- রাজ্যে এখনও পর্যন্ত ভোটের হিংসার বলি 18 ৷ মুর্শিদাবাদ জেলায় 5 জন, উত্তর দিনাজপুরে 4 জন কোচবিহারে 3 জন, পূর্ব বর্ধমানে 2 জন, মালদা 2 জন এবং নদিয়া ও দক্ষিণ 24 পরগনায় 1 জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে ৷
- ভোট পরবর্তী হিংসা অন্ডালের কাজোড়াতে ৷ ভাঙচুর করা হল তৃণমূল কংগ্রেস প্রার্থীর গাড়ি ও তাঁর বাড়িতে ঢুকে মারধর করা হল প্রার্থীর ভাইকে । আশংকাজনক অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রার্থীর ভাইকে ভর্তি করা হয়েছে । অভিযোগের তির সিপিএমের দিকে । তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম চন্দন সিং ।
- রাজ্যজুড়ে বিকেল 5টা পর্যন্ত ভোটদানের হার 66.28 শতাংশ ৷ শতাংশের হিসেবে জেলাভিত্তিক ভোটদানের হার - আলিপুরদুয়ার - 63.11, দক্ষিণ দিনাজপুর - 61.93, কোচবিহার - 63.84, জলপাইগুড়ি - 62.24, উত্তর দিনাজপুর - 56.87, মুর্শিদাবাদ - 65.95, মালদা - 63.44, পশ্চিম মেদিনীপুর - 79.15, পুরুলিয়া - 59.85, বাঁকুড়া 59.83, বীরভূম - 68.88, ঝাড়গ্রাম - 64.26, হুগলি - 65.43, হাওড়া - 67.58, উত্তর 24 পরগনা - 67.88, পশ্চিম বর্ধমান - 65.85, নদিয়া - 68.72, দক্ষিণ 24 পরগনা - 65.40, পূর্ব মেদিনীপুর - 67.23, পূব বর্ধমান 68.90, কালিম্পং - 56.49 ৷
- পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের রিয়েল কাজরা হিন্দি ফ্রি প্রাইমারি স্কুলে শাসকদলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ এনে সিপিএম প্রার্থী ব্যালট বাক্স নিয়ে পালিয়ে গেলেন ৷ পরে বিশাল পুলিশ বাহিনী এসে ওই এলাকা নিয়ন্ত্রণে আনে ৷ যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷
- সুকান্ত মজুমদারকে ফোন করে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সন্ধে 7.15 নাগাদ ফোন করেন তিনি ৷ এর আগে সুকান্তকে ফোন করে খোঁজ নেন জেপি নাড্ডা ৷ এই নিয়ে রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷
- নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে গ্রেফতারের দাবিতে শিলিগুড়িতে বিক্ষোভ দেখাল বিজেপি ৷ পোড়ানো হল কুশপুতুল ৷
- বাঁশ নিয়ে রাস্তায় নামলেন মহিলারা ৷ ভোট লুট করতে গিয়ে সিপিএম কর্মীদের হাতে ধরা পড়লেন তৃণমূল কাউন্সিলারের ছেলে, তাঁকে আটক করেছে পুলিশ । ঘটনা তারকেশ্বর থানার বালিগরী এলাকার 22 নং বুথের ।
- কাঁকসার আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের বিহারপুর গ্রামে ভোট চলাকালীন তৃণমূল কংগ্রেসের সভাপতি তারক বাউরী তাঁর নিজের গাড়িতে করে ভোটের খবর নিতে আসেন । তাঁর গাড়িতে আরও দু-তিন জন তৃণমূল কর্মী ছিলেন । তাঁর অভিযোগ, সেই সময় সিপিআইএমের বেশ কয়েকজন তাঁর গাড়িতে ভাঙচুর চালান এবং পরে তাতে আগুন লাগিয়ে দেন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এবং বিশাল পুলিশ বাহিনী ।
- সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আগামিকাল মিছিল । তারা আদালতের দ্বারস্থ হবেন ৷
- কালিম্পংয়ে বিরোধী জোটপ্রার্থী ইমানুয়েল লেপচার উপর হামলার অভিযোগ অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ভাঙচুর চালানো হয় তাঁর বাড়ি ও গাড়িতে । আহত হয়েছেন প্রার্থীর মেয়েও । ইমানুয়েল লেপচা কালিম্পংয়ের ভালুখুপ গ্রাম পঞ্চায়েতের বিরোধী প্রার্থী ৷
