ETV Bharat / state

প্রাক্তন DG-কে OSD হিসেবে বসানোয় প্রশ্ন রাহুল সিনহার - kolkata

সুরজিৎ কর পুরকায়স্থকে OSD পদ থেকে সরাতে নির্বাচন কমিশনের দপ্তরে চিঠি রাহুল সিনহার। পাশাপাশি প্রাক্তন DG-কে মমতা বন্দ্যোপাধ্যায়ের PA বলেও কটাক্ষ করেন তিনি।

সাংবাদিক বৈঠকে রাহুল সিনহা
author img

By

Published : Apr 10, 2019, 6:50 AM IST

কলকাতা, ১০ এপ্রিল : প্রাক্তন DG-সুরজিৎ কর পুরকায়স্থকে অফিসার অন স্পেশাল ডিউটি( OSD) হিসেবে বসানোয় প্রশ্ন তুললেন BJP নেতা রাহুল সিনহা। তাঁর প্রশ্ন, স্পেশাল সিকিউরিটি অফিসার হিসেবে মেয়াদ শেষের পরও কীভাবে OSD হিসেবে তাঁকে বসানো হল? ইতিমধ্যে সুরজিৎ কর পুরকায়স্থকে সরানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

সাংবাদিক বৈঠক করে গতকাল রাহুল সিনহার অভিযোগ, থানার OC ও IC অফিসাররা কাজ করতে পারছে না। আর এর জন্য দায়ি সুরজিৎ কর পুরকায়স্থ। তিনি বলেন, "সুরজিৎ কর পুরকায়স্থ মুখ্যমন্ত্রীর একজন PA-এর ভূমিকায় কাজ করছেন। অনেক পুলিশ অফিসারও তাঁর ব্যবহারে ক্ষুব্ধ। তাই অবিলম্বে তাঁর অপসারণ প্রয়োজন।"

পাশাপাশি কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তাকে অপসারণের ইশুতে রাহুল সিনহা বলেন, "কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে থেকে অনেক অভিযোগ ছিল। তাই তাঁকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।"

কলকাতা, ১০ এপ্রিল : প্রাক্তন DG-সুরজিৎ কর পুরকায়স্থকে অফিসার অন স্পেশাল ডিউটি( OSD) হিসেবে বসানোয় প্রশ্ন তুললেন BJP নেতা রাহুল সিনহা। তাঁর প্রশ্ন, স্পেশাল সিকিউরিটি অফিসার হিসেবে মেয়াদ শেষের পরও কীভাবে OSD হিসেবে তাঁকে বসানো হল? ইতিমধ্যে সুরজিৎ কর পুরকায়স্থকে সরানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

সাংবাদিক বৈঠক করে গতকাল রাহুল সিনহার অভিযোগ, থানার OC ও IC অফিসাররা কাজ করতে পারছে না। আর এর জন্য দায়ি সুরজিৎ কর পুরকায়স্থ। তিনি বলেন, "সুরজিৎ কর পুরকায়স্থ মুখ্যমন্ত্রীর একজন PA-এর ভূমিকায় কাজ করছেন। অনেক পুলিশ অফিসারও তাঁর ব্যবহারে ক্ষুব্ধ। তাই অবিলম্বে তাঁর অপসারণ প্রয়োজন।"

পাশাপাশি কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তাকে অপসারণের ইশুতে রাহুল সিনহা বলেন, "কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে থেকে অনেক অভিযোগ ছিল। তাই তাঁকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।"

Intro:
09-04-19

সুজয় ঘোষ, কলকাতা


কলকাতাঃ স্পেশাল সিকিউরিটি অফিসার হিসাবে প্রাক্তণ ডিজি সুরজিৎ কর পুরকায়স্থের মেয়াদ শেষ হওয়ার পর কী ভাবে তার পদে OSD হিসাবে স্ব-বহাল থাকে। আজ রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে তাকে অপসারনের অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

সুরজিৎ কর পুরকায়স্থ কে তার পদ থেকে সরানোর দাবীতে ইতিমধ্যে নির্বাচণ কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি। তাই আমরা নির্বাচণ কমিশনকে অবিলম্ভে এই পদ থেকে বিলপ্তি করে। তাকে পদ থেকে সারানোর দাবী তোলেন রাহুল সিনহা।



রাহুল সিনহা এদিন অভিযোগ করনে, "থানার OC ও IC অফিসাররা কাজ করতে পারছে না। এই সব কিছুর মূলে সুরজিৎ কর পুরকায়স্থ আছে। তার ঘর বন্ধো করে তার ঘরে তালা লাগানো দরকার। তিনি মুখ্যমন্ত্রী একজন PA এর ভূমিকায় কাজ করছে। অনেক পুলিশ অফিসারও তার ব্যবহারে ক্ষুব্ধো। তাই তাকে আর তার পদে রাখা যাবে না। সেটা আমরা নির্বাচণ কমিশনকে লিখিত ভাবে জানিয়েছি। যদি ওই পদে থেকে তাকে সরানো হয় বহু পুলিশ অফিসার স্বাধীন ভাবে কাজ করতে পারে।


আজ কোচবিহারের পুলিশ সুপার কে অপসারণের ইশুতে রাহুল সিনহা বলেন, " কোচবিহারের পুলিস সুপারের বিরুদ্ধে নানা ক্ষেত্রে থেকে অনেক অভিযোগ ছিলও। তাই অভিষেক গুপ্তাকে সরিয়ে দিয়েছে নির্বাচণ কমিশন। তাই তার পদে থাকলে শান্তিপূন নির্বাচণ সম্ভব নয়। তাকে সরানো এর ফলে নির্বাচণ কমিশনের প্রতি আস্থা আরও বাড়বে মানুষের। শান্তিপূর্ণ ভাবে কোচবিহারে ভোট হবে"


কোচবিহারে ৪৪ কম্পানি কেন্দ্রীয় বাহিনী ও আলিপুরে ২১ কম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌচ্ছে গিয়েছে। প্রায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী সচেষ্ঠ থাকবে। ভোট যাতে লুঠ না হয়। তার জন্য সব রকম ব্যবস্থা নির্বাচণ কমিশন করছে। তাই মানুষ নিশ্চিতে ভোট দিতে পারবে বলে জানান রাহুল সিনহা।



রাজ্যের স্বাস্থ্য বিমায় ব্যয় বরাদ্দা ইশুতে রাহুল বলেন, "রাজ্য সরকার স্বাস্থ্য বিমাতে দেড় লক্ষ টাকা বাড়ানোর যে ঘোষণা করছে। সেটা নির্বাচণ আচারণ বিধি লঙ্ঘিত হয়েছে। আমরা নির্বাচণ কমিশন কে জানাবো। যদি কেন্দ্রীয় প্রকল্পে এত অরুচি তা হলে রাজ্যে প্রধানমন্ত্রী অবাস যোজনা বন্ধো করছে না কেনও রাজ্য সরকার। তা হলে তৃণমূলের কাঠমানি বন্ধো হয়ে যাবে"
Body:কপিConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.