কলকাতা, 12 জুলাই : আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দফায় দফায় বৃষ্টি হলেও অস্বস্তিকর গরমে বজায় থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবার থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে । তবে উত্তরবঙ্গে সে আবারও ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে । আগামী দু'দিন উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে । ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃষ্টিপাতের সর্তকতা দেওয়া হয়েছে জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ।
ওড়িশা উপকূলের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । আগামী 24 ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে । পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে শক্তি সঞ্চার করবে এই ঘূর্ণাবর্ত । ঘূর্ণাবর্তের প্রভাবেই আগামীকাল থেকে রাজ্যজুড়ে বৃষ্টি হবে ।
কলকাতায় আজ আকাশ সকাল থেকেই মেঘলা রয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । গত 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 দশমিক 2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 91 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।