কলকাতা, 14 জুলাই: অবশেষে প্রকাশিত হতে চলেছে এবছরের মাধ্যমিকের ফলাফল । আগামীকাল সকাল দশটা নাগাদ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল ৷ আজ এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এছাড়া আগামী শুক্রবার অর্থাৎ 17 জুলাই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি । আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । বৈঠক চলাকালীন তাঁর কাছে মুখ্যমন্ত্রীর ফোন আসে । তখনই ফোন লাউডস্পিকারে দিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা সাংবাদিকদের শোনান তিনি । সফল পরীক্ষার্থীদের আগাম অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে কোরোনার কারণে কাল মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাচ্ছে না ছাত্র-ছাত্রীরা ৷
চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 18 ফেব্রুয়ারি । শেষ হয়েছিল ২৭ ফেব্রুয়ারি । রাজ্যজুড়ে মোট 10 লাখ 15 হাজার 888 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন । কোরোনা আবহে দীর্ঘদিন ধরে থমকে ছিল ফল প্রকাশের প্রক্রিয়া । এমনকি মধ্যশিক্ষা পর্ষদ ফল প্রস্তুত করে রাখার পরেও পরিস্থিতি বিবেচনা করে তা প্রকাশ করা হয়নি । অবশেষে পরীক্ষা শেষ হওয়ার প্রায় সাড়ে চার মাস পর প্রকাশ হতে চলেছে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মাধ্যমিকের সবকটি পরীক্ষায় নির্বিঘ্নে সম্পন্ন হয়েছিল । তাই মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা প্রকাশ করা হবে আগামীকাল ।
বুধবার সকাল দশটায় ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় । সাড়ে দশটায় থেকে মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট সহ বিভিন্ন ওয়েবসাইটে ফল প্রকাশিত হবে । সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা । ফল প্রকাশের দিন স্কুলগুলোর হাতে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হলেও ওইদিন তা হাতে পাবে না ছাত্র-ছাত্রীরা । এ প্রসঙ্গে আজ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, "স্কুলগুলির করিডোর সহ সবকিছুই স্যানিটাইজ় করা হবে ৷ স্কুলগুলো থেকে যে সকল প্রতিনিধিরা আসবেন তাঁদেরও প্রত্যেকের স্যানিটাইজ়েশন দরকার । COVID-19 পরিস্থিতিতে যাতে তাঁদের প্রপার স্যানিটাইজ়েশন হয়, সোশ্যাল ডিসট্যান্সিং যাতে মানা হয় তার জন্য আমাদের বিশেষ ব্যবস্থা নিতে হচ্ছে । কাল আমরা ফল প্রকাশ করব । কিন্তু এখুনই মার্কশিট, সার্টিফিকেট ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিতে পারব না । আমাদের একটু সময় দিতে হবে । মার্কশিট বিতরণের আগে প্রত্যেকটা স্কুল জীবাণুমুক্ত করা দরকার ।" স্কুল জীবাণুমুক্ত করার পর মিড-ডে মিলের আদলে অভিভাবকদের স্কুলে এসে মার্কশিট ও সার্টিফিকেট নিয়ে যেতে হবে । এ বিষয়ে কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, "মিড-ডে মিলের খাদ্যসামগ্রী যেমন অভিভাবকরা এসে নিয়ে যান সেভাবে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেখিয়ে মার্কশিট ও সার্টিফিকেট নিয়ে যাবেন তারা ।"
অন্যদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানান, শুক্রবার বেলা সাড়ে তিনটেয় আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে ৷ সেইদিনই বিভিন্ন স্কুলগুলির হাতে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে ৷ স্কুলগুলো কবে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করবে তা নিজেরাই ঠিক করে নেবে ৷ তবে এবছর মেধা তালিকা প্রকাশ করা হবে না ৷
কোন কোন ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা তার তালিকাও দিয়ে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। www.wbbse.org, http://wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com -এ গিয়ে নিজেদের রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা । SMS-এর মাধ্যমেও ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা । তার জন্য 5676750 নম্বরে WB10 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে । www.exametc.com -এ গিয়ে মোবাইল নম্বর ও রোল নম্বর দিয়ে আগে থেকে রেজিস্টার করে নিলে ফল প্রকাশের পর বিনামূল্যে SMS-এর মাধ্যমেও ফলাফল জানা যাবে । এছাড়া অ্যাপের মাধ্যমে ফলাফল দেখার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে 'Madhyamik Results 2020' অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন পরীক্ষার্থীরা ।