কলকাতা, 1 ফেব্রুয়ারি : আর এক বাসস্ট্যান্ড থেকে অন্য বাসস্ট্যান্ডে দৌড়াদৌড়ি নয় ৷ টিকিট কাটার লম্বা লাইনে দাঁড়ানো নয় ৷ ঘরে বসেই একটিমাত্র ক্লিকের মাধ্যমে টিকিট বুক করা যাবে ৷ 'ডব্লিউবিটিসি টিকিট বুকিং অ্যাপের মাধম্যে টিকিট বুকিংয়ের নয়া উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর (ডব্লিউ বি টি সি) ৷ বুক করা যাবে বাস, ট্রাম ও লঞ্চের টিকিট। শুধু টিকিট বুকিং না , বেছে নেওয়া যাবে পছন্দের সিটও ৷ প্লে স্টোর থেকে স্মার্ট ফোনে ডাউনলোড করা যাবে এই অ্যাপটি।
যে সব জায়গায় ডব্লিউবিটিসির বাস যাতায়াত করে সেই সব জায়গায় যাওয়ার জন্য এই অ্যাপের মাধ্যমে বুক করা যাবে। শুধু তাই নয় বাসের নম্বর, সময় ও যাত্রার তারিখ দিয়ে নিজের পছন্দমত আসন সংগ্রহ করা যাবে। ট্রামের ক্ষেত্রে এই অ্যাপের মাধ্যমে টিকিট বুক করা যাবে। প্রতি ট্রিপের ক্ষেত্রে খরচ পড়বে 99 টাকা। নিজের পছন্দমত আসনও সংরক্ষণ করা যাবে। দ্রুত অন্যান্য ট্রেনগুলিও যুক্ত করা হবে এই অ্যাপটিতে। শীঘ্রই কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ ও বোট লাইব্রেরি পরিষেবা যুক্ত করা হবে এই অ্যাপটিতে। এই অ্যাপটির মাধ্যমে লঞ্চ বা ভেসেল বুকিং করা যাবে 10 ফেব্রুয়ারি থেকে। এছাড়াও দুর্গা পুজোর সময় এই অ্যাপটি থেকে পুজো পরিক্রমা বুক করা যাবে।
আগামী মার্চ মাস থেকে এই অ্যাপটি আইওএস ভার্শন চালু হবে। প্লেস্টোরে এই অ্যাপটি পেতে টাইপ করতে হবে http://play.google.com/store/apps/details?id=io.ionic.wbtconline.in এ ৷
আরও পড়ুন : অর্থনীতিকে টেনে তুলতে ব্যবস্থা নাকি জনমোহিনী, কোন পথে নির্মলা ?
ডব্লিউবিটিসির ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর বলেন, "বহুদিন ধরেই এই অ্যাপটি লঞ্চ করার পরিকল্পনা ছিল। অবশেষে এসে গেল অ্যাপটি। অ্যাপটির মাধ্যমে মানুষজন খুব সহজেই একটি ক্লিকের মাধ্যমে লঞ্চ, বাস বা ট্রামের টিকিট বুক করতে পারবেন।" আপাতত দূরপাল্লার যেসব রুটগুলি এই অ্যাপে যুক্ত করা হয়েছে সে গুলির তালিকা দেওয়া হল:
বারাসাত-দিঘা এসি , করুণাময়ী সল্টলেক দিঘা এসি , কলকাতা বোলপুর সিউড়ি , কলকাতা দিঘা এসি/ ননএসি , কলকাতা পুরুলিয়া এসি , হাবরা-দিঘা, হাবরা বারাসত বকখালি , বারাসত-দুর্গাপুর , বারাসত-আসানসোল , হাবরা দুর্গাপুর আসানসোল , বারাসাত বিষ্ণুপুর , খিদিরপুর দিঘা , কলকাতা মালদা বালুরঘাট , কলকাতা বাঁকুড়া, শ্যামবাজার দিঘা , কলকাতা দুর্গাপুর আসানসোল , কলকাতা বিষ্ণুপুর ,কলকাতা-জয়রামবাটি , আমতলা-চৈতন্যপুর , এসপ্লানেড-বকখালি , কলকাতা মায়াপুর , শ্রীরামপুর-দিঘা , নৈহাটি-দিঘা ,করুণাময় দুর্গাপুর আসানসোল ৷