কলকাতা, 5 অগস্ট: আগের থেকে অনেকটাই ভালো আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । হাসপাতালের তরফে জানা গিয়েছে, তাঁর ফুসফুসে আর সংক্রমণ নেই ৷ আগের থেকে তিনি ভালো আছেন । আজই শেষ হচ্ছে অ্যান্টিবায়োটিকের কোর্স । আগামী সপ্তাহে তিনি ছুটি পেতে পারেন ৷ অন্যদিকে উডল্যান্ড হাসপাতালে আজ শনিবারই মেডিক্যাল বোর্ডের বৈঠক হবে । সেই বৈঠকে থাকতে পারেন সূর্যকান্ত মিশ্র-সহ সিপিএমের অন্যান্য নেতৃত্বরা ।
এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে ভরতি রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী । তাঁর শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই ভালো । প্রথমে তাঁকে ননইনভিসি ভেন্টিলেশনে রাখা হয়েছিল । কিন্তু পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়াতে তাঁকে ইন ভেন্সিভেন্টিনেশনে স্থানান্তরিত করা হয় । তাঁর রক্তচাপের পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে যায় । ফুসফুসের যে সংক্রমণ ছিল, সেটি দু’টি ফুসফুসেই থাকার কারণে অ্যান্টিবায়োটিকের ডোজ কোনোমতেই বাড়ানো যাচ্ছিল না ।
পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে । তাঁর জন্য চিকিৎসক কৌশিক চক্রবর্তীর তত্ত্বাবধানে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে । সেই বোর্ডেই রয়েছেন - ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সৌতিক পণ্ডা, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সুস্মিতা দেবনাথ, ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট সরোজ মণ্ডল, ইন্টারনাল মেডিসিন এবং পালমোনোলজিস্ট অংকন বন্দ্যোপাধ্যায়, ইন্টারনাল মেডিসিন ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ধ্রুব ভট্টাচার্য, অ্যানাস্থেসিওলজিস্ট আশিস পাত্র, জেনারেল ফিজিশিয়ান সপ্তর্ষি বসু এবং সোমনাথ মাইতি ।
আরও পড়ুন: সংক্রমণ নেই বললেই চলে, আগামী সপ্তাহে বাড়ি ফিরতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য
গত শনিবার হাসপাতালে ভরতি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ সিপিএম তথা তাঁর অনুগামীরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ৷ হাসপাতালে একে একে অনেকে গিয়েছিলেন তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ৷ শনিবারই গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ পরে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