ETV Bharat / state

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি

আজ ভোর থেকেই শুরু বৃষ্টি ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সারাদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে ৷ আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি
author img

By

Published : Feb 25, 2020, 11:18 AM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি ৷ সারাদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ উত্তরবঙ্গের পাঁচ জেলায় শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আগামীকাল দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় দু-এক পশলা ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ রাজ্যজুড়ে আগামীকালও এই বৃষ্ট চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ আকাশ মেঘলা থাকায় দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে না ৷ রাতের তাপমাত্রা কমারও কোনও সম্ভাবনা নেই ৷ উত্তরপ্রদেশের উপর থাকা ঘূর্ণাবর্তের ফলে বঙ্গোপসাগরে থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে ৷ উত্তরের ঠান্ডা বাতাসের সঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে আসা গরম বাতাস সংস্পর্শে এসে স্থানীয়ভাবে বৃষ্টির মেঘ তৈরি করছে ৷

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ গত 24 ঘণ্টায় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম ৷ বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ ও সর্বনিম্ন 51 শতাংশ ৷

দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি

কলকাতা, 25 ফেব্রুয়ারি : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি ৷ সারাদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ উত্তরবঙ্গের পাঁচ জেলায় শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আগামীকাল দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় দু-এক পশলা ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ রাজ্যজুড়ে আগামীকালও এই বৃষ্ট চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ আকাশ মেঘলা থাকায় দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে না ৷ রাতের তাপমাত্রা কমারও কোনও সম্ভাবনা নেই ৷ উত্তরপ্রদেশের উপর থাকা ঘূর্ণাবর্তের ফলে বঙ্গোপসাগরে থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে ৷ উত্তরের ঠান্ডা বাতাসের সঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে আসা গরম বাতাস সংস্পর্শে এসে স্থানীয়ভাবে বৃষ্টির মেঘ তৈরি করছে ৷

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ গত 24 ঘণ্টায় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম ৷ বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ ও সর্বনিম্ন 51 শতাংশ ৷

দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.