ETV Bharat / state

কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনা, ঠাকুরনগরে সভা; দ্বিতীয় শাহি-সফর আজ - west bengal assembly election 2021

বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে অমিত শাহ-র দ্বিতীয় সফর আজ । কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনা করার পর ঠাকুরনগরে জনসভা করবেন তিনি ।

amit shah have scheduled programs in bengal
রাজ্যে শাহের সফরসূচি
author img

By

Published : Feb 11, 2021, 9:26 AM IST

Updated : Feb 11, 2021, 9:34 AM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি : আজ কোচবিহার থেকে রাজ্যসফর শুরু করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সেখানে পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি । এরপর ঠাকুরনগরে জনসভা রয়েছে তাঁর । সবশেষে কলকাতায় দলের সোশাল মিডিয়া স্বেচ্ছাসেবীদের সঙ্গে আলাপচারিতায় অশগ্রহণ করবেন তিনি ।

গতকাল প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর থেকে টুইট করে জানানো হয় সফরসূচি ৷ সেখানে লেখা হয়, সকাল 11টা বেজে 10 মিনিটে কোচবিহারের মদনমোহন মন্দির দর্শনে যাবেন শাহ । এরপর 11টা বেজে 30 মিনিটে পরিবর্তন যাত্রার সূচনা করবেন । পরে নিজের দপ্তরের টুইটটিকে রিটুইট করেন অমিত শাহ ৷ বাংলায় লেখেন, "আমি উৎসুক আগামীকাল বাংলায় উপস্থিত হওয়ার জন্যে ৷" আরও লেখেন, "কোচবিহার থেকে পরিবর্তন যাত্রার চতুর্থ পর্যায় সূচিত হবে এবং ঠাকুরনগরে জনসভা অনুষ্ঠিত হবে ৷ পশ্চিমবঙ্গের কলকাতায় আমি আমাদের সোশাল মিডিয়ার স্বেচ্ছাসেবীদের সাথেও আলাপচারিতায় অংশগ্রহণ করব ৷"

  • আমি উৎসুক,আগামীকাল বাংলায় উপস্থিত হওয়ার জন্য।

    কোচবিহার থেকে @BJP4Bengal #PoribortonYatra 'র চতুর্থ পর্যায় সূচিত হবে এবং ঠাকুরনগরে জনসভা অনুষ্ঠিত হবে।

    পশ্চিমবঙ্গের কলকাতায় আমি আমাদের সোশ্যাল মিডিয়ার স্বেচ্ছাসেবীদের সাথেও আলাপচারিতায় অংশগ্রহণ করব। https://t.co/kMOgXqEOHU

    — Amit Shah (@AmitShah) February 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সূচি অনুযায়ী দুপুর 3টে বেজে 20 মিনিটে অমিত শাহ ঠাকুরনগরের হরিচাঁদ ঠাকুরের মন্দির দর্শন করবেন । এরপর দুপুর 3টে বেজে 45 মিনিটে মতুয়া ঠাকুরবাড়ির ময়দানে জনসভা রয়েছে তাঁর ।

আরও পড়ুন : অমিত শাহের সভার দিনেই তৃণমূলের কর্মসূচি, তপ্ত কোচবিহার

সভা শেষে কলকাতা আসবেন অমিত শাহ । সন্ধ্যা 6টায় সায়েন্স সিটি অডিটরিয়ামে দলের সোশাল মিডিয়া স্বেচ্ছাসেবীদের সঙ্গে আলাপচারিতায় অংশগ্রহণ করবেন তিনি ।

কলকাতা, 11 ফেব্রুয়ারি : আজ কোচবিহার থেকে রাজ্যসফর শুরু করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সেখানে পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি । এরপর ঠাকুরনগরে জনসভা রয়েছে তাঁর । সবশেষে কলকাতায় দলের সোশাল মিডিয়া স্বেচ্ছাসেবীদের সঙ্গে আলাপচারিতায় অশগ্রহণ করবেন তিনি ।

গতকাল প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর থেকে টুইট করে জানানো হয় সফরসূচি ৷ সেখানে লেখা হয়, সকাল 11টা বেজে 10 মিনিটে কোচবিহারের মদনমোহন মন্দির দর্শনে যাবেন শাহ । এরপর 11টা বেজে 30 মিনিটে পরিবর্তন যাত্রার সূচনা করবেন । পরে নিজের দপ্তরের টুইটটিকে রিটুইট করেন অমিত শাহ ৷ বাংলায় লেখেন, "আমি উৎসুক আগামীকাল বাংলায় উপস্থিত হওয়ার জন্যে ৷" আরও লেখেন, "কোচবিহার থেকে পরিবর্তন যাত্রার চতুর্থ পর্যায় সূচিত হবে এবং ঠাকুরনগরে জনসভা অনুষ্ঠিত হবে ৷ পশ্চিমবঙ্গের কলকাতায় আমি আমাদের সোশাল মিডিয়ার স্বেচ্ছাসেবীদের সাথেও আলাপচারিতায় অংশগ্রহণ করব ৷"

  • আমি উৎসুক,আগামীকাল বাংলায় উপস্থিত হওয়ার জন্য।

    কোচবিহার থেকে @BJP4Bengal #PoribortonYatra 'র চতুর্থ পর্যায় সূচিত হবে এবং ঠাকুরনগরে জনসভা অনুষ্ঠিত হবে।

    পশ্চিমবঙ্গের কলকাতায় আমি আমাদের সোশ্যাল মিডিয়ার স্বেচ্ছাসেবীদের সাথেও আলাপচারিতায় অংশগ্রহণ করব। https://t.co/kMOgXqEOHU

    — Amit Shah (@AmitShah) February 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সূচি অনুযায়ী দুপুর 3টে বেজে 20 মিনিটে অমিত শাহ ঠাকুরনগরের হরিচাঁদ ঠাকুরের মন্দির দর্শন করবেন । এরপর দুপুর 3টে বেজে 45 মিনিটে মতুয়া ঠাকুরবাড়ির ময়দানে জনসভা রয়েছে তাঁর ।

আরও পড়ুন : অমিত শাহের সভার দিনেই তৃণমূলের কর্মসূচি, তপ্ত কোচবিহার

সভা শেষে কলকাতা আসবেন অমিত শাহ । সন্ধ্যা 6টায় সায়েন্স সিটি অডিটরিয়ামে দলের সোশাল মিডিয়া স্বেচ্ছাসেবীদের সঙ্গে আলাপচারিতায় অংশগ্রহণ করবেন তিনি ।

Last Updated : Feb 11, 2021, 9:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.