কলকাতা, ১০ এপ্রিল : প্রাক্তন DG-সুরজিৎ কর পুরকায়স্থকে অফিসার অন স্পেশাল ডিউটি( OSD) হিসেবে বসানোয় প্রশ্ন তুললেন BJP নেতা রাহুল সিনহা। তাঁর প্রশ্ন, স্পেশাল সিকিউরিটি অফিসার হিসেবে মেয়াদ শেষের পরও কীভাবে OSD হিসেবে তাঁকে বসানো হল? ইতিমধ্যে সুরজিৎ কর পুরকায়স্থকে সরানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
সাংবাদিক বৈঠক করে গতকাল রাহুল সিনহার অভিযোগ, থানার OC ও IC অফিসাররা কাজ করতে পারছে না। আর এর জন্য দায়ি সুরজিৎ কর পুরকায়স্থ। তিনি বলেন, "সুরজিৎ কর পুরকায়স্থ মুখ্যমন্ত্রীর একজন PA-এর ভূমিকায় কাজ করছেন। অনেক পুলিশ অফিসারও তাঁর ব্যবহারে ক্ষুব্ধ। তাই অবিলম্বে তাঁর অপসারণ প্রয়োজন।"
পাশাপাশি কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তাকে অপসারণের ইশুতে রাহুল সিনহা বলেন, "কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে থেকে অনেক অভিযোগ ছিল। তাই তাঁকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।"