ETV Bharat / state

WBSEDCL and WBSETCL: 3 মাসের মধ্যে বিদ্যুৎ দফতরের কর্মীদের বকেয়া ডিএ মেটানোর আশ্বাস রাজ্যের

অবশেষে বিদ্যুৎ দফতরের কর্মীদের মিটতে চলেছে বকেয়া ডিএ(WBSEDCL and WBSETCL Employee)৷ শুক্রবার এমনই আশ্বাস দিয়েছেন অ্যাডভোকেট জেনারেল ৷

author img

By

Published : Jul 29, 2022, 10:51 PM IST

WBSEDCL and WBSETCL
বিদ্যুৎ দফতরের কর্মীদের বকেয়া ডিএ মেটানোর আশ্বাস রাজ্যের

কলকাতা, 29 জুলাই: আগামী তিন মাসের মধ্যে তিন দফায় বিদ্যুৎ দফতরের কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল(wb govt assured to clear DA of electricity department employees)। ফলে বিতর্কের মধ্যেই শুক্রবার রাজ্য বিদ্যুৎ নিগমের দুই সংস্থার কর্তাদের বেতন চালুর নির্দেশ দিলেন বিচারপতি রাজা শেখার মান্থা ।

তবে 2020 সাল থেকে নয়া হারে ডিএ দেওয়ার আগের নির্দেশ পুনর্বিবেচনার যে আবেদন সংস্থা করেছে, তার যৌক্তিকতা আছে মনে করে তা গ্রহণ করেছে আদালত । এই নিয়ে দু'পক্ষকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলেছে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ । পরে শুনানির দিন স্থির করবে আদালত ।

আরও পড়ুন : বিদ্যুৎ দফতরের কর্মীদের বকেয়া মহার্ঘভাতা মেটানো নিয়ে জটিলতা অব্যাহত হাইকোর্টে

আধিকারিকদের বেতন চালু করার নির্দেশ দিতে গিয়ে আদালতের বক্তব্য, পাঁচ ভাগে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল । তার মধ্যে দু'দফায় তা মেটানো হয়েছে । বাকি তিনদফা আগামী তিনমাসে মেটানো হবে বলে আদালতকে আশ্বস্ত করেছেন অ্যাডভোকেট জেনারেল । তাই জিএম, ম্যানেজিং ডিরেক্টরদের আটকে রাখা বেতন চালুর নির্দেশ দেওয়া হল । তবে বিদ্যুৎ নিগমের দুই সংস্থার কর্মীরা 2020 সালের বকেয়া ডিএ কেন্দ্রীয় হারে, কবে, কীভাবে পাবেন, সেই প্রশ্নে ফের আইনি জটিলতা শেষ হয়েও শেষ হল না বলে মনে করছেন আইনজীবীরা ।

2016 থেকে 2019 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি(WBSETCL) ও ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিস্ট্রিবিউশন কোম্পানিকে(WBSEDCL) তাদের কর্মীদের বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । কিন্তু বিদ্যুৎ দফতর নানা অজুহাতে টালবাহানা করায় শেষ পর্যন্ত কর্তাদের বেতন বন্ধ করার নির্দেশ দেয় হাইকোর্ট ।

কলকাতা, 29 জুলাই: আগামী তিন মাসের মধ্যে তিন দফায় বিদ্যুৎ দফতরের কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল(wb govt assured to clear DA of electricity department employees)। ফলে বিতর্কের মধ্যেই শুক্রবার রাজ্য বিদ্যুৎ নিগমের দুই সংস্থার কর্তাদের বেতন চালুর নির্দেশ দিলেন বিচারপতি রাজা শেখার মান্থা ।

তবে 2020 সাল থেকে নয়া হারে ডিএ দেওয়ার আগের নির্দেশ পুনর্বিবেচনার যে আবেদন সংস্থা করেছে, তার যৌক্তিকতা আছে মনে করে তা গ্রহণ করেছে আদালত । এই নিয়ে দু'পক্ষকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলেছে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ । পরে শুনানির দিন স্থির করবে আদালত ।

আরও পড়ুন : বিদ্যুৎ দফতরের কর্মীদের বকেয়া মহার্ঘভাতা মেটানো নিয়ে জটিলতা অব্যাহত হাইকোর্টে

আধিকারিকদের বেতন চালু করার নির্দেশ দিতে গিয়ে আদালতের বক্তব্য, পাঁচ ভাগে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল । তার মধ্যে দু'দফায় তা মেটানো হয়েছে । বাকি তিনদফা আগামী তিনমাসে মেটানো হবে বলে আদালতকে আশ্বস্ত করেছেন অ্যাডভোকেট জেনারেল । তাই জিএম, ম্যানেজিং ডিরেক্টরদের আটকে রাখা বেতন চালুর নির্দেশ দেওয়া হল । তবে বিদ্যুৎ নিগমের দুই সংস্থার কর্মীরা 2020 সালের বকেয়া ডিএ কেন্দ্রীয় হারে, কবে, কীভাবে পাবেন, সেই প্রশ্নে ফের আইনি জটিলতা শেষ হয়েও শেষ হল না বলে মনে করছেন আইনজীবীরা ।

2016 থেকে 2019 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি(WBSETCL) ও ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিস্ট্রিবিউশন কোম্পানিকে(WBSEDCL) তাদের কর্মীদের বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । কিন্তু বিদ্যুৎ দফতর নানা অজুহাতে টালবাহানা করায় শেষ পর্যন্ত কর্তাদের বেতন বন্ধ করার নির্দেশ দেয় হাইকোর্ট ।

আরও পড়ুন : বিএসকেতে বিদ্যুৎ বিল জমা দিলেই এক শতাংশ ছাড়, ঘোষণা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.