ETV Bharat / state

West Bengal Weather Update : বসন্ত বিদায়, আগামি তিন দিন বাড়বে গরম - রাজ্যের আবহাওয়া

শীত বিদায়, বসন্তও যাওয়া পথে ৷ আসছে গ্রীষ্ম ৷ এবারও কি আগের বছরের মতোই গরম পড়বে ? জেনে নিন (West Bengal Weather Update) ৷

Summer in West Bengal
গ্রীষ্মের সূচনা রাজ্যে
author img

By

Published : Mar 2, 2022, 8:11 AM IST

কলকাতা, 2 মার্চ : কখনও গরম, কখনও হাল্কা ঠান্ডার অনুভূতি। বসন্তের মিশ্র আবহাওয়ায় গ্রীষ্মের আগমনী । রোদের তাপ অস্বস্তি বাড়াচ্ছে । হাল্কা ঘাম জমছে । ফ্যান চালালে অল্প কিছুক্ষণের মধ্যে ঠান্ডা বোধ হচ্ছে, না চালালে গরম লাগছে । মরশুম বদলের এই অনুভূতির মধ্যে হাল্কা বৃষ্টি অস্বস্তি বয়ে নিয়ে আসছে (West Bengal Weather Forecast Mainly clear sky) ।

আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলছেন, "আগামী পাঁচদিন আবহাওয়া শুষ্ক থাকবে । বৃষ্টি হবে না । তবে দক্ষিণবঙ্গের একদম পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ।"

মঙ্গলবার রাতে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 31.2 ডিগ্রি এবং 20.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । বুধবার ভোরের দিকে কুয়াশার দাপট আর থাকবে না । রৌদ্রজ্জ্বল দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 21 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে ।

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 2nd March: কোন রাশির জাতক-জাতিকাদের প্রেমের সম্পর্ক হয়ে উঠবে রোমাঞ্চে ভরপুর জানুন রাশিফলে

আজ ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমের জেলাগুলিতে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে । এছাড়া উত্তরবঙ্গের উপরের দিকে কালিম্পং, দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে । উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । আরও তিনদিন রাতের তাপমাত্রা একই রকম থাকবে । এবার দিনের তাপমাত্রা ঊর্ধ্বগামী হবে ।

শুনে নিন রাজ্যে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কী বলছেন আলিপুর হাওয়া অফিসের উপঅধিকর্তা

আগামি তিনদিন দিনের তাপমাত্রা এক থেকে দু'ডিগ্রি বাড়ার সম্ভাবনা থাকছে । তবে কোনওরকম সতর্কবার্তা নেই । বসন্ত চলে গিয়ে দুয়ারে গ্রীষ্ম । মৌসম ভবন জানাচ্ছে, এ বছর মার্চ থেকে মে মাস পর্যন্ত তেমন প্রাণান্তকর গরম পড়বে না ।

কলকাতা, 2 মার্চ : কখনও গরম, কখনও হাল্কা ঠান্ডার অনুভূতি। বসন্তের মিশ্র আবহাওয়ায় গ্রীষ্মের আগমনী । রোদের তাপ অস্বস্তি বাড়াচ্ছে । হাল্কা ঘাম জমছে । ফ্যান চালালে অল্প কিছুক্ষণের মধ্যে ঠান্ডা বোধ হচ্ছে, না চালালে গরম লাগছে । মরশুম বদলের এই অনুভূতির মধ্যে হাল্কা বৃষ্টি অস্বস্তি বয়ে নিয়ে আসছে (West Bengal Weather Forecast Mainly clear sky) ।

আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলছেন, "আগামী পাঁচদিন আবহাওয়া শুষ্ক থাকবে । বৃষ্টি হবে না । তবে দক্ষিণবঙ্গের একদম পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ।"

মঙ্গলবার রাতে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 31.2 ডিগ্রি এবং 20.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । বুধবার ভোরের দিকে কুয়াশার দাপট আর থাকবে না । রৌদ্রজ্জ্বল দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 21 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে ।

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 2nd March: কোন রাশির জাতক-জাতিকাদের প্রেমের সম্পর্ক হয়ে উঠবে রোমাঞ্চে ভরপুর জানুন রাশিফলে

আজ ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমের জেলাগুলিতে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে । এছাড়া উত্তরবঙ্গের উপরের দিকে কালিম্পং, দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে । উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । আরও তিনদিন রাতের তাপমাত্রা একই রকম থাকবে । এবার দিনের তাপমাত্রা ঊর্ধ্বগামী হবে ।

শুনে নিন রাজ্যে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কী বলছেন আলিপুর হাওয়া অফিসের উপঅধিকর্তা

আগামি তিনদিন দিনের তাপমাত্রা এক থেকে দু'ডিগ্রি বাড়ার সম্ভাবনা থাকছে । তবে কোনওরকম সতর্কবার্তা নেই । বসন্ত চলে গিয়ে দুয়ারে গ্রীষ্ম । মৌসম ভবন জানাচ্ছে, এ বছর মার্চ থেকে মে মাস পর্যন্ত তেমন প্রাণান্তকর গরম পড়বে না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.