- 61 হাজার বুথের মধ্যে 60টিতে ঘটনা ঘটেছে ৷ কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করেছে ৷ সাংবাদিক সম্মেলনে অভিযোগ তৃণমূল কংগ্রেসের ৷
- পঞ্চায়েত ভোটকে প্রহসনে পরিণত করার অভিযোগে পথে নামল বামফ্রন্ট । মিছিল শুরু হল কলকাতা জেলা সিপিএম দফতরের সামনে থেকে । মিছিলেন নেতৃত্বে রয়েছেন বিমান বসু, মহম্মদ সেলিম ও সূর্যকান্ত মিশ্র ৷
- আলিপুরদুয়ারে ব্যালট পেপার ছিনিয়ে পালিয়ে যাওয়ায় ভোট বন্ধ আলিপুরদুয়ার-1 নং ব্লকের পররপার গ্রাম পঞ্চায়েতের 12/95 নং বুথে ৷ জানা যায়, প্রায় 2 ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ । এখানে 949 জন ভোটারের মধ্যে 50% ভোট পড়েছে । অভিযোগ, তৃণমূলের দিকে । ঘটনাস্থলে আলিপুরদুয়ার থানার পুলিশ বাহিনী ।
- বিকেল 3টে পর্যন্ত গোটা রাজ্যে ভোট পড়েছে 50.52 শতাংশ ৷
- মুর্শিদাবাদের নওদার মধুপুরে 61 বছরের একজন কংগ্রেস কর্মী ভোট দিতে গেলে বোমা মেরে তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠল ৷ কাঠগড়ায় তৃণমূল । আহত হয়েছেন অনেকে ৷ হাসপাতালে আহতদের দেখতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷
- কাঁকসা ব্লকের আমলাজোড়া পঞ্চায়েতের 151 নম্বর বুথে ব্যালট ভাঙচুর করে পুকুরের জলে ফেলে দেওয়া হয় ৷ সংঘর্ষ বাঁধে সিপিআইএম ও তৃণমূলের মধ্যে ৷ অসুস্থ ও আতঙ্কিত প্রিসাইডিং অফিসার ।
- দেগঙ্গার বেড়াচাঁপা 1নং পঞ্চায়েতের বেলপুর বেলডাঙা এফপি হাইস্কুলে 136 নম্বর বুথে ভোট চলাকালীন ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে । ব্যাপক ভাঙচুর চালানো হয় ভোটগ্রহণ কেন্দ্রে । এমনকী ব্যালট পেপার পুড়িয়ে দিয়ে জলে ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে শাসকদলের বিরুদ্ধে । প্রাণ বাঁচাতে বুথ ছেড়ে পালিয়ে যান ভোটকর্মীরা । মুহুর্মুহু চলে বোমাবাজি ।
- ভোটে হিংসার প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে যেতে গিয়ে আটক হলেন বেশ কয়েকজন বিজেপি কর্মী ৷ আর কিছুক্ষণের মধ্যে বামফ্রন্টের মিছিল শুরু হবে । সেই মিছিলও যাবে রাজ্য কমিশনের দফতরের দিকে ৷
- বীরভূমে আক্রান্ত ইটিভি ভারতের সাংবাদিক অভিষেক দত্ত রায় ৷ তাঁর চশমা ভেঙে দেওয়া হল ৷
- পুলিশের সামনেই বাদুড়িয়ার একটি বুথে ফিল্মি কায়দায় ঢুকে দেদার চলল ছাপ্পা ভোট । অভিযোগের তির সিপিএমের দিকে ৷
- রাজভবন থেকে বেরোলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তাঁর দক্ষিণ 24 পরগনায় যাওয়ার কথা থাকলেও সেই কর্মসূচি বাতিল করে তিনি যাচ্ছেন উত্তর 24 পরগনা জেলায় ৷
- অশোকনগর 92 নম্বর বুথ রাজীবপুর এভি হাইস্কুলে বিজেপি এজেন্টকে মেরে বুথ দখল হয়েছে বলে অভিযোগ ।
- মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন কী বাধ্যবাধকতা আছে যে তিনি বাংলায় খুন, অগ্নিসংযোগ, নৈরাজ্য ছাড়া কোনও নির্বাচনে বিশ্বাস করেন না ? টুইটে এই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷
