ETV Bharat / state

কালীপুজোয় আকাশ থাকবে ঝলমলে, জানাল আলিপুর - আবহাওয়া

বৃষ্টির খাপখেয়ালিপনায় দুর্গাপুজোর মজা বেশ কিছুটা মাটি হয়েছিল বাঙালির ৷ কিন্তু, এবার কালীপুজোর আগে আশার কথা শোনাল আলিপুর হাওয়া অফিস ৷ আজ আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, কালীপুজোয় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷

blu sky
author img

By

Published : Oct 23, 2019, 7:57 PM IST

Updated : Oct 23, 2019, 8:14 PM IST

কলকাতা, 23 অক্টোবর : বৃষ্টির খাপখেয়ালিপনায় দুর্গাপুজোর মজা বেশ কিছুটা মাটি হয়েছিল বাঙালির ৷ কিন্তু, এবার কালীপুজোর আগে আশার কথা শোনাল আলিপুর হাওয়া অফিস ৷ আজ আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, কালীপুজোয় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন, আগামী 27 তারিখ অর্থাৎ কালীপুজোর দিন থেকেই আকাশ পরিষ্কার থাকবে ৷ যদিও, বর্তমানে বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছে । এই নিম্নচাপ ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে । এর ফলেই দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আগামী 26 তারিখ পর্যন্ত ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আজ সকাল থেকেই কলকাতা ও তার আশপাশের আকাশ মেঘলা ছিল ৷ দুপুরের পর থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে । হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী 24 ঘণ্টা । আগামী কাল বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া দপ্তর । বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমের জেলাগুলোতেও ।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আগামী কাল মূলত পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে । পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের মতো জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মালদা, দুই দিনাজপুরেও অতি ভারী বৃষ্টির সর্তকতা দিয়েছে হাওয়া অফিস । পরশু বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষ করে মালদা, দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ারে ।

উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পরশু দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে ৷ বৃষ্টি কমে আসবে । রবিবার থেকে আকাশ পরিষ্কার হবে, জানিয়েছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ।

কলকাতা, 23 অক্টোবর : বৃষ্টির খাপখেয়ালিপনায় দুর্গাপুজোর মজা বেশ কিছুটা মাটি হয়েছিল বাঙালির ৷ কিন্তু, এবার কালীপুজোর আগে আশার কথা শোনাল আলিপুর হাওয়া অফিস ৷ আজ আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, কালীপুজোয় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন, আগামী 27 তারিখ অর্থাৎ কালীপুজোর দিন থেকেই আকাশ পরিষ্কার থাকবে ৷ যদিও, বর্তমানে বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছে । এই নিম্নচাপ ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে । এর ফলেই দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আগামী 26 তারিখ পর্যন্ত ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আজ সকাল থেকেই কলকাতা ও তার আশপাশের আকাশ মেঘলা ছিল ৷ দুপুরের পর থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে । হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী 24 ঘণ্টা । আগামী কাল বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া দপ্তর । বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমের জেলাগুলোতেও ।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আগামী কাল মূলত পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে । পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের মতো জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মালদা, দুই দিনাজপুরেও অতি ভারী বৃষ্টির সর্তকতা দিয়েছে হাওয়া অফিস । পরশু বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষ করে মালদা, দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ারে ।

উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পরশু দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে ৷ বৃষ্টি কমে আসবে । রবিবার থেকে আকাশ পরিষ্কার হবে, জানিয়েছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ।

Intro:কালি পুজোতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আগামী 27 তারিখ অর্থাৎ কালীপুজোর দিন থেকেই আকাশ পরিষ্কার হয়ে যাবে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। বঙ্গোপসাগরে সুস্পষ্ট শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। এরফলেই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আগামী 26 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর যেহেতু বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে।

আজ সকাল থেকেই আকাশ মেঘলা ছিল দুপুরের পর থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী 24 ঘন্টা‌। আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে জানিয়েছে আলিপুর হাওয়া দপ্তর। আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে পশ্চিমের জেলাগুলোতে।


Body:আজ 23 তারিখ উত্তর পশ্চিম মেদিনীপুর ,দক্ষিণ 24 পরগনা , হুগলি ও ঝাড়গ্রামে দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 তারিখ মূলত পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের 24 তারিখে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি সর্তকতা দিয়েছে হাওয়া অফিস। 25 তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষ করে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কুচবিহার ও আলিপুরদুয়ারে।


Conclusion:সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতেও ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 25 তারিখ দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 26 তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হবে বৃষ্টি কমে আসবে। 27 তারিখ থেকে আকাশ পরিষ্কার হবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। 27 তারিখ শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে।

আজ কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 দশমিক 6 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28° ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। টানা বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
Last Updated : Oct 23, 2019, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.