে ধৃত মহিলা - smuggle gold

ফের ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে এক সোনা পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম ললিতা মণ্ডল(৩০)।

ললিতা মণ্ডল
author img

By

Published : Feb 24, 2019, 8:19 PM IST

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: ফের ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে এক সোনা পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম ললিতা মণ্ডল(৩০)। সে দত্তফুলিয়ার হরিলতাপাড়ার বাসিন্দা। তার কাছ থেকে ২১ লাখেরও বেশি মূল্যের সোনার বিস্কুট উদ্ধার হয়েছে।

গতকাল বিকেলে নদিয়ার হরিতলাপাড়া এবং কালুপুরের কাঁটাতার বিহীন সীমান্ত এলাকায় ললিতাকে দেখতে পান জওয়ানরা। তাকে জিজ্ঞাসাবাদ করতেই সে অসংলগ্ন কথা বলতে শুরু করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৩৬টি সোনার আংটি এবং ২০টি ব্রেসলেট উদ্ধার করা হয়। যার ওজন ৬৫০ গ্রামেরও বেশি। পরে ওই যুবতিকে নিজেদের হেপাজতে নেয় BSF।

BSF সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই পাচারের সঙ্গে জড়িত ললিতা।

তাকে জেরা করে এই চক্রের কিংপিন সমর পাল নামে এক ব্যক্তির নাম জানা যায়। সে দত্তফুলিয়া হাসপাতাল রোড এলাকার বাসিন্দা। ললিতাকে মাজদিয়া থানার হাতে তুলে দেয় BSF। সীমান্তরক্ষী বাহিনীর সূত্রে খবর, গতবছর থেকে এখনও পর্যন্ত প্রায় ৯ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে তারা। শুধু সোনা পাচারের জন্য গ্রেপ্তার করা হয়েছে ১৩ জনকে।

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: ফের ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে এক সোনা পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম ললিতা মণ্ডল(৩০)। সে দত্তফুলিয়ার হরিলতাপাড়ার বাসিন্দা। তার কাছ থেকে ২১ লাখেরও বেশি মূল্যের সোনার বিস্কুট উদ্ধার হয়েছে।

গতকাল বিকেলে নদিয়ার হরিতলাপাড়া এবং কালুপুরের কাঁটাতার বিহীন সীমান্ত এলাকায় ললিতাকে দেখতে পান জওয়ানরা। তাকে জিজ্ঞাসাবাদ করতেই সে অসংলগ্ন কথা বলতে শুরু করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৩৬টি সোনার আংটি এবং ২০টি ব্রেসলেট উদ্ধার করা হয়। যার ওজন ৬৫০ গ্রামেরও বেশি। পরে ওই যুবতিকে নিজেদের হেপাজতে নেয় BSF।

BSF সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই পাচারের সঙ্গে জড়িত ললিতা।

তাকে জেরা করে এই চক্রের কিংপিন সমর পাল নামে এক ব্যক্তির নাম জানা যায়। সে দত্তফুলিয়া হাসপাতাল রোড এলাকার বাসিন্দা। ললিতাকে মাজদিয়া থানার হাতে তুলে দেয় BSF। সীমান্তরক্ষী বাহিনীর সূত্রে খবর, গতবছর থেকে এখনও পর্যন্ত প্রায় ৯ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে তারা। শুধু সোনা পাচারের জন্য গ্রেপ্তার করা হয়েছে ১৩ জনকে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.