- সিসিটিভি ক্যামেরা ভেঙে বুথ দখল ও ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া 1 নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের হরিণকোল গ্রামের 46 নম্বর বুথে ৷ গ্রামবাসীদের দাবি, তৃণমূলের দুষ্কৃতী বাহিনী বোমাবাজি ও গুলি চালিয়ে বুথের দখল নেয় ৷ গুলিবিদ্ধ হন এক কংগ্রেস কর্মী ৷ বোমায় আহত হন পাঁচ গ্রামবাসী ৷
- উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বুথ চত্বরে কংগ্রেস ও তৃণমুল কংগ্রেসের মধ্যে সংঘর্ষে মৃত্যু হল তৃণমূল কংগ্রেস প্রার্থীর ।
- লালগোলায় ভোট লুঠে বাধা দিলে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হল সিপিএম কর্মীকে ৷
- বেলা একটা পর্যন্ত ভোট পড়েছে 36.66 শতাংশ ৷
- কাটোয়ায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে । নিহত তৃণমূল কর্মীর নাম গৌতম রায় । ঘটনার জেরে কাটোয়ার নন্দীগ্রাম এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ।
- দিকে দিকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও আরামবাগে উলটো ছবি । তির-ধনুক নিয়ে বুথ দখল করার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে । আরামবাগের তিরোল পঞ্চায়েতের কীর্তি চন্দ্রপুরের 40 নং বুথের ঘটনা । যদিও সিপিএমের অভিযোগ, তৃণমূলের দলবল বুথ দখল করার চেষ্টা করছিল । সেটাই আটকেছেন গ্রামের মানুষ ।
- পশ্চিম মেদিপুরের গড়বেতায় ব্যালট বাক্স ভাঙার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ৷
- নির্দল ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের জেরে বন্ধ হল ভোটগ্রহণ । আরামবাগের হিয়াৎপুরের 266 ও 266 কে/এ বুথের ঘটনা । দুপক্ষের মধ্যে চলে ব্যাপক বোমাবাজি ও গুলি । পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । মূলত বুথ দখলকে কেন্দ্র করে চলে সংঘর্ষ । সংঘর্ষের ফলে আহত হন বুথের এক প্রিসাডিং অফিসার । এরপর ভোটগ্রহণ বন্ধ করে দেয় পুলিশ ।
- এখনও পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের কন্ট্রোলরুমে মেইল-এর মাধ্যমে এসেছে 900টি অভিযোগ এবং ফোনে এসেছে 277 টি অভিযোগ ৷
- এ বার বাসন্তীতে খুন হলেন তৃণমূল কর্মী ৷
- তৃণমূল প্রার্থীর ভাইকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েতে বহরণগঞ্জ এলাকায় । তৃণমূল ও নির্দল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় । আহত তৃণমূল কর্মীর নাম সামিম আক্তার ।
- সাঁকরাইল ব্লক এলাকার মহিয়ারী অঞ্চলের মণিহারপুর প্রাথমিক বিদ্যালয়ের 182 নম্বর বুথে বিজেপির নির্বাচনী এজেন্টকে মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে ।
- আবারও উত্তেজনা রানিগঞ্জে ৷ চলবলপুরে 33 নম্বর বুথ ভাঙচুর করল বহিরাগতরা ৷
- রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার বিরুদ্ধে খুনের মামলা রুজু করার আবেদন জানালেন কৌস্তভ বাগচী । হিংসার ঘটনার প্রেক্ষিতে রাজীবা সিনহাকে ফোন করেন শুভেন্দু অধিকারী ৷
- দত্তপুকুরের কদম্বগাছির পীরগাছাতে নির্দল প্রার্থীর সমর্থককে খুন করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে । প্রথমে পরিবার দাবি করে আবদুল্লাহ মারা গিয়েছেন । যদিও হাসপাতাল সুপার সুব্রত মণ্ডল দাবি করেন, তিনি মারা যাননি । বেঁচে রয়েছেন । মাথায় গুরুতর আঘাত রয়েছে ।
