ETV Bharat / state

৭ মার্চ DA মামলায় রায় দেবে আদালত - state

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী বৃহস্পতিবার DA মামলার রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি শেখর বি শরাফের গঠিত বেঞ্চ রায় দেবে এই মামলার। হাইকোর্ট কী রায় দেয় এখন সেদিকেই তাকিয়ে কয়েক লাখ রাজ্য সরকারি কর্মী।

কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Mar 5, 2019, 10:49 PM IST

কলকাতা, ৫ মার্চ : অবশেষে সরকারি কর্মীদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী বৃহস্পতিবার DA মামলার রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি শেখর বি শরাফের গঠিত বেঞ্চ রায় দেবে এই মামলার। হাইকোর্ট কী রায় দেয় এখন সেদিকেই তাকিয়ে কয়েক লাখ রাজ্য সরকারি কর্মী।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর SAT (স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল)-এ শুনানি চলাকালীন রাজ্য সরকার নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিল যে তারা হাইকোর্টে রিভিউ পিটিশন ফাইল করেছে। SAT রাজ্য সরকারকে হাইকোর্টের আদেশনামা ১৯ ডিসেম্বরের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছিল। তারপর SAT জানিয়ে দিয়েছিল রাজ‍্য সরকার হাইকোর্টে রিভিউ পিটিশন ফাইল করেছে। তাই তাদের আপাতত কিছুই করার নেই। কারণ হাইকোর্টের আদেশনামা পাওয়ার প্রয়োজন রয়েছে। হাইকোর্ট যেহেতু রাজ‍্য সরকারের করা মামলাটি গ্রহণ করেছে, সেই কারণে SAT-এর পক্ষে একই মামলায় রায় দান সম্ভব নয়। এরপর হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং শেখর বি শরাফের এজলাসে ২ নম্বর কোর্টে শুনানি হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত ইতিমধ্যেই ২৫ শতাংশ DA দিয়েছে‌ রাজ্য সরকার। এরপরেও বকেয়া রয়েছে প্রায় ২৩ শতাংশ। বকেয়া এই DA নিয়ে রাজ্য সরকারের করা রিভিউ পিটিশনেরও শুনানি হয়। আগামী ৭ মার্চ (বৃহস্পতিবার) DA মামলার রায় দেবে হাইকোর্ট। হাইকোর্ট কী রায় দেয় তা নিয়ে উদগ্রীব রাজ্য সরকারি কর্মীরা।

undefined

কলকাতা, ৫ মার্চ : অবশেষে সরকারি কর্মীদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী বৃহস্পতিবার DA মামলার রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি শেখর বি শরাফের গঠিত বেঞ্চ রায় দেবে এই মামলার। হাইকোর্ট কী রায় দেয় এখন সেদিকেই তাকিয়ে কয়েক লাখ রাজ্য সরকারি কর্মী।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর SAT (স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল)-এ শুনানি চলাকালীন রাজ্য সরকার নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিল যে তারা হাইকোর্টে রিভিউ পিটিশন ফাইল করেছে। SAT রাজ্য সরকারকে হাইকোর্টের আদেশনামা ১৯ ডিসেম্বরের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছিল। তারপর SAT জানিয়ে দিয়েছিল রাজ‍্য সরকার হাইকোর্টে রিভিউ পিটিশন ফাইল করেছে। তাই তাদের আপাতত কিছুই করার নেই। কারণ হাইকোর্টের আদেশনামা পাওয়ার প্রয়োজন রয়েছে। হাইকোর্ট যেহেতু রাজ‍্য সরকারের করা মামলাটি গ্রহণ করেছে, সেই কারণে SAT-এর পক্ষে একই মামলায় রায় দান সম্ভব নয়। এরপর হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং শেখর বি শরাফের এজলাসে ২ নম্বর কোর্টে শুনানি হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত ইতিমধ্যেই ২৫ শতাংশ DA দিয়েছে‌ রাজ্য সরকার। এরপরেও বকেয়া রয়েছে প্রায় ২৩ শতাংশ। বকেয়া এই DA নিয়ে রাজ্য সরকারের করা রিভিউ পিটিশনেরও শুনানি হয়। আগামী ৭ মার্চ (বৃহস্পতিবার) DA মামলার রায় দেবে হাইকোর্ট। হাইকোর্ট কী রায় দেয় তা নিয়ে উদগ্রীব রাজ্য সরকারি কর্মীরা।

undefined

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.