কলকাতা, 17 ডিসেম্বর : প্রাথমিক শিক্ষায় দেশের শীর্ষে বাংলা ৷ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের তরফে পশ্চিমবঙ্গকে এই সম্মান দেওয়া হয়েছে (West Bengal is Number One in Primary Education) ৷ ফলে কলকাতা পৌরভোটের আগে রাজ্য সরকারের মুকুটে ফের একটি স্বীকৃতি যুক্ত হল ৷ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই টুইটে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষক, শিক্ষাকর্মী এবং অভিভাবকদের ৷
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক পরামর্শদাতা পরিষদের (Economic Advisory Council of Prime Minister) যে সাম্প্রতিক রিপোর্ট তৈরি করা হয়েছে ৷ সেখানে 41টি পয়েন্ট এবং পাঁচটি প্যারামিটার বিশ্লেষণ করা হয়েছে ৷ শিক্ষার পরিকাঠামো, সুযোগ, মৌলিক স্বাস্থ্য, শিক্ষার ফলাফল এবং পরিচালন ব্যবস্থা ৷ এই পাঁচটি মানদণ্ডে বিচার বিশ্লেষণ করেই রাজ্যকে সেরা হিসাবে বেছে নেওয়া হয়েছে (West Bengal Primary Education) ৷ এ দিন মূলত ছোট রাজ্য, বড় রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং উত্তর-পূর্বের রাজ্যকে আলাদা আলাদা ভাগ করে বিশ্লেষণ করা হয়েছে ৷ বড় রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ শীর্ষস্থান দখল করেছে ৷ এ ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রাপ্ত নম্বর প্রায় 58 শতাংশ ৷
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর টুইট করে রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মী এবং অভিভাবকদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ একইসঙ্গে প্রাথমিক শিক্ষার সঙ্গে জড়িত সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন তিনি ৷ রাজ্যের শিক্ষা দফতর সূত্রে খবর, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের রিপোর্টে পশ্চিমবঙ্গের এই স্বীকৃতি একটা বেনজির ঘটনা ৷
-
Great news for West Bengal!
— Mamata Banerjee (@MamataOfficial) December 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
We have secured the top rank among larger states on the 'Foundational Literacy & Numeracy Index'.
I congratulate all teachers, guardians & members of our Education Department for this outstanding achievement!https://t.co/BQPNUiQX9r
">Great news for West Bengal!
— Mamata Banerjee (@MamataOfficial) December 17, 2021
We have secured the top rank among larger states on the 'Foundational Literacy & Numeracy Index'.
I congratulate all teachers, guardians & members of our Education Department for this outstanding achievement!https://t.co/BQPNUiQX9rGreat news for West Bengal!
— Mamata Banerjee (@MamataOfficial) December 17, 2021
We have secured the top rank among larger states on the 'Foundational Literacy & Numeracy Index'.
I congratulate all teachers, guardians & members of our Education Department for this outstanding achievement!https://t.co/BQPNUiQX9r
আরও পড়ুন : Mamata Banerjee Slams BJP : লজ্জিত হওয়া উচিত, দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতির পর বিজেপিকে তোপ মমতার
একই সঙ্গে ছোট রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে কেরালা ৷ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সেরা লাক্ষাদ্বীপ ৷ উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে সেরা হয়েছে মিজোরাম ৷ 10 বছরের কম বয়সী ছাত্র-ছাত্রীদের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের রিপোর্টে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের শিক্ষার সুযোগ বড় রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি ৷ মোটের উপর যে ব়্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে, তাতে পশ্চিমবঙ্গ রয়েছে এক নম্বরে ৷ মৌলিক স্বাক্ষরতা এবং সংখ্যাসূচকের যে ব়্যাঙ্কিং তাতেও পশ্চিমবঙ্গ রয়েছে এক নম্বরে ৷
আরও পড়ুন : UNESCO Durga Puja : জগৎসভায় শ্রেষ্ঠ, দুর্গাপুজোকে স্বীকৃতি ইউনেসকো'র