- আবারও হিংসার বলি এক ৷ এ বার পিটিয়ে খুন এক তৃণমূল কর্মীকে ৷ আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও 15 জন । ঘটনাটি নদিয়ার চাপড়া থানার কল্যাণদহ এলাকার । মৃত তৃণমূল কর্মীর নাম হামজাদ আলি হালসানা, বয়স আনুমানিক 30 বছর ।
- জগৎবল্লভপুর ব্লকের বর্গাছিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 73 এবং 74 নম্বর বুথ দখল করে ছাপ্পা মারার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । অভিযোগ জানালেন আইএসএফ কর্মী সমর্থকরা । গ্রামবাসীরা ভোট দিতে গেলে বাধা দেওয়া হয় বল অভিযোগ । পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে জমায়েত সরিয়ে দেয় । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
- ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদে ব্যালট বাক্সই জলে ফেলে দিলেন বিজেপি সমর্থিত গ্রামবাসীরা । আরামবাগের ধামসা এলাকার ঘটনা । দুটি ব্যালট বাক্স ভাসছে জলে । বিজেপির অভিযোগ, 141 নং বুথে ঢুকে তৃণমূল কর্মী সমর্থকরা ছাপ্পা দেন । আর তার জেরেই শুরু হয় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ । পরে বুথে থাকা দুটি ব্যালট বাক্স তুলে নিয়ে গিয়ে জলে ফেলে দেন বিজেপি সমর্থকরা ৷ তাঁদের অভিযোগ, বুথে নেই কোনও সশস্ত্র বাহিনী । যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে ।
- 822-এর মধ্যে এখনও পর্যন্ত রাজ্যে এসে পৌঁছেছে 650 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷
- বেলা 11টা পর্যন্ত ভোট পড়ল 22.60 শতাংশ ৷ জানিয়েছে নির্বাচন কমিশন ৷
- "অগ্নিনির্বাপন পরিস্থিতিতে আপনারা লড়াই করছেন এবং অভিযোগের সমাধানে আপনারা সকলেই গুরুতরভাবে ব্যস্ত আছেন । এখন আপনাদের বিরক্ত করছি । আমাদের জেলাগুলি থেকে অবিলম্বে একটি তথ্য দরকার - বুথের নাম যেখানে সিএপিএফ মোতায়েন করা হয়েছে এবং অবস্থানে আছে কি না । অনুগ্রহ করে তালিকাটিকে সংবেদনশীল এবং অ-সংবেদনশীল বিভাগে ভাগ করুন । আমাদের মোতায়েন শক্তির প্রয়োজন নেই ।" জেলাশাসক এবং পুলিশ সুপারদের ও পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারদের জরুরি বার্তা পাঠাল রাজ্য নির্বাচন কমিশন ।
- সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 10.26 শতাংশ ৷
- পঞ্চায়েত নির্বাচনে উত্তপ্ত ভাঙড় ৷ ছয়ানিতে বল ভেবে খেলতে গিয়ে আহত হল দুই শিশু। একজনের বয়স 7 ও আর অন্যজনের বয়স 4।
- আমডাঙার রাহানা 80, 81 এবং 82, নম্বর বুথে ভোটারদের ঢুকতে বাধা। অভিযোগের তীর তৃণমূলের দিকে । ঘটনার জেরে রাহানায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ আই এস এফ কর্মী সমর্থকদের।
- মুর্শিদাবাদে তিন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি কোচবিহারে বিজেপির পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে ৷
- নবদ্বীপ ব্লকের মহিশুরা এলাকায় 218 ও 219 নম্বর বুথে বিজেপির এজেন্টকে মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।
- শেখ সুফিয়ানকে ভোট দিতে না-দেওয়ায় বিক্ষোভ ৷
- পঞ্চায়েতের প্রথম বলি মালদায়। সাত সকালে ভোটকেন্দ্রের বাইরে বোমা-গুলি। মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মী শেখ মালেকের (40)।
