কলকাতা, 5 এপ্রিল: বছর তিনেক বাদে বৃহস্পতিবারের সন্ধ্যায় ইডেনে ফিরছে আইপিএল। চৈত্র মাসের এই সময়টায় সন্ধ্যায় দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে রাসেল বনাম বিরাট কোহলি ব্যাটের দ্বৈরথে ঝড় বৃষ্টি কাঁটা হবে না তো? ইডেনে আইপিএল ম্যাচ চলাকালীন ঝড় বৃষ্টি হওয়ার অতীত রেকর্ড রয়েছে। আর এই আচমকা ঝড়বৃষ্টি খেলার রঙ বদলেও দিতে পারে যে কোনও সময়ে। এমনিতেই ধারেভারে কোহলিদের থেকে খানিকটা হলেও পিছিয়ে নাইটরা । তার উপর বরুণ দেব যদি বিপত্তি ঘটনা তাতে সমস্যা আরও বাড়তে পারে। কিন্তু এবার সেরকম কিছু হওয়ার সম্ভবনা বিশেষ নেই বলে জানাল হাওয়া অফিস। বৃষ্টির কোনও পরিস্থিতি আপাতত নেই কলকাতা বা আশপাশের এলাকায় ।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী দিন কয়েকের মধ্যে দক্ষিণবঙ্গের জন্য বরাদ্দ শুকনো আবহাওয়া। ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও বা হয় তা হবে বিক্ষিপ্তভাবে। হলেও তার বিরাট কোনও প্রভাব পড়বে না কোনও এলাকায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের পাঁচটি জেলার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে শুরু করেছে। জানা গিয়েছে, দিন কয়েকের মধ্যেই আরও 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। বাড়বে সর্বনিম্ন তাপমাত্রাও। সবমিলিয়ে বলা যায় ঝড় বৃষ্টি আপাতত ছুটিতে। তার বদলে অস্বস্তিকর গরমে পুড়বে বাংলা।
ইতিমধ্যে বাকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পানাগড় আসানসোল শ্রীনিকেতন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পারদ 35 ডিগ্রি পেরিয়ে কোথাও 36 আবার কোথাও 37 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। বুধবার রাতের দিকে দমদমে পারদ 35.5 ডিগ্রি ছুঁয়েছে। অর্থাৎ দাবদাহে প্রানান্তকর জনজীবন। এদিন কলকাতা এবং তার অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেড়ে হয়েছে 26.8 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 89 শতাংশ। আজ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা। তবে ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি এবং 26 ডিগ্রির আশেপাশে থাকবে।
আরও পড়ুন: অশান্তি রুখতে শহরে মোতায়েন হাজারখানেক পুলিশ, বডি ক্যামেরার ব্যবহার বাধ্যতামূলক