ETV Bharat / state

রাজ্যের সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস - কলকাতা

আজ সন্ধের পর রাজ্যের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 9, 2020, 1:03 PM IST

কলকাতা, 9 এপ্রিল : রাজ্যের সব জেলাতেই আজ সন্ধের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস । পাশাপাশি আগামী রবিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে । উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 74%, সর্বনিম্ন 32% । আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 36 ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকবে।


বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে রাজ্যে । অন্যদিকে উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়ার সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা গরম জলীয়বাষ্প পূর্ণ বাতাসের সংস্পর্শে এসে বজ্রগর্ভ মেঘ তৈরি করছে । এর ফলে তৈরি হয়েছে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 48 ঘণ্টায় রাজ্যের সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । শুক্রবার ও শনিবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় । পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও শুক্র , শনিবার ঝড়বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ।

কলকাতা, 9 এপ্রিল : রাজ্যের সব জেলাতেই আজ সন্ধের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস । পাশাপাশি আগামী রবিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে । উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 74%, সর্বনিম্ন 32% । আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 36 ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকবে।


বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে রাজ্যে । অন্যদিকে উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়ার সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা গরম জলীয়বাষ্প পূর্ণ বাতাসের সংস্পর্শে এসে বজ্রগর্ভ মেঘ তৈরি করছে । এর ফলে তৈরি হয়েছে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 48 ঘণ্টায় রাজ্যের সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । শুক্রবার ও শনিবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় । পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও শুক্র , শনিবার ঝড়বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.