- ভরতপুর 1 নম্বর ব্লকের সৈয়দকূলুট গ্ৰামে 96 ও 97 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ, গ্রামবাসীর ৷
- ভোটের দিন সকালে ফের খুন মুর্শিদাবাদে। তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ।
- ভোটের দিনও হিংসার বলি তৃণমূলের বিক্ষুব্ধ নির্দল প্রার্থীর সমর্থক। কদম্বগাছিতে বাঁশ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ।
- কেশিয়াড়ি 18 নম্বর বুথে ব্যালট বক্সের পাশে বিষধর সাপ! দেরি করে শুরু হল ভোট গ্রহণ ৷
- কেন্দ্রীয় বাহিনী বুথে না-আসায় দেগঙ্গা ব্লকের ঝিকরা-1 নম্বর পঞ্চায়েতের, ঝিকরা এফপি স্কুলে ভোট কর্মীদের ভিতরে রেখে গেটে তালা মেরে দিলেন গ্রামবাসীরা।
- ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকে নেতড়া অঞ্চলের 5 নম্বর বুথ এলাকায় শাসকদলের হাতে পিস্তল, বোমা নিয়ে এলাকায় তাণ্ডব করছে বলে অভিযোগ ৷
- ভোট শুরুর আগেই গুলি চলল আরামবাগে। অভিযোগ, আরামবাগের সাতমাসা এলাকায় নির্দল প্রার্থীর এজেন্টকে লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল। গুলি লাগে তাঁর ডান পায়ে। আক্রান্ত এজেন্টের নাম কায়মুদ্দিন মল্লিক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে।
- পাণ্ডবেশ্বরে হরিপুরের 32 নম্বর বুথের বিজেপি প্রার্থী বিকি চৌরাসিয়াকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ মারধর করা হয় বিজেপি প্রার্থীর বাবাকেও বলে অভিযোগ ৷
- বোমা বাঁধতে গিয়ে রেজিনগরে কংগ্রেস কর্মীর মৃত্যু। মৃতের নাম ইয়াসিন শেখ। জানা গিয়েছে তাঁর বাড়ি তেঘড়ি নাজিরপুরে।
- নদিয়া যাওয়ার পথে কল্যাণী এক্সপ্রেসওয়ে থামল রাজ্যপালের কনভয়। বাম ও বিজেপি কর্মীরা রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে কথা বলেন। তাঁদের দাবি, শাসক শিবিরের অত্যাচার এবং প্রশাসনের অ-সহযোগিতায় তাঁরা সুষ্ঠুভাবে ভোট করাতে পারছেন না।
- নির্বাচনের ডিউটি করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মীর মৃত্যু মালদায় ।
- পুরাতন মালদায় অস্ত্রের কোপে রক্তাক্ত বিজেপি কর্মী ৷
- কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের বৈরাগীর হাট গ্রাম পঞ্চায়েতের 5/66 নং বুথে বিজেপির প্রার্থী ও এজেন্ট-সহ বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
সন্ত্রাসের আবহে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ৷ শুক্রবার সন্ধ্যে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর মিলছে ৷ ভোটের দিনও প্রাণহানির খবর ৷ তবে এবারের পঞ্চায়েত ভোটের দামামা বাজার আগেই কোচবিহারের দিনহাটা বারবার উত্তপ্ত হয়ে উঠেছে ৷ শনিবারের পঞ্চায়েত নির্বাচন যে কোনও আকার নিতে পারে, সে নিয়ে এখন থেকেই কমিশনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। উল্লেখ্য, রাজ্যের মোট 22টি জেলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। জেলা পরিষদ স্তরের ভোট হচ্ছে 20টিতে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে দু'টি স্তরে-গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে।