ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েতে আদালত অবমাননার মামলায় কমিশনের বিরুদ্ধে কি রুল জারি করবে হাইকোর্ট ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 1:17 PM IST

Cases of Contempt of Court in Panchayat Elections 2023: পঞ্চায়েত ভোট নিয়ে একাধিক নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ কিন্তু আদালতের নির্দেশ না মানার অভিযোগ উঠেছে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৷ সেই নিয়ে দায়ের হওয়া মামলায় রাজ্য ও কমিশনের হলফনামা তলব করল হাইকোর্ট ৷ তার পর এই নিয়ে নির্দেশ দেবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

Calcutta High Court
Calcutta High Court

কলকাতা, 18 সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের বিরুদ্ধে কি আদালত অবমাননার রুল জারি করা হবে, নাকি আদালত অবমাননার মামলা খারিজ করবে আদালত ? পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননা সংক্রান্ত মামলায় 21 সেপ্টেম্বর নির্দেশ দেবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ৷ তার আগে আদালত রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের বক্তব্য জানবে ৷ তার পরই নির্দেশ দেবে আদালত ৷

পঞ্চায়েত নির্বাচনে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে, এই দাবিতে আদালত অবমাননার মামলা দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী-সহ আরও অনেকে । কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও অসহযোগিতার অভিযোগ করা হয় ।

সেই মামলায় হাইকোর্ট রাজ্য ও কমিশনের কাছ থেকে হলফনামা তলব করেছে ৷ আদালতের প্রশ্ন, পঞ্চায়েত নির্বাচনে কতজন মারা গিয়েছে ? তাদের নাম-সহ সম্পূর্ণ তালিকা দিতে হবে ৷ কতজন হোমগার্ডকে ভোটের কাজে নিযুক্ত করা হয়েছিল ? রাজ্যের প্রকল্প অনুযায়ী কোন কোন মৃত ব্যক্তির পরিবার 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য পেয়েছেন ? আহত বা গুরুতর আহতরা কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ পাবেন না ?

উল্লেখ্য, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কলকাতা হাইকোর্ট একাধিক নির্দেশ দিলেও রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার উভয়ই সেই নির্দেশ পালন করেনি বলে অভিযোগ ৷ সেই অভিযোগ তুলে একের পর এক মামলা দায়ের হয়েছিল । মামলার আবেদনে অভিযোগ করা হয়, রাজ্য নির্বাচন কমিশনকে সুষ্ঠু ভাবে ভোট করতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দেওয়া হলেও, তা ব্য়বহার করেনি কমিশন । রাজ্য সরকারও নানা অসহযোগিতা করেছে ৷

আরও পড়ুন: পরবর্তী নির্বাচন পর্যন্ত কি পঞ্চায়েত সংক্রান্ত মামলার শুনানি হবে, ক্ষোভ প্রকাশ হাইকোর্টের প্রধান বিচারপতির

পাশাপাশি নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিও তোলা হয় । যদিও পুনর্নির্বাচনের দাবি আদালত খারিজ করেছে আগেই । কিন্তু কমিশন ও রাজ্য আদালতের নির্দেশ অমান্য করেছে বলে অভিযোগ, সেই বিষয়ে হাইকোর্ট কি নির্দেশ দেয়, তা রাজ্য ও কমিশনের বক্তব্যের পর জানা যাবে ।

কলকাতা, 18 সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের বিরুদ্ধে কি আদালত অবমাননার রুল জারি করা হবে, নাকি আদালত অবমাননার মামলা খারিজ করবে আদালত ? পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননা সংক্রান্ত মামলায় 21 সেপ্টেম্বর নির্দেশ দেবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ৷ তার আগে আদালত রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের বক্তব্য জানবে ৷ তার পরই নির্দেশ দেবে আদালত ৷

পঞ্চায়েত নির্বাচনে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে, এই দাবিতে আদালত অবমাননার মামলা দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী-সহ আরও অনেকে । কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও অসহযোগিতার অভিযোগ করা হয় ।

সেই মামলায় হাইকোর্ট রাজ্য ও কমিশনের কাছ থেকে হলফনামা তলব করেছে ৷ আদালতের প্রশ্ন, পঞ্চায়েত নির্বাচনে কতজন মারা গিয়েছে ? তাদের নাম-সহ সম্পূর্ণ তালিকা দিতে হবে ৷ কতজন হোমগার্ডকে ভোটের কাজে নিযুক্ত করা হয়েছিল ? রাজ্যের প্রকল্প অনুযায়ী কোন কোন মৃত ব্যক্তির পরিবার 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য পেয়েছেন ? আহত বা গুরুতর আহতরা কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ পাবেন না ?

উল্লেখ্য, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কলকাতা হাইকোর্ট একাধিক নির্দেশ দিলেও রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার উভয়ই সেই নির্দেশ পালন করেনি বলে অভিযোগ ৷ সেই অভিযোগ তুলে একের পর এক মামলা দায়ের হয়েছিল । মামলার আবেদনে অভিযোগ করা হয়, রাজ্য নির্বাচন কমিশনকে সুষ্ঠু ভাবে ভোট করতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দেওয়া হলেও, তা ব্য়বহার করেনি কমিশন । রাজ্য সরকারও নানা অসহযোগিতা করেছে ৷

আরও পড়ুন: পরবর্তী নির্বাচন পর্যন্ত কি পঞ্চায়েত সংক্রান্ত মামলার শুনানি হবে, ক্ষোভ প্রকাশ হাইকোর্টের প্রধান বিচারপতির

পাশাপাশি নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিও তোলা হয় । যদিও পুনর্নির্বাচনের দাবি আদালত খারিজ করেছে আগেই । কিন্তু কমিশন ও রাজ্য আদালতের নির্দেশ অমান্য করেছে বলে অভিযোগ, সেই বিষয়ে হাইকোর্ট কি নির্দেশ দেয়, তা রাজ্য ও কমিশনের বক্তব্যের পর জানা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.