ETV Bharat / state

Corona in Bengal : আজ ফের ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যুও

author img

By

Published : Sep 10, 2021, 8:59 PM IST

Updated : Sep 11, 2021, 6:28 AM IST

সবমিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 15 লাখ 55 হাজার 405 ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 766 জন ৷ বর্তমানের সুস্থতার হার 98.28 শতাংশ ৷

Corona
Corona

কলকাতা, 10 সেপ্টেম্বর : বৃহস্পতিবার কিছুটা কমেছিল দৈনিক সংক্রমণ ৷ কিন্তু, আজ করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী ৷ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 753 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 724 ৷ গতকালের তুলনায় টেস্টও বেশি হয়েছে ৷ দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে ৷ গতকাল মৃত্যু হয়েছিল 8 জনের ৷ আজ সেখানে তা বেড়ে 14-তে পৌঁছেছে ৷

সবমিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 15 লাখ 55 হাজার 405 ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 766 জন ৷ বর্তমানের সুস্থতার হার 98.28 শতাংশ ৷ সবমিলিয়ে করোনামুক্ত হয়েছেন 15 লাখ 28 হাজার 633 জন ৷ রাজ্যে এখন সক্রিয় আক্রান্তের সংখ্যা 8 হাজার 219 ৷

আরও পড়ুন, Corona Update India : 35 হাজারের নিচে দৈনিক সংক্রমণ

আজ মোট 40 হাজার 634টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ সবমিলিয়ে রাজ্যে 1 কোটি 73 লাখ 93 হাজার 849টি নমুনা পরীক্ষা হয়েছে ৷ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 3 লাখ 39 হাজার 129 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 1 লাখ 60 হাজার 652 জন ৷ সবমিলিয়ে ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন 3 কোটি 27 লাখ 60 হাজার 573 জন ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 1 কোটি 29 লাখ 97 হাজার 132 জন ৷

রাজ্যের মধ্যে দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে কলকাতাকে টপকে গিয়েছে উত্তর 24 পরগনা ৷ এখানে 129 জন আক্রান্ত হয়েছেন ৷ এরপরই রয়েছে কলকাতা ৷ এই জেলায় নতুন আক্রান্তের সংখ্যা 127 ৷

কলকাতা, 10 সেপ্টেম্বর : বৃহস্পতিবার কিছুটা কমেছিল দৈনিক সংক্রমণ ৷ কিন্তু, আজ করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী ৷ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 753 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 724 ৷ গতকালের তুলনায় টেস্টও বেশি হয়েছে ৷ দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে ৷ গতকাল মৃত্যু হয়েছিল 8 জনের ৷ আজ সেখানে তা বেড়ে 14-তে পৌঁছেছে ৷

সবমিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 15 লাখ 55 হাজার 405 ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 766 জন ৷ বর্তমানের সুস্থতার হার 98.28 শতাংশ ৷ সবমিলিয়ে করোনামুক্ত হয়েছেন 15 লাখ 28 হাজার 633 জন ৷ রাজ্যে এখন সক্রিয় আক্রান্তের সংখ্যা 8 হাজার 219 ৷

আরও পড়ুন, Corona Update India : 35 হাজারের নিচে দৈনিক সংক্রমণ

আজ মোট 40 হাজার 634টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ সবমিলিয়ে রাজ্যে 1 কোটি 73 লাখ 93 হাজার 849টি নমুনা পরীক্ষা হয়েছে ৷ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 3 লাখ 39 হাজার 129 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 1 লাখ 60 হাজার 652 জন ৷ সবমিলিয়ে ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন 3 কোটি 27 লাখ 60 হাজার 573 জন ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 1 কোটি 29 লাখ 97 হাজার 132 জন ৷

রাজ্যের মধ্যে দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে কলকাতাকে টপকে গিয়েছে উত্তর 24 পরগনা ৷ এখানে 129 জন আক্রান্ত হয়েছেন ৷ এরপরই রয়েছে কলকাতা ৷ এই জেলায় নতুন আক্রান্তের সংখ্যা 127 ৷

Last Updated : Sep 11, 2021, 6:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.