কলকাতা, 24 মে: 2023 সালের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হল বুধবার ৷ মেধাতালিকায় জায়গা পেয়েছেন 87 জন ৷ গতবার উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় 72 জনের নাম ছিল ৷ এবার আরও 15 জন পড়ুয়া জায়গা পেয়েছেন প্রথম দশে ৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই তথ্য দেওয়ার পাশাপাশি জানানো হয়েছে যে হুগলি থেকেই মেধাতালিকায় জায়গা পেয়েছেন 18 জন পড়ুয়া ৷
এবার উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারীর নাম শুভ্রাংশু সরদার ৷ তিনি দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ৷ তাঁর প্রাপ্ত নম্বর 496 ৷
দ্বিতীয় স্থানে দু’জন রয়েছেন ৷ তাঁদের একজন সুষমা খান ৷ তিনি বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী ৷ দ্বিতীয় স্থানে থাকা অন্যজনের নাম আবু সামা ৷ তিনি উত্তর দিনাজপুরের রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাইস্কুলের পড়ুয়া ৷ দু’জনেরই প্রাপ্ত নম্বর 495 ৷
তৃতীয় স্থানে রয়েছেন চারজন ৷ তাঁদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর 494 ৷ এই চারজন পড়ুয়া হলেন - পূর্ব মেদিনীপুরের হ্যামিলটন মুলটন হাইস্কুলের চন্দ্রবিন্দু মাইতি, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চবিদ্যালয়ের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের কামাক্ষ্যাগুড়ি গালর্স হাইস্কুলের পিয়ালী দাস ও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চবিদ্যালয়ের শ্রেয়া মল্লিক ৷
চতুর্থস্থানে রয়েছেন তিনজন ৷ তাঁদের প্রাপ্ত নম্বর 493 ৷ তাঁদের নাম - সৃজিতা বসাক, ডঙ্গরহাট হাইস্কুল, ডঙ্গরহাট, দক্ষিণ দিনাজপুর ৷ নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় ৷ প্রেরণা পাল, ইছাপুর হাইস্কুল, উত্তর 24 পরগনা ৷
মেধাতালিকার পঞ্চম স্থানে যাঁরা জায়গা পেয়েছেন, তাঁদের প্রাপ্ত নম্বর 492 ৷ মোট পাঁচজন রয়েছেন মেধাতালিকার পঞ্চম স্থানে ৷ এঁরা হলেন - কৌস্তভ কুণ্ডু, কাপসিট হাইস্কুল, হুগলি ৷ ঋষিতা সিনহা মহাপাত্র, নবনালান্দা শান্তিনিকেতন এইচএস স্কুল, বীরভূম ৷ দীপ্তার্ঘ্য দাস, বাজারপুর রামকৃষ্ণ হাইস্কুল, পূর্ব মেদিনীপুর ৷ অঙ্কিতা ঘোরাই, ন’পাড়া হাইস্কুল, পুরুলিয়া ৷ অন্যন্যা সামন্ত, বাজার বঙ্কাপাসি এসএম হাইস্কুল, পূর্ব বর্ধমান ৷
মেধাতালিকায় ষষ্ঠস্থানে আছেন 12 জন ৷ তাঁদের প্রাপ্ত নম্বর 491 ৷ এই পড়ুয়ারা হলেন - চয়ন বর্মন, জেনকিন্স স্কুল, কোচবিহার ৷ অঙ্কুর রায়, বৈরতীগুড়ি হাইস্কুল, জলপাইগুড়ি ৷ অর্কদীপ ঘড়া, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় ৷ তমালকান্তি দাস, রাজনগর বিশ্বম্ভর হাইস্কুল ৷ সোম্যান জানা, পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন ৷ সোহম চট্টোপাধ্যায়, দ্বারহাট্টা রাজেশ্বরী ইনস্টিটিউশন, হুগলি ৷ রূপসা উপাধ্যায়, হিন্দমোটর হাইস্কুল, হুগলি ৷ অদিতি মহান্তি, সিমলাপাল মদনমোহন হাইস্কুল, বাঁকুড়া ৷ সুপর্ণা মাহাত, মটগোদা হাইস্কুল, বাঁকুড়া ৷ উৎসা কুণ্ডু, নেতাজি গার্লস হাইস্কুল, দার্জিলিং ৷ সৌমিলি মণ্ডল, চাকদা বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ, নদিয়া ৷ সহেলি আহমেদ, কামাক্ষ্যাগুড়ি গালর্স হাইস্কুল, আলিপুরদুয়ার ৷
