ETV Bharat / state

Kolkata Book Fair 2023: অনুমতি ছাড়াই বইমেলা প্রাঙ্গণে জমিয়ে চলছে রকমারি জিনিসের বিকিকিনি

এখনও অনুমতি মেলেনি গিল্ডের (Guild) তরফে ৷ তবুও বইমেলা (Kolkata Book Fair) প্রাঙ্গণে রকমারি জিনিসের দোকান সাজিয়ে বসেছে বিক্রেতারা ৷ জমিয়ে চলছে বিকিকিনি ৷

Kolkata Book Fair
কলকাতা বইমেলা
author img

By

Published : Feb 4, 2023, 8:50 PM IST

Updated : Feb 4, 2023, 9:07 PM IST

বইমেলা প্রাঙ্গণে জমিয়ে চলছে রকমারি জিনিসের বিকিকিনি

কলকাতা, 4 ফেব্রুয়ারি: জমে উঠেছে 46তম 'আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা' বা 'কলকাতা বইমেলা' (Kolkata Book Fair) । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের ভিড়। বইয়ের স্টলে পছন্দের লেখকের বই, কিংবা নতুন কোনও লেখকের বই দেখে ও বেছে কিনে নিচ্ছেন আগতরা ৷ বইয়ের পাশাপাশি মেলা প্রাঙ্গণে বসেছে চট নির্মিত জিনিসের দোকান এবং খাবারের স্টল । ফলে মেলায় আগতরা বইয়ের পাশাপাশি একবার উঁকি দিচ্ছেন রকমারি জিনিসের দোকানেও ৷

বইমেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে ঝিলের ধার ঘেষে অন্যান্যবারের মতো এবারেও জমিয়ে চলছে সব জিনিসের বিকিকিনি পর্ব । এর মধ্যে রয়েছে ডোকরা, চটের গয়না, ব্যাগ, পেইন্টিং, প্রিন্টেড জামা-সহ ঘর সাজানোর নানান জিনিস । বইয়ের দোকানের পাশাপাশি এই সব দোকানেও ভিড় কম নেই । চলছে দর কষাকষি । তবে, তা বেশিদূর বাড়ছে কমছে না । জিনিসগুলি অভিনবত্বের গুণে এতটাই নজরকাড়া যে দামের কথা চিন্তা না-করেই মানুষ কিনে নিচ্ছেন পছন্দের জিনিসটি । ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মুখেই হাসি । এরই মাঝে দেখা গেল গিল্ডের তরফ থেকে ভলান্টিয়ার এসে বিক্রেতাদের বলছেন, "সব গুটিয়ে নিয়ে উঠে পড়ুন । বইমেলায় এই সব বিক্রি করা যাবে না ।"

Kolkata Book Fair
রকমারি জিনিসের দোকান সাজিয়ে বসেছে বিক্রেতারা

বিক্রেতাদের কাছ থেকে জানা গেল, প্রতিবারই গিল্ড দোকান বসার আজ অনুমতি দিচ্ছি, কাল অনুমতি দিচ্ছি বলে যায় ৷ আর এমনটা চলে দিনের পর দিন ধরে । এরই মাঝে নিজেদের হাতে গড়া জিনিসের পসরা সাজিয়ে বিক্রির উদ্দেশ্যে বসে যান তাঁরা । রোজই এসে একবার করে তুলে দেওয়া হয় তাঁদের । আবার কিছুক্ষণ পর সব ঠিক । তারা যথা আবার যথা জায়গায় এসে বসে পড়েন ৷ তাঁদের মধ্যে একজন বলেন, "রোজই আমরা বসি, উঠি তারপর আবার বসি । এভাবেই চলছে অনেকদিন ধরে । এখনও গিল্ড দেয়নি অনুমতি । অনেক মানুষ আমাদের জিনিস পত্র কিনে নিয়ে যায় । তারা আনন্দ পায় । রকমারি জিনিস মানুষের মন ভালো করে দেয় । তাই এগুলির বিক্রিতে বাধা দেওয়ার কারণ কী আমাদের জানা নেই ।"

বইমেলা প্রাঙ্গণে জমিয়ে চলছে রকমারি জিনিসের বিকিকিনি

কলকাতা, 4 ফেব্রুয়ারি: জমে উঠেছে 46তম 'আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা' বা 'কলকাতা বইমেলা' (Kolkata Book Fair) । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের ভিড়। বইয়ের স্টলে পছন্দের লেখকের বই, কিংবা নতুন কোনও লেখকের বই দেখে ও বেছে কিনে নিচ্ছেন আগতরা ৷ বইয়ের পাশাপাশি মেলা প্রাঙ্গণে বসেছে চট নির্মিত জিনিসের দোকান এবং খাবারের স্টল । ফলে মেলায় আগতরা বইয়ের পাশাপাশি একবার উঁকি দিচ্ছেন রকমারি জিনিসের দোকানেও ৷

বইমেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে ঝিলের ধার ঘেষে অন্যান্যবারের মতো এবারেও জমিয়ে চলছে সব জিনিসের বিকিকিনি পর্ব । এর মধ্যে রয়েছে ডোকরা, চটের গয়না, ব্যাগ, পেইন্টিং, প্রিন্টেড জামা-সহ ঘর সাজানোর নানান জিনিস । বইয়ের দোকানের পাশাপাশি এই সব দোকানেও ভিড় কম নেই । চলছে দর কষাকষি । তবে, তা বেশিদূর বাড়ছে কমছে না । জিনিসগুলি অভিনবত্বের গুণে এতটাই নজরকাড়া যে দামের কথা চিন্তা না-করেই মানুষ কিনে নিচ্ছেন পছন্দের জিনিসটি । ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মুখেই হাসি । এরই মাঝে দেখা গেল গিল্ডের তরফ থেকে ভলান্টিয়ার এসে বিক্রেতাদের বলছেন, "সব গুটিয়ে নিয়ে উঠে পড়ুন । বইমেলায় এই সব বিক্রি করা যাবে না ।"

Kolkata Book Fair
রকমারি জিনিসের দোকান সাজিয়ে বসেছে বিক্রেতারা

বিক্রেতাদের কাছ থেকে জানা গেল, প্রতিবারই গিল্ড দোকান বসার আজ অনুমতি দিচ্ছি, কাল অনুমতি দিচ্ছি বলে যায় ৷ আর এমনটা চলে দিনের পর দিন ধরে । এরই মাঝে নিজেদের হাতে গড়া জিনিসের পসরা সাজিয়ে বিক্রির উদ্দেশ্যে বসে যান তাঁরা । রোজই এসে একবার করে তুলে দেওয়া হয় তাঁদের । আবার কিছুক্ষণ পর সব ঠিক । তারা যথা আবার যথা জায়গায় এসে বসে পড়েন ৷ তাঁদের মধ্যে একজন বলেন, "রোজই আমরা বসি, উঠি তারপর আবার বসি । এভাবেই চলছে অনেকদিন ধরে । এখনও গিল্ড দেয়নি অনুমতি । অনেক মানুষ আমাদের জিনিস পত্র কিনে নিয়ে যায় । তারা আনন্দ পায় । রকমারি জিনিস মানুষের মন ভালো করে দেয় । তাই এগুলির বিক্রিতে বাধা দেওয়ার কারণ কী আমাদের জানা নেই ।"

Last Updated : Feb 4, 2023, 9:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.