কলকাতা, 17 নভেম্বর : 2021 সালের বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিল BJP । অমিত শাহ-র 200 আসন জয়ের টার্গেট পূরণে নীল নকশা তৈরি করল BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব । কোন পথে বাংলায় 200 আসনে জয় আসবে, সেই বিষয়ে BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ বেশ কিছু পরিকল্পনা করেছেন ।
সূত্রের খবর, যে ক'টি সংখ্যালঘু অধ্যুষিত আসন আছে, সেইগুলিতে BJP-র সংখ্যালঘু মোর্চাকে বড় কর্মসূচি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর, দক্ষিণ 24 পরগনায় প্রতিটি বুথে BJP-র 10 জন কর্মীকে নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে । ওই কমিটিগুলিকে সংশ্লিষ্ট বুথ স্তরে সংগঠনের কাজ করার নির্দেশ দিয়েছেন বি এল সন্তোষ ।
BJP সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্ব এবার বাংলায় ফুলটাইম থাকবে । কৈলাস বিজয়বর্গীয়, অমিত মালব্য এবার রাজ্যের সমস্ত সাংগঠনিক কাজ খতিয়ে দেখবেন ।
আজকের বৈঠকে BJP-র IT সেলের প্রধান ও রাজ্যের সহকারি পর্যবেক্ষক অমিত মালব্য দলের সোশাল মিডিয়ায় অ্যাক্টিভিটি আরও বাড়াতে নির্দেশ দিয়েছেন । বৈঠকে তিনি এই বিষয়ে স্পষ্ট বার্তা দেন । যে ইশুতে আন্দোলন হবে, সেই বিষয়গুলি একেবারে বুথস্তর পর্যন্ত পৌঁছাতে হবে । এর জন্য কী কী কাজ করতে হবে, তার একটি রুট ম্যাপও তৈরি করে দিয়েছেন তিনি ।
BJP সূত্রে খবর, দলের 5 টি সাংগঠনিক জ়োনের জন্য 5 জন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে । হাওড়া, হুগলি ও মেদিনীপুর জ়োনের দায়িত্ব দেওয়া হয়েছে সুনীল দেওধরকে । রাঢ়বঙ্গ জ়োনের দায়িত্ব দেওয়া হয়েছে বিনোদ সোনকারকে । কলকাতা জ়োনের দায়িত্ব দেওয়া হয়েছে দুষ্মন্ত গৌতমকে । নবদ্বীপ জ়োনের দায়িত্ব দেওয়া হয়েছে বিনোদ তাউরেকে । উত্তরবঙ্গ জ়োনের দায়িত্বে হরিশ দ্বিবেদী ।
BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "ডিসেম্বর পর্যন্ত দলের কার্যসূচি স্থির হয়েছে । মূলত সাংগঠনিক বৈঠক । দলের বেশকিছু কার্যসূচি ঠিক হয়েছে । কেন্দ্রীয় নেতৃত্ব বেশ কিছু নির্দেশ দিয়েছেন । আমাদের বৈঠক 18-19 তারিখেও হবে । 2021-এর বিধানসভা নির্বাচনে 200 আসনের টার্গেট দিয়েছেন অমিত শাহ । সেই টার্গেট পূরণ করতেই কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের সাহায্য করছে ।"
BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনুপম হাজরা বলেন, " দলের কেন্দ্রীয় নেতৃত্ব বুথস্তরের উপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন । বুথ কর্মীরা আমাদের সম্পদ । 2021-এর বিধানসভা নির্বাচনে বুথের সংগঠনের উপর জোর দেওয়া হচ্ছে ।"