ETV Bharat / state

WBJEE 2024: রাজ্য জয়েন্টের দিন ঘোষণা, বিজ্ঞপ্তি জারি করে জানাল বোর্ড

সমস্ত তথ্য জানার জন্য বোর্ডের ওয়েবসাইট ও পেজে নজর রাখতে বলা হয়েছে । বোর্ডের ওয়েবসাইটগুলি হল www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in। সেখানেই পরবর্তী সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 9:13 PM IST

Updated : Nov 1, 2023, 10:23 PM IST

কলকাতা, 1 নভেম্বর: রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড । বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ডের (ডব্লিউবিজেইইবি) তরফে জানিয়ে দেওয়া হয়েছে, 28 এপ্রিল রবিবার রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ।

2024 সালে লোকসভা নির্বাচন । তাকে সামনে রেখে আগেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন এগিয়ে আনা হয়েছিল । তবে জয়েন্ট কবে তা জানায়নি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড । অবশেষে বোর্ডের তরফে বিজ্ঞপ্তি দিয়ে সেই দিনই ঘোষণা করা হল । ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘‘পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি, আর্কিটেকচার কোর্সে ভর্তি হওয়ার পরীক্ষা ডব্লিউবিজেইই 2024 আগামী 28 এপ্রিল, রবিবার নেওয়া হবে।’’

এছাড়াও অন্যান্য সমস্ত তথ্য জানার জন্য বোর্ডের ওয়েবসাইট ও পেজে নজর রাখতে বলা হয়েছে ছাত্র-ছাত্রীদের । বোর্ডের ওয়েবসাইটগুলি হল www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in। সেখানেই পরবর্তী সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে । প্রসঙ্গত, চলতি বছরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নকল রুখতে বেশকিছু কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে । মোবাইলের পাশাপাশি যে কোনও ইলেক্ট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না পরীক্ষার্থীরা । পাশাপাশি আরএফআইডির মাধ্যমেও নজরদারি চালানো হবে ।

WBJEE
রাজ্য জয়েন্টের দিন ঘোষণা

চলতি বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল 30 এপ্রিল । পরীক্ষার ফল প্রকাশিত হয় 26 মে । ফলপ্রকাশের দেড় মাসের মধ্যে কাউন্সেলিং হয় ছাত্রছাত্রীদের । 2023 সালে রাজ্য সরকার আয়োজিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেছিলেন প্রায় 28 হাজার পরীক্ষার্থী । উল্লেখ্য, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে জয়েন্ট এন্ট্রান্সে র‍্যাংক থাকা জরুরি । র‍্যাংক দেখেই কলেজগুলিতে ভর্তি হতে হয় পড়ুয়াদের ।

আরও পড়ুন: দরকার নেই জয়েন্ট এন্ট্রান্সের, বিজ্ঞান নিয়ে পড়লেই ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রাজ্যে

কলকাতা, 1 নভেম্বর: রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড । বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ডের (ডব্লিউবিজেইইবি) তরফে জানিয়ে দেওয়া হয়েছে, 28 এপ্রিল রবিবার রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ।

2024 সালে লোকসভা নির্বাচন । তাকে সামনে রেখে আগেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন এগিয়ে আনা হয়েছিল । তবে জয়েন্ট কবে তা জানায়নি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড । অবশেষে বোর্ডের তরফে বিজ্ঞপ্তি দিয়ে সেই দিনই ঘোষণা করা হল । ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘‘পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি, আর্কিটেকচার কোর্সে ভর্তি হওয়ার পরীক্ষা ডব্লিউবিজেইই 2024 আগামী 28 এপ্রিল, রবিবার নেওয়া হবে।’’

এছাড়াও অন্যান্য সমস্ত তথ্য জানার জন্য বোর্ডের ওয়েবসাইট ও পেজে নজর রাখতে বলা হয়েছে ছাত্র-ছাত্রীদের । বোর্ডের ওয়েবসাইটগুলি হল www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in। সেখানেই পরবর্তী সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে । প্রসঙ্গত, চলতি বছরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নকল রুখতে বেশকিছু কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে । মোবাইলের পাশাপাশি যে কোনও ইলেক্ট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না পরীক্ষার্থীরা । পাশাপাশি আরএফআইডির মাধ্যমেও নজরদারি চালানো হবে ।

WBJEE
রাজ্য জয়েন্টের দিন ঘোষণা

চলতি বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল 30 এপ্রিল । পরীক্ষার ফল প্রকাশিত হয় 26 মে । ফলপ্রকাশের দেড় মাসের মধ্যে কাউন্সেলিং হয় ছাত্রছাত্রীদের । 2023 সালে রাজ্য সরকার আয়োজিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেছিলেন প্রায় 28 হাজার পরীক্ষার্থী । উল্লেখ্য, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে জয়েন্ট এন্ট্রান্সে র‍্যাংক থাকা জরুরি । র‍্যাংক দেখেই কলেজগুলিতে ভর্তি হতে হয় পড়ুয়াদের ।

আরও পড়ুন: দরকার নেই জয়েন্ট এন্ট্রান্সের, বিজ্ঞান নিয়ে পড়লেই ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রাজ্যে

Last Updated : Nov 1, 2023, 10:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.