ETV Bharat / state

রাসবিহারী কেন্দ্রে মা ক্যান্টিনের উদ্বোধন - PARIVARTAN YATRA

মা রান্নাঘর ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নতুন প্রোজেক্ট ৷ যেখানে মাত্র 5 টাকায় মিলছে পেট ভরে ডিম-ভাত ৷ ভোটের মুখে ইতিমধ্যে ব্যাপক হইচই ফেলেছে মা-এর রান্নাঘর ৷

রাসবিহারী কেন্দ্রে মা ক্যান্টিন উদ্বোধন
রাসবিহারী কেন্দ্রে মা ক্যান্টিন উদ্বোধন
author img

By

Published : Feb 17, 2021, 7:47 PM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি : রাসবিহারী কেন্দ্রে মা ক্যান্টিন-এর উদ্বোধন করলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। দরিদ্র মানুষদের মুখে স্বল্পমূল্যে খাবার তুলে দেওয়ার জন্য সম্প্রতি এই ক্যান্টিনের কথা ঘোষণা করেছেন মমতা। তারপর কলকাতার বিভিন্ন প্রান্তে এই ক্যান্টিন চালু হয়েছে।

আরও পড়ুন : পেটপুজোতে কি ভরবে ভোটবাক্স !

চালু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়ও। ভাত, ডাল, তরকারি এবং ডিমের ঝোল সম্বলিত খাবারের থালি সাধারণ মানুষের হাতে তুলে দিলেন দক্ষিণ কলকাতার সাংসদ।

উদ্যোক্তারা জানিয়েছে, ভোটের সময় শুধু নয়, এখন থেকে বারো মাস গরিব মানুষদের জন্য এই খাবার দেওয়ার কাজ চলবে। যতক্ষণ খাবার থাকবে, আগে আসার ভিত্তিতে খাবার দেওয়া হবে মা ক্যান্টিন থেকে। ঘোষণামতো খাবারের দাম ধার্য হয়েছে মাত্র পাঁচ টাকা ।

কলকাতা, 17 ফেব্রুয়ারি : রাসবিহারী কেন্দ্রে মা ক্যান্টিন-এর উদ্বোধন করলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। দরিদ্র মানুষদের মুখে স্বল্পমূল্যে খাবার তুলে দেওয়ার জন্য সম্প্রতি এই ক্যান্টিনের কথা ঘোষণা করেছেন মমতা। তারপর কলকাতার বিভিন্ন প্রান্তে এই ক্যান্টিন চালু হয়েছে।

আরও পড়ুন : পেটপুজোতে কি ভরবে ভোটবাক্স !

চালু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়ও। ভাত, ডাল, তরকারি এবং ডিমের ঝোল সম্বলিত খাবারের থালি সাধারণ মানুষের হাতে তুলে দিলেন দক্ষিণ কলকাতার সাংসদ।

উদ্যোক্তারা জানিয়েছে, ভোটের সময় শুধু নয়, এখন থেকে বারো মাস গরিব মানুষদের জন্য এই খাবার দেওয়ার কাজ চলবে। যতক্ষণ খাবার থাকবে, আগে আসার ভিত্তিতে খাবার দেওয়া হবে মা ক্যান্টিন থেকে। ঘোষণামতো খাবারের দাম ধার্য হয়েছে মাত্র পাঁচ টাকা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.