সপ্তম স্থানে আছেন 14 জন ৷ তাঁদের প্রাপ্ত নম্বর 490 ৷ এই পড়ুয়ারা হলেন - সন্দীপ ঘোষ, এমসি উইলিয়াম উচ্চবিদ্যালয়, আলিপুরদুয়ার ৷ দেবর্ষী বসাক, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাইস্কুল, উত্তর 24 পরগনা ৷ বিটন শাসমল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় ৷ অর্ক ঘোষ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় ৷ অভিরূপ পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় ৷ শ্রীজা উপাধ্যায়, যাদবপুর বিদ্যাপীঠ, কলকাতা ৷ সুমিত মুখোপাধ্যায়, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন, বীরভূম ৷ রূপঙ্কর ঘটক, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল, পূর্ব বর্ধমান ৷ কৌশিকী কুণ্ডু, কাপশিট হাইস্কুল, হুগলি ৷ সৌজাত্য মুখোপাধ্যায়, চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল হাইস্কুল, হুগলি ৷ স্মরণ্যা ঘোষ, জনাই ট্রেনিং হাইস্কুল, হুগলি ৷ অর্ণব পতি, সিমলাপাল মদনমোহন হাইস্কুল বাঁকুড়া ৷ অস্মিতা পাল, বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল, বাঁকুড়া ৷ অভিরূপ পাল, বীরভূম জেলা স্কুল, বীরভূম ৷
অষ্টম স্থানে আছেন 11 জন ৷ তাঁদের প্রাপ্ত নম্বর 489 ৷ এই পড়ুয়ারা হলেন - শ্রীতমা মিস্ত্রি, নেবাধাই বালিকা বিদ্যালয়, উত্তর 24 পরগনা ৷ সৈয়দ সাকলাইন কবীর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় ৷ সায়ন প্রধান, পাথফাইন্ডার পাবলিক স্কুল, যোধপুর পার্ক, কলকাতা ৷ আত্রেয়ী সাহা, কোকণ্ড কালিকা শিক্ষা সদন, হুগলি ৷ সংযুক্তা বিশ্বাস, দাঁইহাট হাইস্কুল, পূর্ব বর্ধমান ৷ শ্রেষ্ঠা অধিকারী, কৃষ্ণা ভাবিনী, নারীশিক্ষা মন্দির, হুগলি ৷ সন্দীপ ভট্টাচার্য, পাণ্ডুয়া, শশীভূষণ সাহা হাইস্কুল হুগলি ৷ অদ্বিতীয় সিনহা, কৃষ্ণা ভাবিনী, নারীশিক্ষা মন্দির, হুগলি ৷ ঈশিকা শীল, রাজবলহাট গার্লস হাইস্কুল, হুগলি ৷ শিরিন আলম, শিলিগুড়ি গার্লস হাইস্কুল, দার্জিলিং ৷ সপ্তক দাস, বালুরঘাট হাইস্কুল, দক্ষিণ দিনাজপুর ৷
18 জন পড়ুয়া এবারের মেধাতালিকার নবম স্থানে জায়গা পেয়েছেন ৷ এঁদের প্রাপ্ত নম্বর হল 488 ৷ এই পড়ুয়াদের নাম - দেবাঙ্গনা দাস, বারলো গার্লস হাইস্কুল, মালদা ৷ প্রণব বর্মন, মেখলিগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুল, কোচবিহার ৷ বৃষ্টি মাইতি, ধুলিয়াপুর পল্লিশ্রী বাণীমন্দির, পূর্ব মেদিনীপুর ৷ আমজাদ হোসেন, প্রেমেরডাঙ্গা দেওয়ান বর্মন হাইস্কুল, কোচবিহার ৷ অর্ক দাস, নবনালান্দা হাইস্কুল, কলকাতা ৷ সায়ন সাহা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় ৷ অর্কপ্রতীম দে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় ৷ প্রবীর মাইতি, রাজনগর বিশ্বম্ভর হাইস্কুল, দক্ষিণ 24 পরগনা ৷ তুহিনকান্তি দাস, দাসপুর বিবেকানন্দ হাইস্কুল, পশ্চিম মেদিনীপুর ৷ তৃষিতা কর্মকার, হাটবসন্তপুর হরপার্বতী ইনস্টিটিউশন, হুগলি ৷ অথেনা বসু, মাখলা দেবিশ্বরী বিদ্যানিকেতন ফর গার্লস, হুগলি ৷ সুপ্রভাত ঘোষ, মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, হুগলি ৷ সুজিত পাল, বদনগঞ্জ হাইস্কুল, হুগলি ৷ মোনালিসা পাল, সেলিমবাদ হাইস্কুল, পূর্ব বর্ধমান ৷ অপূর্ব মণ্ডল, মেমারি ভিএম ইন্সস্টিটিউশন (ইউনিট-1), পূর্ব বর্ধমান ৷ সায়ন্তনী দে, বৈদ্যপুর রাজ রাজেশ্বর বালিকা বিদ্য়ালয়, পূর্ব বর্ধমান ৷ সৌরশ্মি দাস, কালনা মহিষমর্দিনী গার্লস ইন্সস্টিটিউশন, পূর্ব বর্ধমান ৷ প্রত্যুশা দাম, ইসলামপুর গার্লস হাইস্কুল, উত্তর দিনাজপুর ৷
19 জন পড়ুয়া এবারের মেধাতালিকার দশম স্থানে জায়গা পেয়েছেন ৷ এঁদের প্রাপ্ত নম্বর হল 487 ৷ এই পড়ুয়াদের নাম - আর্য নন্দী, স্প্রিংডালি হাইস্কুল, নদিয়া ৷ স্বাগতা চক্রবর্তী, সুনীতি অ্যাকাডেমি, কোচবিহার ৷ পুস্পিতা মোদক, কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাইস্কুল, উত্তর দিনাজপুর ৷ সময়ীতা দাসগুপ্ত, সুনীতিবালা সদর গার্লস হাইস্কুল, জলপাইগুড়ি ৷ সুচেতনা জানা, সুনীতিবালা সদর গার্লস হাইস্কুল, জলপাইগুড়ি ৷ বিক্রম বর্মন, নিশিময়ী হাইস্কুল, কোচবিহার ৷ শেখ সইফ উদ্দিন আহমেদ, কালিন্দি ইউনিয়ন হাইস্কুল, পূর্ব মেদিনীপুর ৷ সৌম্যদ্বীপ দত্ত, তসরলা সরবেড়িয়া সনাতন হাইস্কুল, দক্ষিণ 24 পরগনা ৷ কোয়েল কুণ্ডু, রামনগর অতুল বিদ্যালয়, হুগলি ৷ অনঞ্জুমা দিলরুবা, গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়, হুগলি ৷ মৃগাঙ্ক সাঁতরা, পাণ্ডুয়া শশীভূষণ সাহা হাইস্কুল, হুগলি ৷ শেখ আব্দুল রাজ্জাক, হারমাশরা হাইস্কুল, বাঁকুড়া ৷ অগ্নিভ মুখোপাধ্যায়, বাঁকুড়া ক্রিশ্চান কলেজিয়েট স্কুল, বাঁকুড়া ৷ সুদীপ পাল, দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠ, উত্তর 24 পরগনা ৷ মল্লিকা দেবনাথ, মহাকালগুড়ি গার্লস হাইস্কুল, আলিপুরদুয়ার ৷ সায়ন্তন সরকার, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যাপীঠ, মালদা ৷ তৃণা পুরকায়স্থ, বারলো গার্লস হাইস্কুল, মালদা ৷
এছাড়া উর্দুতে প্রথম হয়েছেন কলকাতার মহম্মদ আশান৷ তাঁর প্রাপ্ত নম্বর 486 ৷ কালিম্পংয়ের স্নেহা নেপালি 465 নম্বর পেয়ে নেপালিতে প্রথম হয়েছেন ৷ সাঁওতালিতে প্রথম হয়েছেন তিনজন - বাঁকুড়ার বিবেক সারেং, ঝাড়গ্রামের মৌসুমী টুডু ও সরস্বতী বাস্কে ৷ তাঁদের প্রাপ্ত নম্বর 472 ৷
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে পাশের হার 89.25%, পরীক্ষার্থীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর