সাহাগঞ্জ, 22 ফেব্রুয়ারি : ভোটে গরম বাংলায় এখন কী সরকারি সভা... কী রাজনৈতিক সভা... সব যেন মিলেমিশে এক হয়ে গিয়েছে । তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঝে মধ্যেই দেখা গিয়েছে সরকারি মঞ্চ থেকে নাম না করে বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে । এবার বিজেপি । ফের একবার সরকারি মঞ্চে মিশে গেল রাজনীতির রং । রেলপ্রকল্পের উদ্বোধনের অনুষ্ঠানে পীয়ূষ গোয়েলের গলায় আজ প্রধানমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে শোনা গেল মোদির সোনার বাংলা গড়ার স্বপ্নের কথা ।
সোনার বাংলা কতটা রাজনৈতিক কতটা ভালোবাসার... সেই নিয়ে বিতর্ক থাকতেই পারে । কিন্তু বঙ্গভোটের রোজনামচায়, বিশেষ করে গেরুয়া শিবিরের পালে সোনার বাংলা স্লোগান নিঃসন্দেহে বাড়তি হাওয়া দিয়েছে । সেই কারণেই মোদি-শাহ-নাড্ডা থেকে শুরু করে বিজেপির বঙ্গ ব্রিগেডের প্রত্যেক নেতার মুখেই শোনা যাচ্ছে সোনার বাংলা গড়ার ডাক । আর গেরুয়া শিবিরের এই স্লোগান যথেষ্ট তাতাচ্ছে রাজ্যের শাসকদলকে ।
এই পরিস্থিতিতে আজ রেলের প্রকল্প উদ্বোধনের মঞ্চ থেকে পীয়ূষ গোয়েলের এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্য-রাজনীতির পর্যবেক্ষকরা ।
আরও পড়ুন : তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে মোদির মুখেও ‘বাংলার মেয়ে’-র প্রসঙ্গ
এর আগে মোদির রাজনৈতিক সভামঞ্চ থেকেও রেলের বেশ কিছু প্রকল্প আটকে থাকা নিয়ে রাজ্যকে বিঁধেছিলেন পীয়ূষ গোয়েল । বলেছিলেন, "রাজ্য সরকার আমাদের পর্যাপ্ত সাহায্য করে না । আমরা যখন জমির জন্য রাজ্য সরকারের কাছে বলি, তখন রাজ্য সরকার কোনও সাহায্য করে না । সেই কারণে রাজ্যে রেলের একাধিক প্রকল্প আটকে রয়েছে ।"
এদিকে আজ রেলের প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে থাকতে পারবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে আজ যদি তিনি রেল প্রকল্পের উদ্বোধনে থাকতেন, তবে রেলমন্ত্রীর এই ধরনের মন্তব্যের পর মমতা নিজের ধৈর্য ধরে রাখতেন... নাকি ফের একবার মঞ্চ থেকেই গর্জে উঠতেন তা বলা মুশকিল, এমনই বলছেন রাজনৈতিক পর্যবেক্ষরা ।