- তোলাবাজ, সিন্ডিকেট প্রসঙ্গে মমতা মোদিকে আক্রমণ করে বলেন, সবথেকে বড় তোলাবাজ আপনি ৷ সিন্ডিকেট আর কেউ নয়, নরেন্দ্র মোদি ও অমিত শাহ ৷
সবথেকে বড় তোলাবাজ আপনি, মোদিকে আক্রমণ মমতার - তৃণমূল
15:51 March 07
মুখ্যমন্ত্রী হওয়ার পর বারবারই উত্তরবঙ্গে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অতীতেও উত্তরবঙ্গের মাটিতে পদযাত্রায় যোগ দিতে দেখা গিয়েছে তাঁকে । এবারও তাই । পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ পথে মমতা । শিলিগুড়ি মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত পদযাত্রা করছেন তিনি । আর এই পদযাত্রায় সবচেয়ে বড় চমক হিসেবে থাকবে মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি ।
15:46 March 07
- নারী সুরক্ষা নিয়ে ফের একবার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারে বিকেল 3টেয় মেয়েরা রাস্তায় বের হতে পারে না ৷
15:40 March 07
- সভায় বক্তব্য় রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হলেন তিনি ৷ কেন এলপিজি গ্যাসের দাম 900 টাকা হয়েছে,জবাব চাইলেন ৷ জানিয়ে দিলেন পরিবর্তন বাংলায় নয়, দিল্লিতে হবে ৷
14:57 March 07
- সভামঞ্চে বক্তব্য রাখছেন দোলা সেন ৷
14:51 March 07
- সভামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ৷
14:43 March 07
মিছিল থেকে স্লোগান উঠছে 'খেলা হবে' । প্রত্যেকের মুখে একটাই ধ্বনি 'বাংলা নিজের মেয়েকে চায়' ৷
14:21 March 07
- হাতে প্ল্যাকার্ড ও প্রতীকী সিলিন্ডার নিয়ে মিছিল করছেন মমতা ৷
14:11 March 07
- মমতার সঙ্গে রয়েছেন মিমি, নুসরত, দোলা সেন, কাকলি ঘোষদস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস ৷
14:09 March 07
- শিলিগুড়ি মোড় থেকে পদযাত্রা শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
13:45 March 07
- শিলিগুড়ি মোড়ে পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
13:44 March 07
- শিলিগুড়ি মোড়ে রয়েছেন অরূপ বিশ্বাস, গৌতম দেব ৷
13:06 March 07
- শিলিগুড়ি মোড়ে জমায়েত করেছেন দলের কর্মী-সমর্থকরা । মহিলাদের শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত বাতাস ৷ হাতে প্ল্যাকার্ড,তৃণমূলের পতাকা নিয়ে সিলিন্ডার নিয়ে প্রতিবাদে পথে নেমেছেন তাঁরা ৷
15:51 March 07
মুখ্যমন্ত্রী হওয়ার পর বারবারই উত্তরবঙ্গে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অতীতেও উত্তরবঙ্গের মাটিতে পদযাত্রায় যোগ দিতে দেখা গিয়েছে তাঁকে । এবারও তাই । পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ পথে মমতা । শিলিগুড়ি মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত পদযাত্রা করছেন তিনি । আর এই পদযাত্রায় সবচেয়ে বড় চমক হিসেবে থাকবে মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি ।
- তোলাবাজ, সিন্ডিকেট প্রসঙ্গে মমতা মোদিকে আক্রমণ করে বলেন, সবথেকে বড় তোলাবাজ আপনি ৷ সিন্ডিকেট আর কেউ নয়, নরেন্দ্র মোদি ও অমিত শাহ ৷
15:46 March 07
- নারী সুরক্ষা নিয়ে ফের একবার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারে বিকেল 3টেয় মেয়েরা রাস্তায় বের হতে পারে না ৷
15:40 March 07
- সভায় বক্তব্য় রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হলেন তিনি ৷ কেন এলপিজি গ্যাসের দাম 900 টাকা হয়েছে,জবাব চাইলেন ৷ জানিয়ে দিলেন পরিবর্তন বাংলায় নয়, দিল্লিতে হবে ৷
14:57 March 07
- সভামঞ্চে বক্তব্য রাখছেন দোলা সেন ৷
14:51 March 07
- সভামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ৷
14:43 March 07
মিছিল থেকে স্লোগান উঠছে 'খেলা হবে' । প্রত্যেকের মুখে একটাই ধ্বনি 'বাংলা নিজের মেয়েকে চায়' ৷
14:21 March 07
- হাতে প্ল্যাকার্ড ও প্রতীকী সিলিন্ডার নিয়ে মিছিল করছেন মমতা ৷
14:11 March 07
- মমতার সঙ্গে রয়েছেন মিমি, নুসরত, দোলা সেন, কাকলি ঘোষদস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস ৷
14:09 March 07
- শিলিগুড়ি মোড় থেকে পদযাত্রা শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
13:45 March 07
- শিলিগুড়ি মোড়ে পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
13:44 March 07
- শিলিগুড়ি মোড়ে রয়েছেন অরূপ বিশ্বাস, গৌতম দেব ৷
13:06 March 07
- শিলিগুড়ি মোড়ে জমায়েত করেছেন দলের কর্মী-সমর্থকরা । মহিলাদের শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত বাতাস ৷ হাতে প্ল্যাকার্ড,তৃণমূলের পতাকা নিয়ে সিলিন্ডার নিয়ে প্রতিবাদে পথে নেমেছেন তাঁরা ৷