ETV Bharat / state

দিলীপ ঘোষের ইস্তফা দাবি, হেস্টিংস কার্যালয়ে দফায় দফায় বিক্ষোভ বিজেপি কর্মীদের - বিজেপি

গতকাল রাত থেকেই হেস্টিংস অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা ৷ আজও হেস্টিংস অফিসের সামনে সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ চলছে ৷

হেস্টিংস অফিসে বিক্ষোভ বিজেপি কর্মীদের
হেস্টিংস অফিসে বিক্ষোভ বিজেপি কর্মীদের
author img

By

Published : Mar 16, 2021, 1:19 PM IST

Updated : Mar 16, 2021, 2:13 PM IST

কলকাতা, 16 মার্চ : এবার দিলীপ ঘোষের ইস্তফার দাবি তুললেন বিজেপির কর্মী-সমর্থকরা ৷ বিজেপির প্রার্থী তালিকায় কেন তৃণমূল থেকে আসা নেতাদের নাম রয়েছে এবং সেই প্রার্থীদের বদলের দাবিতে গতকাল রাত থেকে দলের হেস্টিংস কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷ আজও হেস্টিংস অফিসের সামনে সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ চলে ৷ দক্ষিণ 24 পরগনার একাধিক বিধানসভা কেন্দ্রের কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন ৷

দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভা কেন্দ্রে শান্তনু বাপুলিকে প্রার্থী করেছে বিজেপি । উনি সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন । হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি প্রার্থী সুমিত রঞ্জন ও পাঁচলা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মোহিত ঘান্টি । এই তিনটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে গতকাল সকাল থেকে বিক্ষোভ শুরু হয় । বিক্ষোভের মুখে পড়েন বিজেপির একাধিক শীর্ষ নেতা। তার মধ্যে ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশও।

তাঁদের একটাই দাবি, অবিলম্বে ওই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে সরাতে হবে ৷ ওই প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বলেও বিক্ষোভকারীদের দাবি ৷ তাঁদের অভিযোগ, পাঁচলায় বিজেপির প্রার্থীর বিরুদ্ধে তোলাবাজি, নারীপাচারের অভিযোগ রয়েছে ৷ তাই প্রার্থী প্রত্যাহার অবিলম্বে করতে হবে ৷

হেস্টিংস কার্যালয়ে বিক্ষোভ দেখাচ্ছেন দক্ষিণ 24 পরগনার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীরা

আরও পড়ুন, প্রার্থী নিয়ে বাড়ছে ক্ষোভ, রাজ্য নেতৃত্বের সঙ্গে রাতভর বৈঠক শাহর

আজ সকাল থেকে বিক্ষোভের ঝাঁঝ আরও বাড়তে থাকে ৷ কুলপি, জয়নগর, ক্যানিং পশ্চিমের বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ হাতে প্ল্যাকার্ড নিয়ে দাবি, ক্যানিং পশ্চিমে তোলাবাজ প্রার্থীর বদল চাই ৷ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয় ৷ এবার এই বিক্ষোভ থামাতে বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিজেপি ৷

কলকাতা, 16 মার্চ : এবার দিলীপ ঘোষের ইস্তফার দাবি তুললেন বিজেপির কর্মী-সমর্থকরা ৷ বিজেপির প্রার্থী তালিকায় কেন তৃণমূল থেকে আসা নেতাদের নাম রয়েছে এবং সেই প্রার্থীদের বদলের দাবিতে গতকাল রাত থেকে দলের হেস্টিংস কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷ আজও হেস্টিংস অফিসের সামনে সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ চলে ৷ দক্ষিণ 24 পরগনার একাধিক বিধানসভা কেন্দ্রের কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন ৷

দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভা কেন্দ্রে শান্তনু বাপুলিকে প্রার্থী করেছে বিজেপি । উনি সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন । হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি প্রার্থী সুমিত রঞ্জন ও পাঁচলা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মোহিত ঘান্টি । এই তিনটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে গতকাল সকাল থেকে বিক্ষোভ শুরু হয় । বিক্ষোভের মুখে পড়েন বিজেপির একাধিক শীর্ষ নেতা। তার মধ্যে ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশও।

তাঁদের একটাই দাবি, অবিলম্বে ওই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে সরাতে হবে ৷ ওই প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বলেও বিক্ষোভকারীদের দাবি ৷ তাঁদের অভিযোগ, পাঁচলায় বিজেপির প্রার্থীর বিরুদ্ধে তোলাবাজি, নারীপাচারের অভিযোগ রয়েছে ৷ তাই প্রার্থী প্রত্যাহার অবিলম্বে করতে হবে ৷

হেস্টিংস কার্যালয়ে বিক্ষোভ দেখাচ্ছেন দক্ষিণ 24 পরগনার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীরা

আরও পড়ুন, প্রার্থী নিয়ে বাড়ছে ক্ষোভ, রাজ্য নেতৃত্বের সঙ্গে রাতভর বৈঠক শাহর

আজ সকাল থেকে বিক্ষোভের ঝাঁঝ আরও বাড়তে থাকে ৷ কুলপি, জয়নগর, ক্যানিং পশ্চিমের বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ হাতে প্ল্যাকার্ড নিয়ে দাবি, ক্যানিং পশ্চিমে তোলাবাজ প্রার্থীর বদল চাই ৷ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয় ৷ এবার এই বিক্ষোভ থামাতে বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিজেপি ৷

Last Updated : Mar 16, 2021, 2:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.