ETV Bharat / state

পণ্য পরিবহণে রাজ্যে বাড়ল সেফ অ্যাক্সেল লোড, খুশি ট্রাকমালিকরা - ফিরহাদ হাকিম

দীর্ঘ দিনের দাবি মেনে নিল রাজ্য সরকার ৷ এ বার ট্রাকে পণ্য পরিবহণের ক্ষেত্রে সেফ অ্যাক্সেল লোড (Revised Safe Axle Weights for Goods Vehicles) বাড়াতে সবুজ সংকেত দিয়েছে রাজ্য পরিবহণ দফতর । অবিলম্বে এই নিয়ম চালু হবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

west bengal govt allows axel load for truck transportation
ট্রাকে পরিবহণে রাজ্যে বাড়ানো হল সেফ অ্যাক্সেল লোড
author img

By

Published : Jul 15, 2021, 11:11 AM IST

কলকাতা, 15 জুলাই: দীর্ঘ আন্দোলনের পর এ বার ট্রাকে পণ্য পরিবহণের ক্ষেত্রে সেফ অ্যাক্সেল লোড বাড়াতে সবুজ সংকেত দিল রাজ্য পরিবহণ দফতর । এই বিষয়ে পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, ট্রাকে পরিবহণের ক্ষেত্রে অবিলম্বে রাজ্যে রিভাইজড সেফ অ্যাক্সেল ওয়েট (Revised Safe Axle Weights for Goods Vehicles)
চালু করা হবে ।

ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গলের সব অপারেটর অ্যাসোসিয়েশনের তরফে দীর্ঘ সময় ধরে ট্রাকে পরিবহণের ক্ষেত্রে সেফ অ্যাক্সেল লোড বারবার দাবি করা হয়েছে । এ বার সেই দাবিকে মান্যতা দিল রাজ্য পরিবহণ দফতর । 2018 সালে কেন্দ্রীয় সরকারের তরফে এই নিয়মটিতে সংশোধন করে অন্যান্য রাজ্যে তা চালু করা হলেও, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নিয়মটি চালু হয়নি এতদিন ।

আরও পড়ুন: বিধিনিষেধে ফল, রাজ্যে একদিনে সংক্রমিত কমে 831

ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন যে, "আমাদের রাজ্যে অ্যাক্সেল লোড বাড়ানো হয়নি এতদিন । এরফলে রাজ্যের ট্রাক মালিকদের বিপুল টাকা লোকসান হচ্ছে । অবশেষে এই নতুন অ্যাক্সেল লোড চালু করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহণমন্ত্রীকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই । অন্যান্য রাজ্যে এই নিয়মটি অনেকদিন হল চালু হয়েছে । সেখানকার ট্রাকগুলি 25 শতাংশ বাড়তি পণ্য নিয়ে আমাদের রাজ্যে আসে । কিন্তু আমাদের রাজ্যের ট্রাক ব্যবসা এতদিন বঞ্চিত হচ্ছিল ।"

আরও পড়ুন: দেবাঞ্জন মামলায় কলকাতা পৌরনিগমকে 6 দফা প্রশ্ন করে চিঠি পুলিশের

কলকাতা, 15 জুলাই: দীর্ঘ আন্দোলনের পর এ বার ট্রাকে পণ্য পরিবহণের ক্ষেত্রে সেফ অ্যাক্সেল লোড বাড়াতে সবুজ সংকেত দিল রাজ্য পরিবহণ দফতর । এই বিষয়ে পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, ট্রাকে পরিবহণের ক্ষেত্রে অবিলম্বে রাজ্যে রিভাইজড সেফ অ্যাক্সেল ওয়েট (Revised Safe Axle Weights for Goods Vehicles)
চালু করা হবে ।

ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গলের সব অপারেটর অ্যাসোসিয়েশনের তরফে দীর্ঘ সময় ধরে ট্রাকে পরিবহণের ক্ষেত্রে সেফ অ্যাক্সেল লোড বারবার দাবি করা হয়েছে । এ বার সেই দাবিকে মান্যতা দিল রাজ্য পরিবহণ দফতর । 2018 সালে কেন্দ্রীয় সরকারের তরফে এই নিয়মটিতে সংশোধন করে অন্যান্য রাজ্যে তা চালু করা হলেও, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নিয়মটি চালু হয়নি এতদিন ।

আরও পড়ুন: বিধিনিষেধে ফল, রাজ্যে একদিনে সংক্রমিত কমে 831

ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন যে, "আমাদের রাজ্যে অ্যাক্সেল লোড বাড়ানো হয়নি এতদিন । এরফলে রাজ্যের ট্রাক মালিকদের বিপুল টাকা লোকসান হচ্ছে । অবশেষে এই নতুন অ্যাক্সেল লোড চালু করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহণমন্ত্রীকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই । অন্যান্য রাজ্যে এই নিয়মটি অনেকদিন হল চালু হয়েছে । সেখানকার ট্রাকগুলি 25 শতাংশ বাড়তি পণ্য নিয়ে আমাদের রাজ্যে আসে । কিন্তু আমাদের রাজ্যের ট্রাক ব্যবসা এতদিন বঞ্চিত হচ্ছিল ।"

আরও পড়ুন: দেবাঞ্জন মামলায় কলকাতা পৌরনিগমকে 6 দফা প্রশ্ন করে চিঠি পুলিশের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.