ETV Bharat / state

West Bengal Corona : রাজ্যে  সংক্রমণ ও মৃত্যু কমল অনেকটাই

করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখীই ৷ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমল অনেকটাই ৷ এদিকে বাড়ছে সুস্থতার হারও ৷ বর্তমানে রাজ্যে সুস্থতার হার 97.83 শতাংশ ৷ তবে কলকাতাতে কিছুটা বেড়েছে সংক্রমণ ৷

REPORT
West Bengal Corona update
author img

By

Published : Jun 9, 2021, 10:29 PM IST

Updated : Jun 9, 2021, 10:50 PM IST

কলকাতা, 9 জুন: করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখীই ৷ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমল অনেকটাই ৷ এদিকে বাড়ছে সুস্থতার হারও ৷ বর্তমানে রাজ্যে সুস্থতার হার 97.83 শতাংশ ৷ তবে, কলকাতাতে কিছুটা বেড়েছে সংক্রমণ ৷

আরও পড়ুন:কোভিড মোকাবিলায় নতুন রূপে আসানসোলের বার্লিংটন হাসপাতাল

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 5 হাজার 384 জন ৷ গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 5 হাজার 427 জন ৷ একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 95 জনের ৷ গতকাল সংখ্যাটি ছিল 98 ৷ গত 24 ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 10 হাজার 512 জন ৷ উত্তর 24 পরগনায় কমছে আক্রান্তের সংখ্যা ৷ তবে কলকাতায় বেড়েছে আক্রান্তের সংখ্যা । এদিন উত্তর 24 পরগনা জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 996 জন ৷ মৃত্যু হয়েছে 20 জনের ৷ মহানগরীতে আক্রান্তের সংখ্যা গত 24 ঘণ্টায় 547 জন ৷ মৃতের সংখ্যা 17 জন ৷

কলকাতা, 9 জুন: করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখীই ৷ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমল অনেকটাই ৷ এদিকে বাড়ছে সুস্থতার হারও ৷ বর্তমানে রাজ্যে সুস্থতার হার 97.83 শতাংশ ৷ তবে, কলকাতাতে কিছুটা বেড়েছে সংক্রমণ ৷

আরও পড়ুন:কোভিড মোকাবিলায় নতুন রূপে আসানসোলের বার্লিংটন হাসপাতাল

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 5 হাজার 384 জন ৷ গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 5 হাজার 427 জন ৷ একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 95 জনের ৷ গতকাল সংখ্যাটি ছিল 98 ৷ গত 24 ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 10 হাজার 512 জন ৷ উত্তর 24 পরগনায় কমছে আক্রান্তের সংখ্যা ৷ তবে কলকাতায় বেড়েছে আক্রান্তের সংখ্যা । এদিন উত্তর 24 পরগনা জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 996 জন ৷ মৃত্যু হয়েছে 20 জনের ৷ মহানগরীতে আক্রান্তের সংখ্যা গত 24 ঘণ্টায় 547 জন ৷ মৃতের সংখ্যা 17 জন ৷

Last Updated : Jun 9, 2021, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.